টিপস

রবি সিমে টাকা কাটা বন্ধ করার কোড ২০২৩

ইনফো ভান্ডার এর সম্মানিত পাঠক বন্ধুদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের এই নিবন্ধটি শুরু করছি। আজকের নিবন্ধের আলোচ্য বিষয় রবি সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার উপায়। অনেকেই তাদের সিমে টাকা লোড করার পর অকারণে কম্পিউটার কর্তৃক কেটে নেয়া বা হয়। এই সমস্যার সমাধান অনেকেই খুঁজে। প্রয়োজনে রবি সেবা বা নিজ নিজ অপারেটরের কাছে ফোন দিয়ে টাকা কাটার বিষয়ে অবগত করে সার্ভিসটি বন্ধ করে নেয়। কিন্তু আজকের এই নিবন্ধ আপনি মনোযোগ দিয়ে পড়লে রবি সিমের টাকা কাটা বন্ধ করার সহজ উপায় জেনে যাবেন। আপনাকে আর কষ্ট করে রবি সেবা কল দিতে হবে না। রবি সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার বিস্তারিত জানার জন্য এই নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়বেন।

রবি বাংলাদেশের দ্বিতীয় স্থানীয় মোবাইল ফোন অপারেটর কোম্পানি। এই অপারেটরের গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রবি অপারেটর প্রায় পাঁচ কোটিরও অধিক সংখ্যক গ্রাহক ব্যবহার করে। রবি তার গ্রাহকদের সবসময় সর্বাধুনিক অফার ও সুযোগ-সুবিধা প্রদান করার জন্য বদ্ধপরিকর। রবি বাংলাদেশের দ্রুতগতির ইন্টারনেট সেবা সহ আকর্ষণীয় কলরেট অফার তার গ্রাহকদের দিয়ে থাকে। এত কিছুর পরও রবি সিমের কিছু অসুবিধা মাঝে মাঝে পরিলক্ষিত হয়। এই অসুবিধা গুলোর মধ্যে হচ্ছে অকারণে মোবাইল সিম থেকে টাকা কেটে ন্যায়। অকারণেই বললে ভুল হবে, আমাদের অজ্ঞাত অনুসারে আমরা অনেক সময় কিছু কিছু সার্ভিস মোবাইল ফোনে চালু করে রাখি। এই সার্ভিসগুলোর ব্যাপারে আমরা অনেকেই জানিনা। সার্ভিস গুলো চালু থাকার কারণে অনেক সময় মোবাইলে এসএমএস দিয়ে টাকা কেটে নেয় কোম্পানিগুলো। বিনিময় কোম্পানিগুলো আমাদের ওই বিষয়ে পরামর্শ অথবা তথ্য দিয়ে সাহায্য করে। কিন্তু আমাদের দেখা যায় সেই তথ্যগুলো আমাদের দরকার পড়ে না। তাই বলা যায় রবি সিমের অকারণেই আমাদের কাছ থেকে টাকা কেটে নেয়। তাই এই সমস্যার সমাধান করার জন্যই আজকের এই নিবন্ধ।

রবি সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার উপায়

রবি সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করতে রবি অল সার্ভিস স্টপ এই অপশনটি চালু করতে হবে। অপশনটি চালু করার জন্য আপনার মোবাইলে ডায়াল করতে হবে। *৯# তারপর আপনার রবি সিম দিয়ে কল দিন। এই কোডটি ডায়াল করার পর আপনার ফোনে একটি ফিরতি ম্যাসেজ আসবে। মেসেজটি আশার ভাতার ঘন্টার মধ্যে আপনার সিমে চালু থাকা সমস্ত ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে। এবং আপনি নিশ্চিন্তে পরবর্তীতে রিচার্জ করতে পারবেন ।আপনারা যদি রবি সিমের আলাদা আলাদা অফার বন্ধ করতে চান তাহলে *5# ডায়াল করুন।
এখানে উল্লেখ করে রাখি রবি এবং এয়ারটেল উভয় একই কোম্পানি দ্বারা পরিচালিত যদিও আলাদা নাম ব্যবহার করছে। তাই রবির অনেক রাগের এই বিষয়ে জানা দরকার। কিভাবে এয়ারটেল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করা যায়।

এয়ারটেল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার উপায়

এয়ারটেল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করতে হলে এয়ারটেল অল সার্ভিস স্টপ। এই অপশনটি চালু করতে হবে।*৯# তারপর আপনার রবি সিম দিয়ে কল দিন। এই কোডটি ডায়াল করার পর আপনার ফোনে একটি ফিরতি ম্যাসেজ আসবে। মেসেজটি আশার ভাতার ঘন্টার মধ্যে আপনার সিমে চালু থাকা সমস্ত ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে। এবং আপনি নিশ্চিন্তে পরবর্তীতে রিচার্জ করতে পারবেন ।আপনারা যদি এয়ারটেল সিমের আলাদা আলাদা অফার বন্ধ করতে চান তাহলে *5# ডায়াল করুন।

আরো গুরুত্বপূর্ণ কোড

ব্যালেন্স চেক: *222#

নিজের নাম্বার দেখতে: *140*2*4#

সিম প্যাকেজ চেক: *140*14#
< সিম পাকেজ বদলাতেঃ *140*24# মিনিট চেক: *222*3#

এস এম এস চেক: *222*11#

এম এম এস চেক : *222*13#

এম বি চেক: *222*81# , 8444*88#

টাকা ধার নিতেঃ *8811*1# অথবা *123*007#

মিনিট ধার নিতেঃ *123*008#

বোনাস টাকা : *222*1#

ফ্রী মিনিট : *222*2#

মিনিট কেনার জন্য : *222*3#

নেট সেটিং রিকুয়েস্ট : *140*7#

মিস কল এলাট (অন): Type ON & Send to 8272

মিস কল এলাট (অফ): Type OFF & Send to 8272

ইন্টারনেট সেটিং : *140*7#

আপনার অফার জানতেঃ *999#

হেল্প লাইনঃ ১২৩ বা ০১৮১৯-৪০০৪০০ বা আপনার সমস্যা লিখে ৮১২৩ তে পাঠান।

কল ইনফু সেন্টারঃ ১২০০

বিভিন্ন প্যাকেজ সমন্ধে জানতেঃ *১৪০*২৪#

এফএনএফ মেনুঃ *১৪০*৫#

ইন্টারনেট কিনতেঃ *৮৪৪৪# বা *১৪০*৭# বা ৮৪৪৪

ব্যালেন্স ট্রান্সফারঃ মেসেজে গিয়ে টাকার পরিমান লিখে ১২১২০১৮xxxxxxxx এ পাঠান।

আজকের অফার জানতেঃ *৯৯৯# বা *৯৯৯*১#

বন্ধ সিমের আওতায় কিনা জানতেঃ মেসেজে গিয়ে A লিখে ৮০৫০ তে পাঠান।

বর্তমান প্যাকেজ দেখতেঃ *১৪০*১৪#

রবি রেডিওঃ ৮০৮০

রবি গুণগুণঃ *১১১# বা ১১১

কমপ্লেইন সেন্টারঃ ১৫৮

ইমারজেন্সি বা ঝটপট ব্যালেন্স আনতেঃ *৮৮১১*১#

ইমারজেন্সি বা ঝটপট ব্যালেন্স বন্ধ করতেঃ ৮৮৮১১*২#

সর্বশেষ রিচার্জ জানতেঃ *৭৭৭#

রিফিল বা রিচার্জ করতেঃ *১১১*কার্ড নাম্বার#

১১.৫০ টাকায় ২৫ এমবি কিনতেঃ *৮৪৪৪*২১# (এক দিন)

২.৩০ টাকায় ৪ এমবি কিনতেঃ *৮৪৪৪*৪# (এক দিন)

নতুন প্রিপেইড সংযোগ-

৯ টাকায় ১জিবি ইন্টারনেট
#১ 4.5G নেটওয়ার্কের সাথে উপভোগ করুন সেরা ইন্টারনেট অফার।২৫ টাকা বোনাস ব্যালান্স

প্রথমবার ৩৪ অথবা ৫৪ টাকা রিচার্জ করলে পাবেন আরও ২৫ টাকা বোনাস ব্যালান্স।

স্পেশাল কল রেট

যে কোনো অপারেটরে ৪৮ পয়সা/মিনিট, মেয়াদ ৩০ দিন।

ইন্টারনেট প্যাক কিনুন-

যদিও আপনি বেশিরভাগ ইন্টারনেট প্যাক কিনলেই বোনাস পাবেন তবে নিচের বান্ডেলগুলোর সাথে সর্বাধিক সারপ্রাইজ বোনাস পাওয়া যাবে:

১৭ টাকা ১০০ এমবি ৩ দিন রিচার্জ ১৭

২৩ টাকা ১৫০ এমবি ৩দিন রিচার্জ ২৩

৪১ টাকা ২ জিবি ৩দিন USSD কোড *১২৩*০৪১#

৮৯ টাকা ১ জিবি ৭দিন USSD কোড *১২৩*০৮৯#

১০১ টাকা ১.৫ জিবি ৭দিন USSD কোড *১২৩*১০১#

১০৮ টাকা ২ জিবি + ২ জিবি 4G ৭দিন USSD কোড *১২৩*০১০৮# ১২৯ টাকা ৩ জিবি + ৩ জিবি 4G ৭দিন USSD কোড *১২৩*০১২৯#

১৯৯ টাকা ৭ জিবি + ৩ জিবি 4G + (আইফ্লিক্স, রবি টিভি, রবি স্ক্রিন, মাই স্পোর্টস সাবস্ক্রিপশন) ৭দিন USSD কোড *১২৩*০১৯৯#

৪৬ টাকা ২৫০ এমবি ৩০দিন USSD কোড *১২৩*১১০#

১১৯ টাকা ১ জিবি ৩০দিন USSD কোড *১২৩*০১১৯#

২০৯ টাকা ২ জিবি ৩০দিন USSD কোড *১২৩*২০৯#

৩১৬ টাকা ৪ জিবি ৩০দিন USSD কোড *১২৩*৩১৬#

৫০১ টাকা ১০ জিবি(৭জিবি + ৩জিবি 4G) + (আইফ্লিক্স, রবি টিভি, রবি স্ক্রিন, মাই স্পোর্টস সাবস্ক্রিপশন) ৩০দিন *১২৩*৫০১#

৬৪৯ টাকা ১৫ জিবি + (আইফ্লিক্স, রবি টিভি, রবি স্ক্রিন, মাই স্পোর্টস সাবস্ক্রিপশন) ৩০দিন *১২৩*৬৪৯#

কম্বো অফার: 

মূল্য ইন্টারনেট ও মিনিট মেয়াদ (দিন)
USSD কোড/ রিচার্জের পরিমাণ

৫৮ টাকা ৬০০ এমবি+৩০ মিনিট+৩০ এসএমএস ৭দিন USSD কোড *১২৩*০৫৮#

৯৮ টাকা ১ জিবি+৫০ মিনিট+১০০ এসএমএস
৭দিন USSD কোড *১২৩*০৯৮#

২৫১ টাকা ২ জিবি+১৫০ মিনিট +১৫০ এসএমএস ৩০দিন USSD কোড *১২৩*২৫১#
শর্তাবলী -সকল রবি গ্রাহক এই ক্যাম্পেইনের যোগ্য, ইন্টারনেট প্যাক মূল্যে যাবতীয় ট্যাক্স অন্তর্ভুক্ত আছে।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button