শুভেচ্ছা

স্বামীকে ঈদের শুভেচ্ছা ২০২৪ পিকচার, বার্তা, মেসেজ, উক্তি, ছন্দ

স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবীর সব থেকে মধুর সম্পর্ক। বিভিন্ন উৎসব পার্বণে স্বামী স্ত্রী একে অপরকে শুভেচ্ছা জানাতে পারে। তাই আজকের এই অনুচ্ছেদে আমরা ঈদে স্বামীকে শুভেচ্ছা বার্তা, এসএমএস, উক্তি এবং ছন্দ জানানোর জন্য বিভিন্ন উপকরণ তুলে ধরব। আমাদের এই ওয়েবসাইট হতে আপনারা স্বামী স্ত্রীর জন্য খুব সুন্দর সুন্দর সংগ্রহ করতে পারবেন।

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদ। এই উৎসবকে কেন্দ্র করে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করতে পছন্দ করি। স্বামী স্ত্রী উভয় একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারে বিভিন্ন রকম শুভেচ্ছা বার্তা দিয়ে। কারণ, স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবীর সব থেকে আপন সম্পর্ক এবং গভীর সম্পর্ক। এই সম্পর্ককে মধুর করে নেওয়া আমাদের প্রত্যেকের একান্ত কর্তব্য। স্বামী স্ত্রীর সম্পর্কটি মধুর করে নেওয়ার অন্যতম মাধ্যম হলো ঈদ। এই ঈদে স্বামী স্ত্রী আরো গভীর প্রেমে আবারো গভীর বন্ধনে আবদ্ধ হতে পারে।

যে সকল স্ত্রীর স্বামী দূরে থাকে কিংবা প্রবাসে থাকে তারা চাইলে স্বামীকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারে। যে স্বামী প্রবাস জীবনে স্ত্রীকে বাড়িতে রেখে অবস্থান করছে সে সকল স্বামীর কি কষ্ট সেটা বলে প্রকাশ করা মুশকিল। স্ত্রী যদি প্রবাসী স্বামীকে ঈদের শুভেচ্ছা জানায় তাহলে স্বামী আরো বেশি খুশি হবে এবং বেশি প্রেমে পড়বে।

স্বামীকে ঈদের শুভেচ্ছা বার্তা

একজন স্ত্রী চাইলে তার স্বামীকে আরো বেশি করে নিজের মায়ার বন্ধনে ফেলতে পারে। এর জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয় সেই স্ত্রীকে। এই কৌশলের অন্যতম একটি ধরন হলো বিভিন্ন উৎসবে স্বামীকে শুভেচ্ছা জানানো। বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন আঙ্গিকে স্বামীকে শুভেচ্ছা জানাতে পারেন। স্বামীকে ঈদের শুভেচ্ছা জানানো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একজন স্ত্রীর জন্য। যদি কোন স্ত্রী তার স্বামীকে ঈদের শুভেচ্ছা জানায় তাহলে তাদের প্রতি মহব্বত ভালবাসা প্রেম আরও বৃদ্ধি পায়। সেরকম কিছু শুভেচ্ছা বার্তা আজকের এই অনুচ্ছেদে আমরা সংযুক্ত করেছি।

বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক

ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
””” ঈদ মোবারাক “””

আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো ।
Eid মানে আশা…
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা
**** ঈদ মোবারাক ****

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
Eidমানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।

মেঘলা আকাশ,,,,,,,,,,,,,,,মেঘলা দিন
ঈদের বাকি কয়েক দিন।।।
ঝড় বৃষ্টি রোদের দিন….
আসবে কিন্তু ঈদের দিন।।
নদীর ধারে সাদা বক
তোমাকে জানাই অগ্রিম
*******ঈদ মোবারক*******

কাল ঈদ-উল-আযহা
সাজবে তুমি মেহেদি দিয়ে,,,,,,,,,,,,,
রাঙ্গাবে তোমার হাত
এই খুশির সময়টুকু
কাটুক তোমার ১২মাস
***ঈদ মোবারাক***

তুমি হাসি খুশী থেকো
যেমন হাসি থাকে ফুলে,
দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,
দুহাত উড়ায় আজ আকাশে
হয়ে যাও আজ পাখি
আজ হলো তোমার খুশীর ঈদ,

প্রবাসী স্বামীর জন্য ঈদের শুভেচ্ছা বার্তা

যে সকল স্বামী বাড়িতে স্ত্রী রেখে এসে প্রবাস জীবন যাপন করছেন শুধুমাত্র ভবিষ্যৎ জীবন আরো সুন্দর করে তোলার জন্য। সে সকল স্বামী বোঝেন পৃথিবীতে ভালবাসার কি মূল্য। ওই সকল স্বামী প্রতি মুহূর্তে ভালোবাসা পাবার জন্য আকুল হয়ে থাকে। তাই আজকের এই নিবন্ধে প্রবাসী স্বামীকে ঈদের শুভেচ্ছা জানানোর কিছু শুভেচ্ছা বার্তা আমরা আপনাদের সামনে শেয়ার করব।

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে
*******ঈদ মোবারক*****

ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিসন্নতা আর দুঃখ।
হারিয়ে যাক হৃদয় আজ হাসির বৃন্দাবনে,
রেখে দিব তোমায় হৃদয়ের কোণে,
ঈদ মুবারাক।

কোন ফুল দিয়ে নয়,
কোন মালা দিয়ে নয়।
চোখের পানি দিয়ে নয়,
কোন গানের সুর দিয়ে নয়।
শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জানাই,
ঈদের শুভেচ্ছা।
রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
” শুভ ঈদ মোবারাক ”

আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো ।
Eid মানে আশা…
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা
**** ঈদ মোবারাক ****

আকাশের সব নীল দিয়ে,
প্রভাতের সব আলো দিয়ে,
সমুদ্রের সব গভীরতা দিয়ে,
হৃদয়ের সব অনুভূতি দিয়ে,
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা. “ঈদ মুবারক”

স্বামীকে ঈদের শুভেচ্ছা মেসেজ ২০২৩

ঈদের শুভেচ্ছা জানিয়ে একজন স্ত্রী তার স্বামীকে শুভেচ্ছা মেসেজ পাঠাতে পারে। একজন স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পরে স্বামীকে ঈদের শুভেচ্ছা জানানো। অপরদিকে একজন স্বামীর উচিত প্রত্যেক ঈদের তার স্ত্রীকে এদের শুভেচ্ছা জানান। তাই আমরা এই নিবন্ধের স্বামীর জন্য কিছু ঈদের শুভেচ্ছা বার্তা শেয়ার করছি।

আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক !

চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক.

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন ।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে ।
ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন।

দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল ।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।

সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
আপনার সারাটি বছর, সারাটি জীবন।

এই কামনায় “ঈদ মোবারাক

স্বামীকে ঈদের শুভেচ্ছা উক্তি

স্বামীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের উক্তি প্রচলিত আছে। সেই ধরনের জনপ্রিয় উক্তিগুলো আজকের এই অনুচ্ছেদে আমরা আপনাদের জন্য শেয়ার করেছি। আমাদের এই অনুচ্ছেদ হতে স্বামীর জন্য ঈদের শুভেচ্ছা উক্ত গুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন।

ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক।

রঙ লেগেছে মনে। মধুর এই খনে। তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে। ঈদ মোবারাক

নতুন চাঁদের আগমনে, সাড়া জাগলো এ মনে, ঈদ এলো পবিত্র দিনে, দুঃখ বেদনা ভুলে গিয়ে, এনজয় করো ইদের দিনে , দাওয়াত দিলাম তোমার তরে, পারলে এসো আমার ঘরে, ঈদ মোবারাক।

ভালবাসার তালে .তালে চলব দুজন এক সাথে। কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে। শপ্ন দেখ্ব দুজন মিলে, ঘর কর ছি এক সাথে। আর কি লাগে পৃথিবীতে। ঈদ মোবারক

ঈদ মানে খুশি, গরুর গলায় রশি, শীতের সর্দি কাশি, আবার হুজুরের মুখে হাসি, তবুও ঈদ ভালোবাসি, তাই সবাইকে ঈদ মুবারক জানিয়ে এবার আমি আসি। *ঈদ মুবারক*

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button