স্বাস্থ্য

মাসিক বন্ধ হলে কি সহবাস করা যায়

Rate this post

অনেকেই মনে করে পিরিয়ডের সময় মেলামেশা করাটা অস্বাস্থ্যকর। এছাড়া অনেকের মধ্যে পিরিয়ডের রক্ত একটা অপবিত্র নোংরা এবং লজ্জাজনক জিনিস। এটা সবার কাছ থেকে লুকিয়ে রাখা উচিত। কিন্তু এটা আসলে একটা খুব স্বাভাবিক শারীরিক তরল। আর এটা কোনভাবে ছেলেদের পেনিস বা মেয়েদের প্রজনন অংক গুলোকে ক্ষতি করে না। তাই পিরিয়ডের সময় মেলামেশা করার পুরোপুরি স্বাস্থ্যকর। তবে কারো যদি এস টি ডি থেকে থাকে তবে পিরিয়ডের সময় তা আরো সহজে পরিবাহিত হতে পারে অন্যের শরীরে। এক্ষেত্রে কনডম ব্যবহার করে মেলামেশা করা ভালো।।

পিরিয়ডের সময় মেলামেশা অনেকের অপছন্দ

পিরিয়ডের সময়ের মেলামেশা অনেকেরই অপছন্দ কেননা রক্ত মেলামেশাের মাঝে ঝামেলা বাজাতে পারে। সে ক্ষেত্রে মেলামেশা শুরু করার আগেই তোয়ালে বা অন্য বেডশেদ বিছিয়ে নেওয়া উচিত। এতে রক্ত পড়লেও তার সহজে ধুয়ে ফেলতে পারবেন ভিডিওটা সময় শুয়ে থাকা অবস্থায় পাওয়া উঁচু করে ধরলে ব্লেডিং ধীর গতিতে হয়। তাই এ পজিশনে মেলামেশা করা ভালো। তবে অন্যান্য পজিশনে সাবধানতার সাথে চেষ্টা করে দেখতে পারেন। পিরিয়ডের সময় ওরাল মেলামেশা অনেকেরই কাছে বিব্রতকর লাগে। পিরিয়ডের সময় মেয়েদের রক্ত লেগে থাকে বলে অনেক ছেলেই পছন্দ করে না। অনেক ছেলে আবার পিরিয়ডের সময় ওরাল মেলামেশা দিতে ভালোবাসে। মেয়েদের ক্ষেত্রে অনেক মেয়েই পিরিয়ডের সময় ওরাল মেলামেশা চায়না এবং অস্বস্তি বোধ করে আবার অনেকে বেশ এনজয় করে। দুজনের মানসিকতার উপর নির্ভর করে তাই এ সময় মেলামেশা করা উচিত। তবে এই সময় মেলামেশা করলে কোন ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই যদি কারো এস টি ডি থাকে।

মেলামেশাের ফলে পিরিয়ডের ব্যথা কমে

অনেক মেয়ের মতে পিরিয়ডের সময় মেলামেশা করলে পিরিয়ডের ব্যথা কমে। এছাড়া এ সময় মেলামেশাের ফলে পিরিয়ডের ধারা কমে যেতে পারে বা একেবারে ইন্টারকোর্সের পর পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই মেলামেশাের সময়ে অর্গাসমের ফলে হরমোনাল পরিবর্তনের কারণে এটা হয়ে থাকে। এছাড়া অর্গাসম জরায়ুকে ইস্টিমুলেট করে পিরিয়ডের সময় ইন্টারকোর্সের ফলে প্রেগন্যান্ট হওয়া সম্ভাবনা খুব কম। তবু সাবধানতা জন্য কনডম ব্যবহার করা ভালো। পিরিয়ডের সময় মেলামেশা একটা খুব সাধারণ ব্যাপার। যদিও অনেক সমাজেই এটা অনুচিত হিসাবে দেখা হয়। আপনি করবেন কিনা তা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। তবে কিছু সাবধানতা গ্রহন করে করুন। কিন্তু মনে রাখবেন এখানে অস্বাস্থকর কিছুই নেই।

পিরিয়ডের সময় কিছু জরুরী স্বাস্থ্য সচেতনতা

এই পিরিয়ডের সময় যেহেতু নারী সন্তান ধারণের ব্যাপারটা জড়িত সেহেতু দাম্পত্য জীবনে পিরিয়ড দ্বারা অত্যন্ত প্রভাবিত। পিরিয়ড সম্পর্কে নানা ভুল ধারণা থাকার কারণে দেখা দেয় নানা রকম সমস্যা এবং দাম্পত্য তৈরি হওয়ার কিছু বিব্রতকর মুহূর্ত। পিরিয়ডের সময় কি মেলামেশা নিরাপদ, পিরিয়ডের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োজনীয়তা এ সময় নারীদের খিটখিটে মেজাজ নানান কুসংস্কার ইত্যাদি অনেক রকমের প্রশ্নের জবাব দিতে হয় এই ফিচারে। অনেক নারী পিরিয়ডের সময় জরায়ুতে প্রচন্ড ব্যথা হয় কিন্তু বেশি হয় কিংবা অল্প ব্যথাতে নারী যদি অস্বস্তি বোধ করে তাহলে মিলন বাদ দেওয়া উত্তম।।

আর একটা জিনিস মনে রাখবেন পিরিয়ডের সময় কোন কাজ নারীদের জন্য করা না করা উত্তম যাদের ব্যথা হয় সে বিষয়টা আরো জরুরী। এ বিষয়টার দিকে স্বামীদেরকে অবশ্যই নজর রাখতে হবে। অনেক নারীদের পিরিয়ডের সময় অনেক বেশি রক্তপাত হয় তাদের ক্ষেত্রে মিলন না করাটাই ভালো। পরিশেষে, আমরা মাসিক বন্ধ হওয়ার পর সহবাসের সম্পর্কে বেশ কিছু আলোচনা করলাম আপনাদের আরো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।
Back to top button