নিউজ

ঢাকা টু সিলেট বাস কাউন্টার নাম্বার ও টিকেটের ভাড়া

প্রতিদিন হাজার হাজার মানুষ রাজধানী ঢাকা হতে সিলেট রুটে নিয়মিতভাবে চলাচল করে থাকে। এর মধ্যে বেশির ভাগ যাত্রী সড়কপথ ব্যবহার করে। সড়কপথ ব্যবহারকারী যাত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল বাস। তাই আজকের এই নিবন্ধে আমি ঢাকা টু সিলেট বাসের সময়সূচী এবং কাউন্টার এর ফোন নম্বর সংযুক্ত করছি। আপনি এই নিবন্ধ থেকে ঢাকা টু সিলেট রোডের বাস এর সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের পূর্বের জেলা সিলেটের অপরূপ সৌন্দর্য এবং সুরমা নদীর তীরে অবস্থিত একটি মনমুগ্ধকর জায়গা । সিলেটকে প্রাচ্যের লন্ডন বলে ধরা হয়। ব্যবসা-বাণিজ্যসহ সরকারি বেসরকারি চাকরির জন্য সিলেট হতে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। সড়কপথ রেলপথ ছাড়াও আকাশ পথের মাধ্যমে সিলেট টু ঢাকা যাতায়াত করা সম্ভব। তাই আপনারা যারা ঢাকা টু সিলেট রুটে বাসের তথ্য জানতে আগ্রহী তাদেরকে এই নিবন্ধের স্বাগতম।

ঢাকা থেকে সিলেট বাসের তালিকা

রাজধানী ঢাকা হতে সিলেট রুটে নিয়মিতভাবে বাংলাদেশের বড় বড় বাস সার্ভিস কোম্পানি গুলো পরিবহন সেবা দিয়ে থাকে। অর্থাৎ আপনি ঢাকা থেকে সিলেট রুটে এসি নন এসি সকল ধরনের সুবিধা পেতে পারেন। আপনি এই রুটে বিলাসবহুল এবং আরামদায়ক ভাবে যাতায়াতের জন্য বাস পাবেন অপরদিকে কম খরচে যাওয়ার মত বাস পেয়ে যাবেন। রাজধানী ঢাকা হতে সিলেট গামী বাস গুলোর তালিকা নিচে সংযুক্ত করেছি।

বাসে সিলেট পৌঁছাতে সাড়ে ৪ থেকে ৬ ঘন্টা সময় লাগে।

ঢাকা-সিলেট নন-এসি বাস সমূহ

 ঢাকা-সিলেট এসি বাস সমূহ

ঢাকা থেকে সিলেট বাসের ভাড়ার তালিকা

নিচে ঢাকা থেকে সিলেট রুটে যেসব নন এসি বাস চলাচল করে থাকে। নন এসি বাসের পাশাপাশি সিলেট রুটে অনেক অত্যাধুনিক বিলাসবহুল এসি বাস চলাচল করে থাকে। আপনি যদি একটু আরামদায়ক ভ্রমণ পেতে চান। তাহলে আপনাকে অবশ্যই এসি বাসে ভ্রমন করতে হবে। যেহেতু ঢাকা টু সিলেট রুটে 2 ধরনের সার্ভিস পাওয়া যায় তাই বাসের কোয়ালিটি অনুযায়ী ঢাকা টু সিলেট বাসের ভাড়া তালিকা ভিন্ন ভিন্ন। এছাড়া ঢাকা টু সিলেট রোডের বাচ্চার ভাড়ার তালিকা ভিন্ন ভিন্ন হয়ে থাকে বাস পরিবহন কোম্পানি গুলোর আলাদা আলাদা হওয়ার কারণে। আমি এই নিবন্ধে মোটামুটি ঢাকা টু সিলেট রোডের এসি নন এসি বাসের ভাড়ার একটি ধারণা দিতে পারি।

ঢাকা টু সিলেট নন-এসি বাসের ভাড়া: ৪০০-৪৭০ টাকা।
ঢাকা টু সিলেট এসি বাসের ভাড়া: ৯০০-১২০০ টাকা।

শ্যামলী বাসের ঢাকা ও কলকাতার সকল কাউন্টারের মোবাইল নম্বর আছে এখানে: Shyamoli Paribahan.

ঢাকা টু সিলেট বাসের ভাড়া ও কাউন্টারের মোবাইল নম্বর

রাজধানী ঢাকা হতে এবং সিলেট বাস টার্মিনাল হতে নিয়মিতভাবে চলাচল করি বিভিন্ন কোম্পানির বাস গুলোর কন্টাক্ট নাম্বার ঠিকানা এবং ফোন নম্বর সংযোগ করেছি। আপনি নিবন্ধ থেকে সংগ্রহকৃত নাম্বারগুলোতে ফোন দিয়ে খুব সহজেই বাসগুলোর কাউন্টার এর সাথে যোগাযোগ করতে পারবেন। এবং ফোন দিয়ে অগ্রিম টিকিট বুকিং করে নিতে পারবেন। আশা করি এই নিবন্ধটি পরে আপনি উপকৃত হবেন।

এসি বাস সমূহ

বাসের নাম ভাড়া কাউন্টার ও মোবাইল
গ্রীনলাইন
পরিবহন
৳ ৯৫০-১২০০ আরামবাগ: 01730-060009
ফকিরাপুল: 01730-060013
কলাবাগান: 01730-060006
কল্যাণপুর: 01730-060081
বাড্ডা: 01970-060074
এনা
পরিবহন
৳ ১২০০ মহাখালি: 01760-737650
বিমানবন্দর: 01760-737652
টঙ্গী: 01760-737653
সায়েদাবাদ: 01869-802738
ফকিরাপুল: 01869-802736
লন্ডনএক্সপ্রেস ৳ ৯০০-১২০০ আরামবাগ: 01701-220011
কলাবাগান: 01701-220033
উত্তরা: 01701-220012
গোল্ডেন
লাইন
পরিবহন
৳ ১০০০-১২০০ কল্যাণপুর: 01705-408500
নবীনগর: 01733-208884
রায়ের বাজার: 01733-208885
গুলিস্তান: 01733-036003
সায়েদাবাদ: 01709-642585

ঢাকা টু সিলেট বাস অনলাইন টিকেট বুকিং

আমাদের এই পোস্টের মাধ্যমে ইতিমধ্যে জেনে গেছেন ঢাকা থেকে সিলেটগামী বাসের তালিকা। বর্তমানে করোনার পরিস্থিতিতে আপনি চাইলে ঘরে বসে সিলেট বাসের টিকিট কাটতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই shohoz.com থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button