ফিনান্স

HungryNaki বিকাশ পেমেন্ট ক্যাশব্যাক অফার ২০২৩

আপনি কি দেশের শীর্ষস্থানীয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে Hungrynaki  তে খাদ্য অর্ডার করতে চাচ্ছেন। তাহলে এই পোস্ট আপনার জন্যই। দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং অপারেটর বিকাশ দিচ্ছে হাংরিনাকি তে পেমেন্ট 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ন্যূনতম ২৫০ টাকা পেমেন্ট বিকাশ করলেই প্রতি লেনদেনে ১০০ টাকা, আর অফার চলাকালীন ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন আপনি। এই অফারের বিস্তারিত জানানো হবে আজকের এই পোস্টের। আপনি হাংরি নাকি বিকাশ সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন। এ পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আপনি জানতে পারবেন কিভাবে হাংরিনাকি তে বিকাশ পেমেন্ট করলে আপনি ২০০ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন।

হাংরিনাকি বিকাশ পেমেন্ট ভাউচার/ডিসকাউন্ট অফার ২০২৩

বিকাশ বাংলাদেশের সর্ববৃহৎ ই-কমার্স ওয়েবসাইট। এটি বাংলাদেশের 70 ভাগ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। বিকাশে শুধুমাত্র ব্যাংকিং ছাড়াও টাকা লেনদেন বিল পেমেন্ট এর যাবতীয় সুবিধা সংযুক্ত করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ বিকাশ দিয়ে তাদের বিভিন্ন রকম বিল পেমেন্ট করে থাকে। বিকাশ সেইসকল কাস্টমারদের কথা মাথায় রেখে হাংরিনাকি বিল পেমেন্ট ক্যাশব্যাক অফার চালু করেছে। চলুন হাংরিনাকি তে ক্যাশব্যাক অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

HungryNaki-তে ফুড বিকাশ পেমেন্ট অফার

HungryNaki বাংলাদেশের শীর্ষস্থানীয় ফুড হোম ডেলিভারি প্রতিষ্ঠান। শুরুতে HungryNaki মূলত রাজধানীকেন্দ্রিক হলেও দারাজের সাথে সংযুক্ত হওয়ায় এটি 64 টি জেলায় ফুড ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান HungryNaki ঢাকা-নারায়ণগঞ্জ, চট্টগ্রা্‌ সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন ব্যাপকসংখ্যক কাস্টমার HungryNaki  তাদের কাঙ্ক্ষিত ফুট করে থাকে । HungryNaki তাদের কাস্টমারদের কথা মাথায় রেখে বিকাশের সাথে চুক্তিবদ্ধ করেছে। এবং HungryNaki নির্দিষ্ট পরিমাণ খাবার বিল প্রেমেন্ট করলেই পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর জন্য আপনি বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে বিল পেমেন্ট করতে পারেন।

HungryNaki-তে পেমেন্ট বিকাশ করলেই ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

বৃষ্টির দিনে পরিবার ও বন্ধুদের সাথে ফুডের মজা জমবে Hungrynaki-এর সাথে। কারণ, এখন Hungrynaki-তে ফুড পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ন্যূনতম ২৫০ টাকা পেমেন্ট বিকাশ করলেই প্রতি লেনদেনে ১০০ টাকা, আর অফার চলাকালীন ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন আপনি। বিকাশ অ্যাপ অথবা অনলাইনে পেমেন্ট বিকাশ করলেই পাবেন অফারটি।

অফারটি উপভোগ করতে ভিজিট: https://hungrynaki.com/

অফারের সময়সীমা: ১৬ জুন থেকে ২৫ জুলাই, ২০২৩।

HungryNaki-তে ফুড পেমেন্ট বিকাশ করলেই ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফারের বিস্তারিত:

 HungryNaki-তে পেমেন্ট বিকাশ করলে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।

  • অফারের শর্তাবলি:  ন্যূনতম ২৫০ টাকা পেমেন্ট বিকাশ করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • অফারের লিমিট: অফার চলাকালীন ২০০ টাকা এবং প্রতি লেনদেনে ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • অফার চ্যানেল: বিকাশ অ্যাপ এবং অনলাইন পেমেন্ট।

সাধারণ শর্তাবলি:

  • ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে অবশ্যই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী মার্চেন্ট একাউন্টে বিকাশ অ্যাপ থেকে অথবা অনলাইনে পেমেন্ট বিকাশ করতে হবে।
  • গ্রাহকের একাউন্টে সরাসরি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে।
  • গ্রাহকের সক্রিয় একাউন্ট থেকে পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে পেমেন্ট বিকাশ করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • ক্যাশব্যাক পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে।
  • গ্রাহকের একাউন্টের স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/ অপ্রত্যাশিত কারণে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে ১ বার ম্যানুয়ালি ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক এই ক্যাম্পেইনের ক্যাশব্যাক অফারের জন্য বিবেচিত হবেন না।
  • গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে সফল লেনদেনের মাধ্যমে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
  • বিকাশ এবং অংশগ্রহণকারী মার্চেন্ট কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ এবং অংশগ্রহণকারী মার্চেন্ট গ্রাহকের ক্যাশব্যাক পে আউট বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় সেক্ষেত্রে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ক্যাশব্যাক লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ক্যাশব্যাক অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।

যদি কোনো গ্রাহক মার্চেন্টের অ্যাপ বা ওয়েবসাইটে ভুল পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে উক্ত গ্রাহককে সেই মার্চেন্টের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

এতক্ষণ পুরো নিবন্ধটি পড়ার জন্য ধন্যবাদ। আমরা এই ওয়েবসাইটে বিকাশ সংক্রান্ত বিভিন্ন অফার নিয়ে আলোচনা করে থাকি। আপনি বিকাশ অন্যান্য অফার জানতে আমাদের এই ওয়েবসাইটের সাথে থাকুন।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button