
ভালোবাসা এ শব্দটি আমরা হৃদয় থেকে অনুভব করি। ভালোবাসা এমন একটি অনুভব যা সবার প্রতি আসেনা। আর যাকে একবার মন থেকে ভালোবেসে ফেলি হাজার চেষ্টা করেও তাকে ভুলে যাওয়া যায় না। পৃথিবীতে প্রতিটি জিনিসের ভালো ও খারাপ দুটো দিক আছে। তেমনি ভাবে ভালোবাসার ক্ষেত্রেও হচ্ছে ভালোবাসা পাওয়া না-পাওয়ার দুটো দিক আছে। ভালবাসলেই ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকো এমনটি নয়। ভালোবাসা না-পাওয়ার ও দিক আছে।
তবে কি জানেন? যখন আমরা কাউকে একবার মন থেকে ভালোবেসে ফেলি তখন শুধু তাকে নিয়েই ভাবি আর কিভাবে তাকে নিয়ে জীবন সুখে দুঃখে সুন্দর করে থাকবো এমন ভাবনা ছাড়া আর কোন ভাবনা মাথায় আসেনা। সম্পর্ক বাস্তবে রূপ দেয়ার জন্য অবশ্যই দুইজন ব্যক্তির সমান দায়িত্ব থাকতে হবে। নতুবা সম্পর্কটি বাস্তবে রূপ নিবে না। সম্পর্ক যখন শুরু হয় তখন উভয়কে প্রতিশ্রুতি দিয়ে থাকে দুজন দুজনকে কখনো ছাড়বে না। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি ভেঙে দিয়ে দুজন দুজনকে ছেড়ে চলে যায়। হয়তোবা সম্পর্ককে প্রেমিক ভেঙে দিতে পারে না হয়তো বা প্রেমিকা ভেঙে দিতে পারে। তার কেউই প্রতিশ্রুতি রাখে না একটু সময়ের ব্যবধানে।
একটা বারও ভাবে না এই সম্পর্কটি ভেঙে দিলে হয়তবা আমার সঙ্গে থাকা ভালোবাসার মানুষটি কষ্ট পাবে নতুবা আমিও জীবনে কষ্ট পাব এ কথা তখন আর মাথায় আসেনা। এমন সব ভালোবাসা না-পাওয়ার ছন্দ নিয়ে আজ আমরা আপনাদের কাছে হাজির হলাম। আপনারা অনেকেই ভালোবাসার ব্যক্তিকে হারিয়ে কষ্টে আছেন এজন্য খুজতেছেন এমন সব পোস্ট অর্থাৎ ভালোবাসা না-পাওয়ার পোস্ট তাদের জন্য আমাদের এই পেস্টটি সাজানো। আশা করি আমাদের দেওয়া পোস্টটি ভালো লাগবে আপনাদের। আর প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার কষ্টের ছন্দ মনকে শান্ত করবে তবে চলুন আর দেরি নয় দেখা যাক নিচে কি দেওয়া হল।
ভালোবাসা না পাওয়ার ছন্দ
তোমাকে এতোটাই ভালোবাসি তুমি যদি মুখ থেকে একবার কিছু বলতে পুরো পৃথিবীর সামনে এনে দিতাম তোমার। তুমি আমার জীবন থেকে চলে না যে যদি একবার বলতেই পৃথিবী থেকে তুমি চলে যাও আমি হাসতে হাসতে জীবনটাও দিতে পারতাম। ভালোবাসার পরিমাণ এতটাই ছিল। আর সেই তুমি আমায় ঠকিয়ে চলে গেলে এই কষ্ট সহ্য করতে পারছিনা। চলেই যখন যাবে মিথ্যে অভিনয় করতে ভালবাসতে আসছিলে কেন? আমার অপরাধ কি বলে যাবে না। স্বার্থ ফুরিয়ে গেল আর আমায় ছুঁড়ে ফেলে দিয়ে গেলে। ভালোবাসার মানুষ ছিল না এটা হচ্ছে এক রকম কষ্ট।আর এখন ভালোবাসা পেয়ে আজ সেই ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলা কতটা কষ্টে সেই কষ্ট বোঝানো যায়না পৃথিবীর অন্য কারো কে। আর সেই না পাওয়ার কষ্টের ছন্দ আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে।
১)ভালোবাসা ভালোলাগা থেকে সৃষ্টি হয়
সেই ভালোবাসা ছেড়ে প্রিয় মানুষকে চলে যায়
কিসের টানে স্বার্থ ফুরিয়ে গেলে
সত্যি কারের ভালোবাসা কি এমনই হয়।
২)রাগ অভিমান যা কিনা ভালোবাসার
মানুষের জন্য দীর্ঘস্থায়ী নয়
ভালোবাসা মানেই সব ভুলে
একটি সুন্দর জীবন তৈরি করা।
৩)সত্যি কারের ভালোবাসার মানুষটি
কখনও অভিমান করে দূরে চলে যায় না
সর্বদা এই সেই প্রিয় মানুষটির হাতটি ধরে রাখে ভালোবাসার জন্য জীবন পাশে থাকবে বলে।
৪)আজ তুমি আমার ভালবাসা
আর বিশ্বাস নিয়ে খেলা করলে
একটা সময় ঠিকই আসবে
যে সময় তুমি আমার
ভালোবাসার জন্য কাঁদবে
কিন্তু হ্যাঁ অবশ্যই তখন
আর আমার ফিরে
আসার পথ থাকবে না।
৫) তুমি ছিলে আমার বুকের ভিতর
থাকা একটি পাজর যেখানে
আঘাত করলে আমি কষ্ট পাইতাম
আর সেই পাজরটা দিয়েই তুমি টান দিলে
সে কষ্টটা আমি সহ্য করতে পারছিনা
কি করবো আমি বুঝতেছি না প্রিয়।
৬)প্রিয় কখনো যদি পথ চলার পথে
দেখা হয়ে যায় তোমার সাথে
সেদিনও দেখবে তুমি আমি
আজও চেয়ে আছি তোমার
অপেক্ষায় পথে ভালোবাসা তো
এমনই শুধু অপেক্ষার প্রহর গুনতে হয়।
৭)চলে যাচ্ছি এক বুক কষ্ট নিয়েই
তাই বলে কি তোমাকে ভুলে যাব
কখনো না যে ভালোবাসতে জানে
সে কখনো ভুলতে জানে না
ভালোবাসা শুধুই মনে রাখে
তার স্মৃতি তোমার স্মৃতি নিয়ে
বাঁচবো যদি বাঁচতে হয়।
৮) না পাওয়ার কষ্ট টা এতো বড় কষ্ট
যে কষ্ট টা আমাকে তিল তিল করে
মেরে ফেলছে আমি মানুষ হয়ে বেঁচে আছি
ঠিকই কিন্তু লাশ হয়ে পৃথিবীর বুকে ঘুরছি
তবুও বাঁচতে হয় সে জন্য বেচে আছি।
৯)তোমার পৃথিবীতে এখন অনেক সুখ
সে সুখে তুমি আনন্দের বুকে ভাসছো
আমার পৃথিবীতে যে কষ্ট আছে কষ্ট নিয়েই
আমি আছি বেঁচে জানিনা কবে
আবার কিনা স্বাভাবিক হব কিন্তু
আশা করছি স্বাভাবিক হতে পারবোনা।
১০) চোখের কোনে একটু পানি
জানি মুছে দিতে আসবে না তুমি
তবে কেন ভালবাসতে এসেছিলে
আজ কেন এক বুক বেদনা নিয়ে
ঘুরে বেড়াচ্ছি তোমার জন্য
এটাই কি বুঝি আমার পাওয়ার ছিল।
১১) বদলে যখন যাবে তবে
কেন বলেছিলে আমি তোমাকে
ভালোবাসি আর আমি সেই
ভালোবাসা কে আঁকড়ে ধরে
জীবনের স্বপ্ন দেখেছি
তোমায় নিয়ে সংসার করবো
কিন্তু স্বপ্ন আর বাস্তবে রূপ নিলো না
এটাই কি আমার তোমার
কাছ থেকে পাওয়ার ছিল।
১২)তুমি পাশে নেই তবুও
তোমায় অনুভব করি
তুমি আমার হবে না জেনে
তবুও তোমায় ভালোবাসি
তুমি আমার কাছে আসবে না
জেনে তবুও তোমার আশায়
দিন গুনি তুমি কখনো যে আমায়
ভালোবাসো নি তবুও যে
তোমার জন্যই পাগল আমি।
১৩) মিথ্যে ভালোবাসা দিয়ে
আমার জন্য করেছিলে তাজমহল
আর সেই তাজমহলটিকে
ভেঙে চুরমার করে দিলে
কেন এমন করলে প্রিয়
কি আমার অপরাধ
একবার বলে দাও প্রিয়।
পরিশেষে বলতে চাচ্ছি যে এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি ,আমাদের দেওয়া পোস্টটি আপনাদের ভালো লাগবে। এটা থেকে আপনারা আপনাদের প্রিয় মানুষকে কষ্টের ছন্দ পাঠিয়ে দিতে পারবেন। চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দেবার জন্য জানিনা কতটুকু দিতে পারছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজ এ পর্যন্তই আবার অন্য কোনদিন অন্য পোস্ট নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।