বিশ্ব মা দিবসের শুভেচ্ছা বার্তা, এসএমএস, মেসেজ ২০২৩
আজ বিশ্ব মা দিবস, বিশ্বের সকল মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। এ নিবন্ধে আমরা বিশ্ব মা দিবসের শুভেচ্ছা বার্তা নিয়ে আলোচনা করব। আপনি যদি বিশ্ব মা দিবসের শুভেচ্ছা বার্তা অনলাইন অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধে আপনাকে স্বাগতম। এই নিবন্ধে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা বার্তা এবং বিশ্ব মা দিবসের শুভেচ্ছা ছবি সংযুক্ত আছে। আপনি খুব সহজে আমাদের এই ওয়েবসাইট হতে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করতে পারবেন।
প্রতিবছর যথাযথভাবে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়ে থাকে। বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস নিয়ে একটি দিবস। এই দিনটি বিশ্বের সকল মায়েদের প্রতি এবং বিশ্বের সকল মায়েরা সন্তানের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করে তার স্বীকৃতিস্বরূপ বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয়ে থাকে। প্রতিবছর ৮ মে যথাযথ ভাবে দিনটি পালিত হয়। একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা যেভাবে সন্তানটিকে লালন পালন এবং স্নেহ মমতা, বহুৎ ত্যাগ-তিতিক্ষার পর বড় করে সেই ঋণ একটি সন্তান কোনোভাবেই পরিশোধ করতে পারেনা।
তাই, মা কে খুশি রাখা একটি সন্তানের পরম দায়িত্ব। ইসলাম ধর্মে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কথাটি একদম সঠিক, আমরা যতই বিপদ-আপদে থাকি না কেন যখন মায়ের কোলে ফিরে যাই সেই বিপদ আপনা আপনি কেটে যায়। এবং মায়ের কোলে আমরা পরম শান্তি এবং ভালোবাসা পেয়ে থাকে। তাই আরো একবার বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই নিবন্ধে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা বার্তা আপনাদের জন্য তুলে ধরা হল।
বিশ্ব মা দিবসের শুভেচ্ছা
০৮ মে বিশ্ব মা দিবস হিসেবে পালন করা হয় থাকে। এই তিনটি বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মত বাংলাদেশেও এর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। তিনটি উপলক্ষে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন। মায়ের সাথে গল্পগুজব করে এবং মায়ের জন্য স্পেশাল কিছু করে দিনটি উদযাপন করতে পারেন। আমরা বিশ্ব মা দিবস উপলক্ষে কিছু শুভেচ্ছাবার্তা আপনাদের জন্য সংযুক্ত করছি। আপনি আমাদের এই ওয়েবসাইট হতেই বিশ্ব মা দিবসের শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করে এবং আপনি এই নিবন্ধ হতে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা বার্তা গুলো থেকে সাহায্য নিয়ে নিচের মত করে শুভেচ্ছা বার্তা আপনার মায়ের প্রতি জানাতে পারেন। বিশ্ব মা দিবসের শুভেচ্ছা বার্তা গুলো নিচে সংযুক্ত করা আছে।
মা কখনো হয়না পর
যতই আসুক তুফান ঝড়”
অন্যের ভালোবাসা হতে পারে ছলনা
কিন্তু মা এর ভালোবাসা
পৃথিবীর কোন কিছুর সাথে হয়না তুলনা.I LOVE YOU “মা” – শুভ মাতৃ দিবস
পৃথিবীটা অনেক কঠিন,
সবাই সবাইকে ছেড়ে যায়,
সবাই সবাই কে ভুলে যায়,
শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায় না।
আর সারা জীবন থাকবে।
সে মানুষটি হচ্ছে, আমার মা।
দূরে যখন থাকি, তার ছবি আঁকি।
বিপদ যখন আসে, সে থাকে পাশে।
অসুখ যখন হয় সে রাত জেগে রয়।
পৃথিবীর যেখানেই যাই, তার তুলনা নাই।
সে হল আমার মা! আন্তর্জাতিক মাতৃ দিবসে শুভেচ্ছা।
দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,
কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়।
মা দিবসের শুভেচ্ছা।
মা যে আমার স্বপ্নমাখা,
রাত জোছনার গান,
আধার পথের একটু আলো,
নীল জোনাকী প্রাণ।
মা দিবসের শুভেচ্ছা
প্রথম স্পর্শ মা,
প্রথম পাওয়া মা,
প্রথম শব্দ মা,
প্রথম দেখা মা,
আমার পৃথিবী তুমি মা।
মা দিবসের শুভেচ্ছা।
পৃথিবীর কাছে যেমন সূর্যের প্রয়োজনীয়তা,
মাছের কাছে যেমন জলের প্রয়োজনীয়তা,
কবির কাছে যেমন কলমের প্রয়োজনীয়তা,
সন্তানের কাছে তেমন প্রয়োজনীয়তা মায়ের।
আন্তর্জাতিক মাতৃ দিবসে শুভেচ্ছা।
পৃথিবীর সব চেয়ে সুখ কি জান?
মা-বাবার আদর সব চেয়ে কষ্ট কি জান?
মা-বাবার চোখের জল.
সব চেয়ে অমুল্য রতন কি জান?
মা-বাবার ভালোবাসা।।। – শুভ মাতৃ দিবস
মা দিবসের শুভেচ্ছা বাণী
বিশ্ব মা দিবসের শুভেচ্ছা বাণী আপনি যদি অনুসন্ধান করেন তাহলে আমাদের ওয়েবসাইট হতেই বিশ্ব মা দিবসের শুভেচ্ছা বাণী সংগ্রহ করতে পারবেন। বিশ্বের সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি পৃথিবীব্যাপী পালিত হয়ে থাকে। দিনটি ব্যাপকভাবে উদযাপন করার জন্য পৃথিবীর বিখ্যাত ব্যক্তিবর্গ বিশেষ বিশেষ বাণী দিয়ে গেছেন। আমরা একনজরে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিবর্গের বিশ্ব মা দিবস উপলক্ষে বাণী গুলো দেখে নেব।
মা, আমি আপনাকে জানাতে চাই আমি আপনাকে সত্যই,
পাগল এবং গভীরভাবে ভালবাসি।
পুরু এবং পাতলা মাধ্যমে
আমাকে সমর্থন করার জন্য আপনাকে ধন্যবাদ।
তোমাকে ভালোবাসি! – শুভ মাতৃ দিবস
আমার জীবনের সমস্ত সমস্যার সময় অভিভাবক দেবদূত হওয়ার জন্য ধন্যবাদ। – শুভ মাতৃ দিবস
যার মা আছে, সে কখনই গরীব নয় – আব্রাহাম লিঙ্কন।
কোনও একটা বিষয় মায়েদেরকে দুবার ভাবতে হয়।
একবার তার সন্তানের জন্য, আর একবার নিজের জন্য – সোফিয়া লরেন।
আমাদের পরিবারে মায়ের ভালবাসা সবসময় সবচেয়ে বড় শক্তি।
আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই – মিশেল ওবামা।
আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম – মাইকেল জ্যাকসন।
দুনিয়ায় সব কিছু বদলে যেতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনও বদলায় না
ইশ্বর সব জায়গায় নিজে উপস্থিত থাকতে পারেন না,
তাই তিনি ‘মা’ সৃষ্টি করেছেন – রাডইয়ার্ড কিপ্লিং।
আমার জীবন শুরু হয়েছিল মাতৃগর্ভে আর
আমার দিন শুরু হয় মায়ের পবিত্র মুখ দেখে – জর্জ এলিয়ট।
কোনও বিপদে পড়লে প্রথমেই যাঁর কথা মনে পড়ে,
তিনি হলেন মা!
ভালবাসা থেকেই আমাদের জন্ম,
আর ভালবাসা মানে হল মা – রুমি।
ইসলাম ধর্ম অনুসারে এবং পৃথিবীর সকল ধর্মেই মায়ের গুরুত্ব এবং তাৎপর্য উল্লেখ করা আছে। ইসলাম ধর্মের উল্লেখ আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাই আমরা এই বেহেশ্ত কে পৃথিবীতে পাওয়ার জন্য অবশ্যই তোমাকে ভালোবাসবো এবং সম্মান করবো। এই কামনায় পৃথিবীর সকল মা কে বিশ্ব মা দিবসের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে নিবন্ধটি এখানেই শেষ করছি।