নিউজ

একুশে (২১ শে) ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা, এসএমএস ও উক্তি ২০২৩

সম্মানিত পাঠক, আপনি কি খুশি ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তা অনুসন্ধান করছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের নিবন্ধে আমি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি। একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে অনেকেই অনলাইনে শুভেচ্ছাবার্তা একে অপরকে বিনিময় করে থাকে। তাই আপনি যদি আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন প্রিয়জনকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা দিয়ে আমাদের এই গৌরবের দিনটিকে রাঙিয়ে তুলতে চান তাহলে এই নিবন্ধ থেকে শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করতে পারবেন।

একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা ২০২৩

শহীদের রক্ত বৃথা, যেতে দেবো না
অ আ ক খ অ আ মরি বাংলা ভাষা

এই মূলমন্ত্রকে সামনে রেখে 1952 সালে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারা এদেশের সাধারন ছাত্র যুবকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। ছাত্রদের একটাই অপরাধ ছিল তারা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেছিল। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্ররা ঢাকার রাজপথ যখন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে ছিল সেই মিছিলে নির্বিচারে গুলি করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বহু তাজা প্রাণ সেই দিন ঝরে গেছিল। সেই বীর সেনানীদের আমরা কখনো ভুলব না। তাই 1952 সালের ভাষা শহীদদের স্মরণ করে আপনারা আপনাদের প্রয়োজন বন্ধুবান্ধবকে একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা বার্তা জানাতে পারেন।

  •  যে জিনিসগুলি থেকে আমরা নামতে পারি না তার মধ্যে ভাষা হল সবচেয়ে সম্মত। কারণ ভাষা আপনার মনের ভাব প্রকাশে সাহায্য করে। ভাষার এই দিনে। ভাষা দিবসের শুভেচ্ছা।
  •  একটি ভাষা হল অক্ষর রেফারেন্স এবং তার ভাষাভাষীদের বৃদ্ধির একটি সঠিক অভিব্যক্তি। মূলত আপনার মন যা বলতে চায় তা বুঝানোর উত্তম মাধ্যম হল ভাষা। মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
  • একটি ভিন্ন ভাষা শেখা একটি ভিন্ন ব্যক্তি হয়ে উঠার সমান। কারণ যতই আপনি ভাষা নিয়ে জানবেন! ততই আপনি ভাষার ইতিহাসে ডুবে পড়বেন। ২১ শে ফেব্রুয়ারির ইতিহাস বুঝতে পারবেন।
  •  আমরা 3টি বিষয় সবচেয়ে বেশি ভালোবাসি – মা, মাতৃভূমি এবং এটি ভাষা। আমি গর্বিত যে এই তিনটির সমন্বয়ে বাংলা গঠিত। মহান ভাষা দিবসের শুভেচ্ছা।
  •  মাতৃভাষা দিবস হওয়ায় আমরা শহীদদের স্মরণ করি।
  • যারা আমাদের একটি ভাষা দিয়ে গিয়েছেন। যে ভাষায় আমরা কথা বলি। ভাষার জন্য এমনকি একরি নিরাপদ দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। মহান শহীদ দিবসের শুভেচ্ছা।
  •  ভাষা হল সেই জিনিস যা একটি বড় অংশ ধরে রাখে। ভাষা এমন জিনিস যা আমাদের অনুভূতি বহন করতে সাহায্য করে। বলুন আমরা আমাদের ভাষাকে অনেক ভালোবাসি। আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি। মহান ভাষা দিবসের শুভেচ্ছা।
  • প্রানটা জুরে যায়
    যখন শুনি গ্রাম বাংলার গান,
    মন ভরে যায়
    যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়,
    গরভে বুকটা ভরে উঠে তাদের জন্য
    যারা জীবন দিয়েছে ভাষার তরে।
একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা
একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা
  • ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
    ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
    ফাল্গুণ মানে ফুটন্ত লাল গোলাপ,
    ফাল্গুণ মানে স্বাধীনতার আলাপ,
    ফাল্গুণ মানে ভাষার মেলা
    আমার তোমার সবার।
    সবাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
  • বাংলাদেশের সোনার ছেলে,
    ভাষা শহিদ দের দল।
    জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল…
    তাদের দানে আজকে মোরা
    স্বাধীন ভাবে বাংলা বলি।
    সেই সোনাদের ত্যাগের কথা
    কেমন করে ভুলি।
  • যদি এই ভাষাটা না থাকতো
    তবে এত কাব্য এত কবিতা কে লেখত।
    যদি এই ভাষাটা না থাকতো
    তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
    যদি এই ভাষাটা না থাকতো
    তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
    সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা

  •  আমি যখন স্কুলে ছিলাম তখন বিদেশী ভাষাগুলিই আমার আগ্রহের বিষয় ছিল, তাই অন্য ভাষায় খেলা… এটি বেশ চাহিদা কারণ এটি যদি আপনার মাতৃভাষা না হয় তবে আপনি কিছু অর্থ এবং কিছু কিছু বিষয়ের কিছু আবেগগত গভীরতা মিস করছেন।
  •  এই মহাবিশ্বকে খুব ভালভাবে শব্দ এবং সিলেবলের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে যা কারো মাতৃভাষার নয়। তবে বাংলা ভাষা একটি বিশ্বজনীন ভাষা। তাই এই ভাষাকেই আমারা ভালোবাসি।
  •  এটা আমাদের কষ্ট যে, আমরা আমাদের সাহসী ছেলেদের হারিয়েছি কিন্তু এটা আমাদের আনন্দ এবং গর্ব পূর্ণতা যে আমরা অর্জন করেছি নিজস্ব একটি ভাষা। অর্জন করেছি আমাদের নিজস্ব ভাষায় কথা বলার অধিকার।
  •  আমরা আমাদের দেশের মহান শহীদদের স্যালুট করি। যারা আমাদের ভাষার জন্য সংগ্রাম করেছে। জীবন দিয়েছে। কষ্ট সহ্য করেছে। শ্রদ্ধার সাথে তাদের স্বরণ করি।
  •  আমরা ভাষার মাধ্যমে আমাদের মতামত এবং আবেগকে প্রকাশ করে থাকি। তাই এটি একটি প্রধান অনুভূতি যে আমরা আমাদের মাতৃভাষা-বাংলা ব্যবহার করতে পারি! মহান ভাষা দিবসের শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারির এসএমএস

যুগ যুগ ধরে ভাষা শহীদরা রয়ে যাবে বাঙালির মনে
তাই এই দিনটিতে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা

যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের সব সময় মনে রাখতে হবে
তাদের জন্য একদিন নয় তাদের জন্য পুরো বছর রাখা উচিত।

এই একুশ আমার ভাইয়ের রক্তে রাঙানো তাই আমি এই ২১ ভুলতে পারিনা!!

যতকাল রবে এই বাংলা রয়ে যাবে সকল ভাষা শহীদদের স্মরণ।

আজ আমরা বাংলা বলতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে, তাই আমরা তাদের ভুলবো না।

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না

ও মা কেমন করে ভুলি বল
২১শে ফেব্রুয়ারী?
আমার পরানে আজও তাদের সুর বাজে।
বুকের তাজা রক্তে যারা
লিখে ছিল বাংলা ভাষা।
২১শে ফেব্রুয়ারী প্রভাতে ফুল দিয়ে ও মা
পুরন হবে কি তাদের আশা?

রফিক, সালাম, বরকত
আরো হাজার বীর সন্তান,
করল ভাষার মান রক্ষে
বিলিয়ে আপন পরান।
যাদের রক্তে রাঙ্গানো একুশ
ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা
ধন্য ওদের পরান…

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে ।

২১ শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি

মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা নিয়ে এলাম ২১ শে ফেব্রুয়ারি নিয়ে মনিষীদের উক্তি।

১) ভাষা আপনাকে জীবনের জন্য একটি করিডোরে সেট করে। দুটি ভাষা পথের প্রতিটি দরজা খুলে দেয়। – ফ্রাঙ্ক স্মিথ

২) “ভাষা একটি সংস্কৃতির রাস্তার মানচিত্র। এটি আপনাকে বলে যে এর লোকেরা কোথা থেকে এসেছে এবং তারা কোথায় যাচ্ছে। – রিটা মে ব্রাউন

৩) “যে কোন নিজ দেশের ভাষা জানে না সে নিজের কিছুই জানে না। – জোহান উলফগ্যাং ফন গোয়েথে

৪) আপনি একটি ভাষা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি অন্তত ইতিহাস বুঝতে পারেন। – জিওফ্রে উইলান্স

৫) আপনি যদি একজন মানুষের সাথে সে বোঝে এমন ভাষায় কথা বলেন, সেটা তার মাথায় যায়। আপনি যদি তার সাথে তার নিজের ভাষায় কথা বলেন, তাহলে সেটা তার হৃদয়ে যায়। – নেলসন ম্যান্ডেলা

৬) আপনার ভাষা পরিবর্তন করা মানে আপনার চিন্তা পরিবর্তন করা। – কার্ল আলব্রেখট

৭) “ভাষা হল আত্মার রক্ত ​​যার মধ্যে চিন্তাভাবনা চলে এবং যা থেকে তারা বেড়ে ওঠে। –

অলিভার ওয়েন্ডেল হোমস

৮) “ভাষা একটি জেনেটিক উপহার নয়, এটি একটি সামাজিক উপহার। একটি নতুন ভাষা শেখা ক্লাবের সদস্য হয়ে উঠছে – সেই ভাষার ভাষাভাষীদের সম্প্রদায়। – ফ্রাঙ্ক স্মিথ।

২১ শে ফেব্রুয়ারির স্লোগান

১) রাষ্ট্র ভাষা বাংলা চাই।
মায়ের ভাষা! গাঁয়ের ভাষা!
বাংলা আমার প্রাণের ভাষা।

২) শত শহীদের রক্ত মাখা!
বাংলা ভাষা! সবার ভাষা!
সুখের ভাষা! দুখের ভাষা!
প্রেমের ভাষা বাংলা ভাষা।

৩) পাক বাহিনী হুশিয়ার!
ভাষা আমার বাংলার।
জনের ভাষা! মনের ভাষা!
মানিনা মোরা উর্দু ভাষা।

৪) মায়ের মুখের প্রথম ভাষা!
মধুমাখা জলে ঠাঁসা।
আমার শোনা প্রথম ভাষা!
বাংলা মায়ের স্নেহের ভাষা।

৫) মোড়ে মোড়ে স্লোগান!
বাংলা মোদের মনপ্রাণ।
উর্দু মোরা মানিনা!
ধরলে মোরা ছাড়িনা।

৬) পাক বাহিনী বাংলা ছাড়!
নইলে মোরা ভাঙ্গবো হাঁড়।
বাংলা মোদের মাতৃভাষা!
বাংলা মোদের মৃত্যু নেশা।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button