টিপস

মেয়েদের ডিম্বাণু কখন তৈরি হয়

Rate this post

ডিম্বাণুর সিস্টেমগুলি জানা থাকলে কনসিভ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হতে পারে মহিলাদের। কারণ একজন মহিলা মা হতে চাইলে তাকে নিজের অভুলেশন সার্কেলের দিকে নজর রাখতেই হবে। এবার এখন ওর মা হতে না চাইলে দিকে নজর রেখে সঙ্গীর সঙ্গে মিলিত হলে তুলনামূলক নিরাপদ থাকা সম্ভব। কারণ ovulation হল মহিলাদের গর্ভধারণ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর। মহিলাদের শরীরের প্রতি মাসের নির্দিষ্ট সময় কিছু পরিবর্তন ঘটে যায় অনেক মহিলারাই এ সম্পর্কে ধারণা থাকে না। অভুলেশনের আগে মহিলাদের সিগন্যাল দেয় কিন্তু অভুলেশনের ডিম্বস্ফোরণের সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় বেশিরভাগ সময়ে তা বুঝতে পারেনা আমরা সকলেই। আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি চলুন তাহলে নিচে দেখে নেয়া যাক বিস্তারিত তথ্য।

ওভুলেশন কি

নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি ডিম্বানু বা ওভার নির্গত হয়। একে মূলত অবুলেশন বলা হয়ে থাকে। সাধারণত একটি নির্দিষ্ট মাসিক চক্রের ১২ থেকে ১৯ দিনের মধ্যে অভুলেশন হয়ে থাকে। তবে যেহেতু সবার শরীর সমান হয় না তাই এ সময়ের এদিক ওদিক হতে পারে। অভারি বা ডিম্বাশয় থেকে নির্গত ওভাম নারীর শরীর মোটামুটি ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত শুকিয়ে থাকে। এই সময়ের মধ্যে যদি উপস্থিতি শুকানু ও ভাবমকে নিষিদ্ধ করে তবে ভ্রুন তৈরি হয। গর্ভধারণ করলে এ সময় নিয়মিত সহবাস করা জরুরী। এখানে উল্লেখযোগ্য ডিম্বাণুর আয়ু ২৪ ঘন্টা হলেও শুকানো মহিলাদের দেহ তিন থেকে ছয় দিন পর্যন্ত বেঁচে থাকে। তাই ওভার মিশ্রণের চার থেকে পাঁচ দিন আগেও প্রটেকশন ছাড়া শারীরিকভাবে মিলিত হলে কলশিপ করা সম্ভাবনা বাড়ে।

ওভুলেসনের লক্ষণ

নানাভাবে মহিলারা নিজেদের অভ্যুলেশনের লক্ষণ গুলো বুঝতে পারবেন। এই সময় হওয়া হোয়াইট ডিসচার্জ বরাবরের সাথে আলাদা হয় জুন থেকে নিষ্কৃত হওয়ার তরল এই সময়ে অনেকটাই ঘন হয়। এই সময় অনেক মহিলা শরীরে তাপমাত্রার বৃদ্ধি পায় কিছু মহিলার অবলেশনের সময় তলপেটে হালকা ব্যথা হয় যা এমনকি কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে সবার ক্ষেত্রে এই সকল লক্ষণ একই হতে নাও পারে। মহিলাদের শরীরের অনুযায়ী সব উপসর্গের ধরন আলাদা আলাদা হয়ে থাকে। অনেকেই এ সময় সবকিছুতেই বেশি গন্ধ পান নাক যেন অবুলেশনের সময় অতি শুকরিয়া হয়ে পড়ে। এছাড়া অবুলেশনের সময় মহিলাদের বেস্ট ও নির্ভুল সমবেদনশীল হয়ে ওঠে হরমোনের কারণেই এমন হয়ে থাকে।

ওভুলেশন এর কারণগুলি কি

মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি ঋতু চক্রের একদম শুরু থেকে উৎপন্ন করে ফলে সৃষ্টিমুলেটিং হরমোন। এই হরমোন ডিম্বাশয় কে উদ্দীপিত করে পরিণত ডিম্বাণু তৈরি করতে থাকে। ডিম্বাশয় এর ফলিকলের গহবর গুলি হল ইট দ্বারা পরিপূর্ণ থাকে। সেগুলির প্রত্যেকটি অপরিণত ডিম্বাণু দ্বারা পরিপূর্ণ থাকে। হরমোন ফলি কলগুলিকে উদ্দীপিত করে ইস্টোজেন হরমোন উৎপন্ন করতে ও তাদের বিকাশ করতে অনেকগুলি ফলিকলের বিকাশ হতে শুরু করলো সাধারণত একটি মাত্র ফলিকলই প্রভাবশালী হয়। ডিম্বানুটিও এই ফুলিকলের মধ্যে পরিণত হতে শুরু করে।যদি ডিম্বাণুটি নিষিদ্ধ হয় ডিম পাড়ে ঢুকে বাঁচিয়ে রাখার এবং বড় করে তোলার জন্য এই আস্তরনটি প্রয়োজনীয় সমর্থন এবং পুষ্টির যোগান দেয়। অতিরিক্ত জনক শুক্রানুর মিউকাসের সঙ্গে যুক্ত হয়।

পরিশেষে, আমরা মেয়েদের ডিম্বাণু বা অভুলেশন সম্পর্কে আলোচনা করলাম আপনাদের আরো কোন কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।
Back to top button