টিপস

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

আপনি কি জানেন আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে? আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্টার আছে আপনি কি জানেন? আপনি কি জানেন আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম রেজিস্টার করতে পারবেন? আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনার অজান্তে কেউ সিম রেজিস্টার করে নি তো? সকল প্রশ্নের উত্তর জানতে আজকের এই নিবন্ধে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে এবং আপনি কয়টি সিম রেজিস্টার করতে পারবেন এ সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন এই নিবন্ধ। তাই পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমার এই নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়বেন।

বাংলাদেশের সকল সিম বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হয়। অর্থাৎ আপনি কোন সিম কিনলে আপনাকে অবশ্যই চার আঙ্গুলের ছাপ দিয়ে সিমটি নিবন্ধন করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একটি জাতীয় পরিচয় পত্রের সর্বোচ্চ ১৬ টি সিম রেজিস্টার করতে পারবে। এ সিদ্ধান্ত হবে বর্তমানে একজন গ্রাহক তার এনআইডি দিয়ে সর্বোচ্চ ১৬ পর্যন্ত সিম রেজিস্টার করতে পারবে। এছাড়াও আপনার অজান্তে অন্য কোন ভাবে আপনার কাছ থেকে অন্য কেউ সিম রেজিস্টার করে নিতে পারে। কিভাবে কখন আপনি এই প্রতারণার শিকার হয়েছেন নিজেও বলতে পারবেন না। তাই আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্টার আছে। আমরা সকল বিষয় এখানে তুলে ধরেছি।

সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন

আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম রেজিস্টার আছে সেটি আপনি খুব সহজেই দেখতে পারবেন। বাংলাদেশের সকল অপারেটরের কয়টি করেছি আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত হয়েছে সবগুলো একসাথে দেখানো সম্ভব। আমি একটি ইউএসএসডি কোড দিয়ে দেবো এটার মাধ্যমে খুব সহজে আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম রেজিস্টার আছে দেখতে পারবেন। আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম রেজিস্টার আছে তা দেখতে ইউএসএসডি কোড টি হল।

  • *16001# ডায়াল করুন।
  • এনআইডি কার্ডের লাস্ট চারটি ডিজিট।দিয়ে কল দিন ।
  • কল দিলে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে কয়টি সিম আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্টার করা আছে।

আপনি যদি এসএমএস (SMS) এর মাধ্যমে সিম নিবন্ধন যাচাই করতে চান তাহালে…

  • জাতীয় পরিচয়পএ  এর শেষের ৪ ডিজিট লিখে এসএমএস (SMS) পাঠাতে হবে 16001 নম্বারে।
  • গ্রামীণফোনঃ গ্রামীণফোন থেকে info লিখে send করুন 4949 নম্বারে। অথবা গ্রামীণফোন থেকে Reg 17 Digit NID numbers লিখে send করুন 4949 নম্বারে।
  • বাংলালিংকঃ বাংলালিংক থেকে ডায়াল করুন *16001# নম্বারে।
  • রবিঃ রবি থেকে ডায়াল করুন *16001# নম্বারে।
  • টেলিটকঃ টেলিকম থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন info লিখে send করুন 1600 নম্বারে।
  • এয়ারটেলঃ এয়ারটেল থেকে ডায়াল করুন *16001# নম্বারে।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button