বিশ্বকাপ ফুটবল

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ সরাসরি আজকের খেলা দেখুন অনলাইনে (ফ্রি)

দেখতে দেখতেই অনেকটা পথ পেরিয়ে এসেছে কাতার বিশ্বকাপ। নানা নাটকীয়তার মধ্যে ভক্তদের বিনোদন যোগাতে কাতার বিশ্বকাপের জুড়ি মেলা ভার। শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ ২০২৩ এর কোয়ার্টার ফাইনাল পর্ব। নয় ডিসেম্বর রাত ন’টায় মুখোমুখি হবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল খেলাটি সরাসরি উপভোগ করার উপায় নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। সম্পূর্ণ নিবন্ধটি পাঠ করলে আশা করা যায় ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মুখোমুখি পরিসংখ্যান, আজকের খেলার ফেভারিট দল, টেলিভিশনে এবং অ্যাপসের মাধ্যমে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলাটি সরাসরি দেখার উপায় সম্পর্কে অজানা সব তথ্য জানতে পারবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে মূল পর্বে চলে যাই।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া আজকের খেলা সরাসরি

শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপের মূল আসর। মূল আসরের প্রথম ধাপে কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনাল মানে নকআউট পর্ব যেখানে বিজয়ী দল সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবেন অপরদিকে পরাজিত দল ঘরে ফেরার টিকেট কাটবেন। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া ইতিমধ্যে দারুন ভাবে নিজেদের সামর্থের প্রমাণ দিতে সক্ষম হয়েছে অপরদিকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের তাড়না নিয়ে দারুণ ছন্দে আছে ব্রাজিল ফুটবল দল। খেলাটি অনুষ্ঠিত হবে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়াম থেকে এবং খেলাটি শুরু হবে আন্তর্জাতিক সময় বিকাল ৩ টায় এবং বাংলাদেশ সময় রাত 9 টায়। খেলাটি কিভাবে উপভোগ করা যাবে তা জানতে হলে সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করতে হবে।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া মুখোমুখি পরিসংখ্যান

দ্বিতীয় রাউন্ডে দারুণভাবে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। দুটি দলকে নিয়েই বিশ্ববাসীর রয়েছে নানান প্রত্যাশা। তবে নকআউট খেলা হিসেবে যেকোনো একটি দলকে তো বের হয়ে যেতে হবেই। বের হয়ে যাওয়ার তালিকায় কোন দল থাকছে এ নিয়ে চলছে নানান গুঞ্জন। যদিও আগেভাগেই এ নিয়ে কোন কিছু বলা সম্ভব না তবুও পূর্ববর্তী পরিসংখ্যান দেখলে কিছুটা ধারণা করা যেতেই পারে। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ইতিপূর্বে মোট চারবার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে যার তিনটিতে জয়লাভ করেছে ব্রাজিল এবং মাত্র একটিতে ক্রোয়েশিয়া জয়লাভ করতে সমর্থ হয়েছে। চারটি খেলার মধ্যে দুটি ছিল বিশ্বকাপের মঞ্চে যার দুটিতেই ব্রাজিলের জয় হয়েছিল। ২০০৬ সালের বিশ্বকাপে ব্রাজিল ক্রোয়েশিয়া কে ১-০ গোলে এবং ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিল ক্রোয়েশিয়া কে ২-০ গোলে পরাজিত করেছিল। সব পরিসংখ্যান হিসাব-নিকাশ করলে তাই আজকের ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলাটিতে ব্রাজিল কি ফেভারিট দল হিসেবে বিবেচনা করছেন ফুটবল বোদ্ধারা।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সরাসরি অনলাইনে দেখার উপায়

কোয়ার্টার ফাইনালের নক আউট পর্বে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। পরিসংখ্যানের দিক দিয়ে ক্রোয়েশিয়ার তুলনায় ব্রাজিল বেশ অনেকটাই এগিয়ে থাকার কারণে দারুন ফুরফুরে মেজাজে রয়েছে তিতের শিষ্যরা। তবে ক্রোয়েশিয়া ফুটবল দলকে কোনভাবেই ছোট করে দেখার সুযোগ থাকছে না মোটেও। সব প্রশ্নের উত্তর জানতে হলে আজ রাত নয়টায় বসতে হবে টেলিভিশনের সামনে। খেলাটি বাংলাদেশ থেকে উপভোগ করার জন্য বাংলাদেশের একাধিক টেলিভিশন চ্যানেল ভূমিকা পালন করবে তার মধ্যে গাজী টিভি এবং টি স্পোর্টস মুখ্য ভূমিকা পালন করবে। এছাড়াও বাংলাদেশের জাতীয় টেলিভিশন বিটিভিতেও খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে।

Toffee Live

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সরাসরি অ্যাপস এর মাধ্যমে

প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মানুষ অনেকটাই নিজেদেরকে অভিযোজিত করেছে বিভিন্ন আধুনিক প্রযুক্তির সরঞ্জামের সাথে। চলমান কাতার বিশ্বকাপের খেলা গুলো তাইতো কাজের প্রয়োজনে যে কোন জায়গা থেকেই উপভোগ করার সুযোগ তৈরি করেছে বিভিন্ন সম্প্রচার মাধ্যম। স্মার্ট ফোন থেকে কিংবা ব্যক্তিগত কম্পিউটার থেকে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার আজকের খেলাটি উপভোগ করার জন্য অন্যতম উপকারী মাধ্যম হতে পারে বাংলালিংকের টফি অ্যাপ। জেনে রাখা ভালো যে টফি অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করা যায় বিশ্বকাপের খেলা গুলো।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল খেলাটি কিভাবে টেলিভিশনে এবং অ্যাপসের মাধ্যমে সরাসরি উপভোগ করা যায় তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলাম। এরপরও বোঝার ক্ষেত্রে কোন রকম সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। খেলাটি সরাসরি উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button