উক্তিস্টাটাস

মেঘলা দিনের ছন্দ, উক্তি ,ফেসবুক স্ট্যাটাস

গ্রীষ্মকাল শেষের পথে চলে আসে বর্ষাকাল প্রচন্ড গরম থাকে মাঝেমধ্যে আবার কালবৈশাখী ঝড় আসে তবু ও গরম কমে না। আষাঢ় শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাকাল গঠিত হয়। দুই মাসের প্রায় অধিকাংশ সময় বৃষ্টি হয়ে থাকে। এই দুই মাসের অধিকাংশ সময়ই ধূসর কালো মেঘ আকাশে দেখা যায়। আর হঠাৎ করে বৃষ্টি পড়ে পৃথিবীর বুকে। রাস্তাঘাটে বৃষ্টির ফলে ধুলোবালি কনা পরিস্কার হয়ে যায়। দিনে আকাশ থাকে অন্ধকার ছন্ন। এমন পরিবেশ আকস্মিক করে সবাইকে। মেঘলা দিনের সাধারণত ঘরে বসেই কাটাতে হয় সময় সবাইকে। আর এসময় প্রিয় মানুষকে মনে পড়ে। আর আজকের এই পোস্টে উল্লেখ করেছি মেঘলা দিনের উক্তি ,ছন্দ ফেসবুকে স্ট্যাটাস আশা করি আপনাদের ভালো লাগবে।

মেঘলা দিনের উক্তি

মেঘ নিয়ে আমাদের কবি মনীষীরা অনেক কবিতা লিখেছে। বৃষ্টির দিনে আকাশে মেঘ গুলো আপন সাজে সজ্জিত হতে থাকে। মেঘের গুরুম গুরুম আওয়াজ জানিয়ে দেয় বৃষ্টি আগনের বার্তা কে। মেঘহীন সরল আকাশ একটি ফুল বিহীন বাগানের মত। আকাশের সৌন্দর্য হচ্ছে মেঘ। আকাশে শুধু ধূসর কালো মেঘ সাজেনা। সাদা মেঘ ও সাজে। অনেক সময় আছে আকাশে মেঘ নিয়ে সাজিয়ে রেখেছে আর কিছুক্ষণ পর বাতাস এসে সরিয়ে দেয় আকাশকে করে দেয় ঝলমলে। তখন আকাশের অন্ধকার ছন্ন আবহাওয়া দূর হয়ে যায় বাতাসের ফলে। সেই আলোতেই পৃথিবীর ঝলমলিয়ে আলোকিত হয়। শ্রাবনের মেঘ জড়ো হয় আকাশে ঝড় বৃষ্টি নামে পৃথিবী জুড়ে।

মেঘ নিয়ে ছন্দ

মেঘ কে কেন্দ্র করে ছন্দ। মেঘ হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। মেঘের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আষাঢ়, শ্রাবণ এই মাসের জন্য অপেক্ষা করতে হয়। পৃথিবী যখন গরম আবহাওয়ায় উত্তপ্ত। পরিবেশ গরম আমারা একটু বৃষ্টির জন্য অশান্ত হয়ে পড়ে মন। তখন অপেক্ষা করি বর্ষার জন্য আর তখন আষাঢ় শ্রাবণের বৃষ্টি এসে উত্তপ্ততা শীতল করে দেয় অশান্ত মনকে। হিমেল হাওয়ার মেঘলা দিনের পরিবেশকে করে তুলে ঠান্ডা। ঘরে বসে বসে সময় পার করতে হয় সবাইকে। নিম্নে ছন্দ দেয়া হলো মেঘলা দিনের। আপনাদের উপভোগ করার জন্য। আশা করছি ভাল লাগবে।

  • আকাশেতে মেঘ অঝোর ধারায় নামবে বৃষ্টি
    আজ কেন মন উদাসীন হয়ে
    তোমাকেই শুধু খুঁজছি।
  • আকাশেতে মেঘ জমলে
    বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে
    মনের ভিতর মেঘ জমলে
    অঝোরে কান্না ঝরে পড়ে।
  • আকাশেতে ঘন কালো মেঘ
    দেখে ভয় পেয়ো না কেউ
    একটু পরে নামবে বৃষ্টি
    দুচোখ দিয়ে দেখো
    সেই অপরূপ দৃশ্য।
  • আমার শহর জুড়ে আছে
    মেঘের আনাগোনা
    বৃষ্টি নামুক তাতে আমার
    অশ্রু লুকিয়ে রাখবো আমার মাঝে।
  • একফালি মেঘ যেমন আকাশকে
    ধরে সাজিয়ে রাখে
    তেমনি করে তোমার দেওয়া ভালোবাসা
    আমার বুকে সাজিয়ে রেখেছি।
  • আমার হৃদয়ের মাঝে
    পড়ন্ত বিকেলের মেঘলা আকাশ
    তোমার দেওয়া স্বপ্ন দেখেছি
    চোখে রেখেছি ডাইরির পাতায়
    আজো আছে ইতিহাস।
  • তুমি কি ভাবছো
    মেঘ করেছে বৃষ্টি পড়বে
    অনেকক্ষণ কিন্তু না
    মেঘ জমেছে আমার
    মন খারাপের আগমন।
  • অল্প একটি মেঘএনে দিও
    বৃষ্টি আসবে বলে আর
    অল্প একটু ভালোবাসা দিও
    আমি হারানোর আগে।
  • মেঘলা দিনের বাদলা আকাশে
    তোমায় খুজতে চাই
    বৃষ্টি হয়ে ঝরে তুমি
    তোমায় শুধু আমার
    করে রাখতে চাই।
  • আষাঢ় শ্রাবণ মানে না মন
    ঝর ঝর ঝরছে বৃষ্টি
    তোমাকে পরছে মনে বার বার পড়ছে।

মেঘ নিয়ে ফেসবুক স্ট্যাটাস

আকাশেতে মেঘের বার্তা আমাদেরকে জানিয়ে দেয় পৃথিবীর বুকে বৃষ্টি আসতেছে। আর তখন আমাদের বাইরে এর কাজ বন্ধ হয়ে যায়। সকলেই ঘরমুখী হয়ে পড়ি বৃষ্টির কারণে। মুখর পরিবেশে মনের ভিতর জাগিয়ে দেয় অনেক পুরনো স্মৃতি। প্রিয়জনের কথা, প্রিয়জনের সাথে কাটানোর সময় ,অনুভূতিগুলো জেগে ওঠে। আর তখন প্রিয়জনের কাছে পৌঁছে দিতে চাই মনের বার্তা। এখন তথ্য প্রযুক্তির যুগ সবার সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত থাকে। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে পৌছে দিতে পারেন আপনি আপনার মনের অনুভূতি গুলো আপনার প্রিয় মানুষের কাছে। আশা রাখছি, আমাদের দেওয়া স্ট্যাটাস গুলো আপনার ভাল লাগবে এবং এর থেকে সংগ্রহ করে প্রিয় মানুষ কি পাঠিয়ে দিতে পারবেন আপনার মনের অনুভূতি অর্থাৎ বার্তাগুলো। স্ট্যাটাস গুলো দেওয়া হল।

  • এই মেঘলা দিনে একলা
    ঘরে থাকতে চায় না মন কবে
    তুমি আমায় তোমার কাছে
    যাবার নিমন্ত্রণ দিবে প্রিয়।
  • মেঘলা দিনে মন কেমন কেমন করে
    তোমার দেওয়া আলতো পরশ
    পেতে চায় মন বারে বারে।
  • এই মেঘলা দিনে হয়েছিল
    আমাদের প্রথম দেখা
    হায়রে নিয়তি চলে গেলে
    তুমি আমায় রেখে একা
    আজও রয়ে গেলাম
    আমি তোমারি আশায়।
  • বৃষ্টির মাঝে দুজনে আছি একই ছাতার নিচে
    মেঘের গর্জন গুলো কানে এসে পৌঁছায়
    দুজনের সাথে থাকতে এ মন আরো চায়।
  • আকাশটা সবসময় মেঘে ঢাকা থাকবে না
    তেমন জীবনটা সবসময় একই থাকবে না
    একটা সময় পরিবর্তন হবেই।
  • ও মেঘ উড়ে যেও না
    আমার প্রিয়তমর কাছে
    আর জানিও দিও
    আমি আছি আজও তার পথ চেয়ে।
  • সকাল থেকে মেঘ জমেছে
    আকাশের বুকে পুরনো
    অভ্যাস শুনতে শুনতে
    কান ধরে গেল তিক্ততায়।
  • তুমি যে আমার মেঘলা আকাশ
    বৃষ্টি ভেজা দিন ও আমার প্রিয়
    অল্প কথায় কষ্ট দিলে
    ব্যথা যে পায় এই মনে।
  • মেঘ তুমি তো আকাশে
    জমলে বৃষ্টি হয়ে ঝরে পড়ো
    আর মনের ভিতর জমলে
    কেউতো দেখেনা একাই কান্না
    হয়ে ঝরে পড়ো আমার হৃদয়ের মাঝে।

পরিশেষে বলতে চাই যে,মেঘ নিয়ে ছন্দ ,উক্তি ফেসবুক স্ট্যাটাস এগুলো সুন্দর করে আপনাদের কাছে ব্যক্ত করার। জানিনা কতটুকু পেরেছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি, আপনাদের ভালো লাগবে এবং এ থেকে আপনারা আপনাদের প্রিয় মানুষটির কাছে পৌঁছে দিতে পারবেন আপনাদের মনের অনুভূতি গুলো। আজ এ পর্যন্তই আবার অন্য কোনদিন অন্য একটি পোস্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভাল থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button