শুভেচ্ছা

রাখি বন্ধনের ইতিহাস, শুভেচ্ছা ম্যাসেজ, ছবি, কিছু কথা

ভাই বোনের পবিত্র সম্পর্ক টিকে আরও বেশি দৃঢ় করার জন্য প্রতিবছর রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয়। রাখি বন্ধন কে একটি সার্বজনীন উৎসব বলা যায় যদিও এই উৎসবটি হিন্দু ধর্মালম্বীদের মধ্যে ব্যাপকভাবে পালিত হয়।আমাদের উপমহাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মালম্বী ভাই ও বোনেরা যথাযথ মর্যাদায় উৎসব টি পালন করেন।আমরা এই অনুচ্ছেদে রাখি বন্ধনের ইতিহাস এবং রাখি বন্ধনের শুভেচ্ছা মেসেজ ছবি ও রাখি বন্ধনের কিছু কথা আলোচনা করব।

রাখি বন্ধনের ইতিহাস

রাখি বন্ধন প্রচলন অনেক আগেই শুরু হয়েছিল। মহাভারতের বর্ণনা অনুযায়ী কৃষ্ণ এবং সুভেত্রা নিজের ভাই বোন। অপরদিকে দ্রৌপদী ছিল কৃষ্ণের পাতানো বোন। তথাপি দ্রৌপদী সুভদ্রা থেকে কৃষ্ণ কে বেশি ভালোবাসতো এবং কৃষ্ণ সুভদ্রাকে যতটা নিজের ভাবত তার থেকে বেশি আপন ভাবতো দ্রৌপদিকে।

মহাভারতে আছে, একটি যুদ্ধের কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তাঁর অনাত্মীয়া হলেও, তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে, পাশাখেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তাঁর বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এইভাবেই রাখীবন্ধনের প্রচলন হয়।

রাখি বন্ধনের শুভেচ্ছা ম্যাসেজ

রাখি বন্ধন নিয়ে আপনিও আপনার প্রিয় বোন অথবা প্রিয় ভাইকে রাখি বন্ধনের মেসেজ পাঠাতে পারেন। যদি আপনি সঙ্গত কারণে বাড়ির বাইরে কিংবা আপনার ভাই বোনের মধ্যে দেখা সম্ভব না হয় তাহলে এসএমএস এর মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানাতে পারেন। তাই এই অনুচ্ছেদে আমরা রাখি বন্ধনের কিছু শুভেচ্ছা মেসেজ আপনাদের জন্য শেয়ার করব।

করি প্রাণ খুলে দীর্ঘায়ু
কামনা আজকের দিনে,
বোন তুই চির সুখী থাকিস
এই বিশ্বভুবনে।
শুভ রাখী বন্ধন

রাখীবন্ধনের এই পবিত্র দিনে ;
করি ঈশ্বরের  কাছে এ প্রার্থনা
আমাদের বন্ধন হোক আরও দৃৃঢ়
যেন কখনোই তা ভাঙে না !
রাখিবন্ধনের শুভেচ্ছা !! 

রাখী পরাবার এই শুভক্ষণে
প্রার্থনা করি সদা,
সুখ, সমৃদ্ধি ও শান্তিতে
ভরে উঠুক জীবন তোমার
পূর্ণ হোক সকল বাসনা
কেটে যাক সব বাঁধা  !  রাখিবন্ধনের ভালোবাসা   বোনটি আমার !! 

রাখী পরিয়ে বাঁধলি যে তুই ভালোবাসার ডোরে
ভালো রাখার প্রতিশ্রুতি দিলাম চিরজীবন তোরে !
রাখীর বাঁধনে আছে লেখা
এক অলিখিত প্রতিশ্রুতি ;
থাকবো আমি চিরকাল তোর পাশে
যতই আসুক বাধা বিপত্তি !

তুই আমার বড় আদরের
অতি প্রিয় ছোট বোন;
আজ রাখী পরিয়ে দিলি আমায়
অমূল্য এক ধন ! 

আকাশের তারার মতন
উজ্জ্বল হোক তোমার জীবন…
খুশিতে ভরে থাকুক তোমার মন..
রাখীবন্ধনের পবিত্রক্ষণে ভাইয়ের
তরফ থেকে তার বোনের জন্য
অনেক অনেক শুভেচ্ছা

রাখী পূর্ণিমার পুণ্য তিথিতে
ভাইকে জানায় বোন
একমাত্র ভরসা রে তুই
আমার বড়ই আপনজন।
মন চাইছে  বোনটি তোকে
‘সোনা’ বলে ডাকি,
আজকে তোর ছোট্ট হাতে
পরব আমি রাখী।
ভালবেসে এই দাদাটা তোকে
ডাকছে কাছে আয়,
যত খুশি রাখী পরিয়ে দে রে তুই

আমার এই হাতটায়।
শুভ রাখী বন্ধন বোন !

চন্দনের টিকা, রেশমি সুতো।
বর্ষার এই মনোরম সৌন্দর্য,
ভাইয়ের আশা, বোনের ভালোবাসা।
তোমাকে জানাই রাখী বন্ধন
উৎসবের শুভেচ্ছা।

বোনের ভালোবাসা
যায় না করা বর্ণনা
যত দূরেই থাকি না কেন
রাখীর দিনটি ভুলব না! 

রাখীর এই পূণ্য তিথিতে
ঈশ্বরের কাছে কামনা করি
যে আমার প্রিয় বোনটাকে
যেন কখনো কোনো
দুঃখ-কষ্ট স্পর্শ না করতে পারে।
শুভ রাখী পূর্ণিমা

রাখি বন্ধনের কবিতা

রাখির মিলন মেলায়
            – মানিক চন্দ্র গুঁই
রাখি বন্ধনের এই মিলন মেলায়
এসো মোরা হাত ধরি,
হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে গিয়ে
 প্রীতির সমাজ গড়ি।
রাখি পূর্ণিমার এই পুণ্য লগ্নে
এসো মানববন্ধন গড়ে তুলি,
সৌহার্দ্য সম্প্রীতির ভারত গড়তে
সো ভেদাভেদ সব ভুলি।
বহিঃশত্রুরা হানছে আঘাত
 দেশটাকে করতে চায় চুরি,
দেব না তাদের এক বিন্দুও মাটি
 দেব না তাদের ছাড়ি।
মোদের মনুষ্যত্ব, মানবিকতা জাগ্রত হোক
অন্তরের কালিমা সব যাক হয়ে ধুয়ে যাক;
এসো ঝলমলে নতুন ভারত গড়ি।
“” রাখি বন্ধন “”
 রাখি বন্ধনের হৃদ্যতায়——
 প্রতিশ্রুতিহীন প্রতিশ্রুতিতে,
পরস্পরে থাকে ভালবাসায়।
প্রাণের পরশে মায়া-মমতার ডোরে,
চেনে পরস্পরে।
মানবিক আবেদনে মানবপ্রীতি,
হৃদস্পন্দনে সৌভ্রাতৃত্ব বাঁধি,
প্রীতি ডোরে হিংসা দ্বেষ ভুলি,
বিভেদের মূল ছিন্ন করি,
হৃদ্যতার রাখি, হৃদয়ে রাখি।
ইতিহাস সাক্ষী– রাখি বন্ধন,
নিষ্পেষিত দানব দলন,
ভারতমাতা ও পাঞ্চালীর লজ্জা নিবারণ,
ভাই-বোনের আত্মিক টান,
জাতি ও জাতের রক্ষিত সম্মান,
রাখির সুতোয় বাঁধা ঐক্যতার বন্ধন।
সংকীর্ণতার ঊর্ধ্বে মহামিলনের গান,
পরম আত্মীয়তায় মিলি  বিকাশ সাধন,
বঙ্গভঙ্গ রদে প্রতিবাদী উচ্চারণ,
দেশের হিতসাধন, স্বদেশী আন্দোলন,
 মুক্তির দাবিতে পারস্পরিক সম্প্রীতির বন্ধন,
বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথের হাতে শোভা রাখি বন্ধন।
কালের হাতে নিয়মের বেড়াজালে আবদ্ধ রাখি বন্ধন,
লৌকিকতার ভীড়ে ঠাসাঠাসি, বিপুল আয়োজন।
সত্যি কি এসেছে পারস্পরিক সহযোগিতার আশ্বাস ?
নাকি নিয়ম মেনে নিয়মিত উপহার দেবার উচ্ছ্বাস ?
অঙ্গীকারবদ্ধ হোক প্রেম প্রীতির স্বাক্ষর –রাখি বন্ধন,
সাম্যবাদের চেতনায় উজ্জীবিত হোক মানবিকতা বন্ধন।
1. পাগলী বলে ডাকি আমি
আমার ছোট বোন,
মুচকি হেসে আমার দিকে
তাকায় সে তখন ।
খানিক পরে একটু হেসে
বলি আমি তাকে,
একটু খানি জল খাওয়াতে
পারিস নাকি আমাকে।
2. রাখীর বন্ধন নয় তো, শুধু সাত রঙের সুতোর সমাহার,
রাখীর বন্ধন, ভাই বোনের সম্পর্কের অটুট বাঁধনের অঙ্গীকার।
3. রাখীর বন্ধন নয় তো,নতুন ফ্যাশনের ভাষা,
রাখীর বন্ধন হলো, সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন আশা।
4. রাখীর বন্ধন নয় শুধু, উপহারের বিনিময়,
রাখীর বন্ধন কাছে টানে,সম্পর্কের দূরত্বের হৃদয়।
5. রাখীর বন্ধন হলো ,মিলনের অকৃত্রিম সেতু,
রাখীর বন্ধন হলো,ভাই বোনের সবসময় পাশে থাকবে ,কোনো কারন হেতু।
6. মেঘের ফাঁকে ফাঁকে,সূর্য দেয় উঁকি
ভাইয়ের আগমনে,মনে আসে প্রীতি
রক্ত ও নাড়ির টান ,হৃদয়ের স্পন্দন
যুগ যুগে থেকে যাবে,ভাইয়ের বন্ধন
ছোটবেলার দুস্টুমি আর ফেলে আশা স্মৃতি
কপালে দেব চুয়া-চন্দন,ফুল রাশি রাশি
ভাইয়ের স্নেহ ,বোনের ভালোবাসা
রাখীর বন্ধন হলো, চাওয়া পাওয়ার আবদার,
রাখীর বাঁধন হলো,দিদি ভাইয়ের ভালোবাসার।

রাখি বন্ধনের কিছু কথা

রাখি বন্ধন হিন্দু ধর্মালম্বীদের মত অনুযায়ী উৎপত্তি হলেও এর কিন্তু গভীর মহত্ব রয়েছে।রাখি বন্ধন প্রথম ধারণা পাওয়া গিয়েছিল মহাভারতের বর্ণনা অনুযায়ী। কৃষ্ণ ও দ্রৌপদীর ভাইবোনের পবিত্র সম্পর্ক টিকে আরও হাইলাইটস এবং দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করার মাধ্যমে।

পরবর্তীতে মহামতি আলেকজান্ডার ও পুরু রাজার গল্প হতে পাওয়া যায়, পুরু রাজা যখন ভারত আক্রমণ করে তখন আলেকজান্ডারের স্ত্রী রোজানা, পুরু রাজাকে একটি পবিত্র সুতা পাঠিয়ে তাকে (আলেকজান্ডার কে) ক্ষতি না করার অনুরোধ জানান। সেই কথা অনুযায়ী পুরু রাজা রুদ্রক্ষেত্রে আলেকজান্ডার কে কোন আক্রমণ করেননি।

সর্বশেষ, রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিম উভয়ের মধ্যে রাখি বন্ধন প্রচলন করেন। হিন্দু মুসলিম উভয় মিলে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন।

মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই রাখি বন্ধন আরো সুদৃঢ় হয় এবং এই উৎসবটি উপমহাদেশের আরো জনপ্রিয় হয়ে ওঠে।

রাখি বন্ধনের কিছু উক্তি

আমাদের ভাই-বোনরা আমাদের ব্যক্তিগত গল্পের ভোর থেকে অনিবার্য সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে রয়েছে। – সুসান স্কার্ফ মেরেল

 

দায়বদ্ধ, প্রাপ্তবয়স্ক এবং বোধগম্য হওয়া সর্বদা কঠিন। একজন বোন যার হৃদয় আপনার নিজের মতো তরুন থাকে তা কতই না ভাল।- পাম ব্রাউন

 

একটি বোন আপনার আয়না – এবং আপনার বিপরীত উভয়ই। – এলিজাবেথ ফিশেল

 

একজন ভাই-বোন হতে পারে নিজের পরিচয় রক্ষাকারী, একমাত্র ব্যক্তি যার নিজের নিখরচায় এবং আরও বেশি মৌলিক আত্মার চাবি রয়েছে। – মেরিয়ান স্যান্ডমায়ার

 

আমাদের ভাইবোন, তারা তাদের সমস্ত পার্থক্যকে বিভ্রান্ত করার জন্য কেবল আমাদের সাথে সাদৃশ্যপূর্ণ এবং আমরা এটিকে যা বেছে নিতে পারি না কেন, আমরা তাদের সাথে আমাদের দীর্ঘ জীবন সম্পর্কযুক্ত। – সুসান স্কার্ফ মেরেল

 

একই পরিবারের একই রক্ত এবং একই অভ্যাসের সাথে তাদের ক্ষমতায় উপভোগের কিছু উপায় থাকে যা পরবর্তী কোনও সংযোগ সরবরাহ করতে পারে না। – জেন অস্টেন

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button