ফিনান্স

পিকাবু বিকাশ পেমেন্ট ক্যাশব্যাক অফার ২০২৩

আপনি কি পিকাবু বিকাশ পেমেন্ট  অফার সম্পর্কে অনুসন্ধান করছেন? তাহলে আপনাকে এই নিবন্ধের স্বাগতম। পিকাবু বাংলাদেশ শের অন্যতম জনপ্রিয় অনলাইন ডেলিভারি ই-কমার্স ওয়েবসাইট। পিকাবুতে  একবার আপনি অনলাইনে পণ্য অর্ডার করলে পিকাবু আপনার বাসার দরজায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাই আপনি যদি পিকআপ বুদ্ধি বিকাশ অফার সম্পর্কে জানতে চান তাহলে এই নিবন্ধটি আপনার জন্যই।

পিকাবু বিকাশ ক্যাশব্যাক অফার ২০২৩

পিকাবু বাংলাদেশ প্রিয়তম one-stop শপিং ডেস্টিনেশন। 2016 সালে চালু হয় এই অনলাইন ই-কমার্স ওয়েবসাইটি । এলেক্ট্রনিকস থেকে শুরু করে কি মেডিকেল যন্ত্রপাতি সর্বশেষ স্মার্টফোন,  ক্যামেরা, কম্পিউটার এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি,স্বাস্থ্য সরঞ্জাম এবং মেকআপ পর্যন্ত শ্রেণীর বিস্তৃত পরিসরে কাস্টমারের কাছে সরবরাহ করে থাকে।  যেগুলো আপনি একবার অর্ডার দিলে কিন্তু আপনার বাসার দরজায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় পিকাবু। পিকাবুর  একটি দুর্দান্ত গ্রাহক অভিজ্ঞতার সাথে সুখ প্রদান করা ও বিশ্বাস করেছে এভাবে নিজের সরবরাহের মাধ্যমে সবচেয়ে দক্ষ ডেলিভারি পরিষেবা প্রদান করা হয়, যাতে গ্রাহকরা তাদের দ্বারপ্রান্তে ঝামেলা মুক্তভাবে পণ্য ডেলিভারি পান।পিকাবু মনে করে  আমরা আমাদের স্থানীয় এবং আন্তর্জাতিক বিক্রেতাদের পাশাপাশি 200 পণ্যের ব্রান্ড  সারা বাংলাদেশ থেকে হাজার হাজার গ্রাহকদের হাতে পৌঁছে দিতে সাহায্য করি।পিকাবু সবসময় সকল পণ্যের সাথে বিনামূল্যে রিটার্ন এবং ক্যাশ অন ডেলিভারি, অনলাইন পেমেন্ট ডেলিভারি কার্ড এবং বিভিন্ন পদ্ধতি অফার করে থাকে। আজকে এই নিবন্ধে আমরা পিকাবু বিকাশ পেমেন্ট ক্যাশব্যাক অফার অডিশন সম্পর্কে আলোচনা করব।

বিকাশ সব সময় তার গ্রাহকদের কিছু সারপ্রাইজ অভিজ্ঞতা দিয়ে থাকে। বিকাশ তার বিরাট সংখ্যক গ্রাহকদের সারপ্রাইজ অভিজ্ঞতার মধ্যে রয়েছে বিভিন্ন কেনাকাটা অনলাইন পেমেন্ট এর ক্যাশব্যাক অফার। তেমনই একটি ক্যাশব্যাক অফার হচ্ছে পিকাবু বিকাশ পেমেন্ট ক্যাশ ব্যাক অফার। পিকাবু তে জিনিসপত্র ক্রয় করে আপনি যদি অনলাইন পেমেন্ট করেন তাহলে পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক অফার। আপনি এখন হয়তো ভাবছেন কীভাবে আমি পিকাবুক এর জিনিসপত্র ক্রয় করে অনলাইন অফারটি পাব। আমরা এই নিবন্ধে পিকবু বিকাশ পেমেন্ট ক্যাশ ব্যাক অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি।

পিকাবু বিকাশ পেমেন্ট ক্যাশব্যাক অফার

বিকাশ Bkash দিয়ে অনলাইন কেনাকাটায় পেমেন্ট করলে পাবেন ১০% ক্যাশব্যাক (Cashback) প্রতি লেনদেনে।এই অফারে একজন গ্রাহক দিনে ৩০০ টাকা ও অফার চলাকালীন সর্বমোট ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। অফার চলবে ১ জুলাই-২০ জুলাই, ২০২৩ পর্যন্ত।

পিকাবো ই কমার্স সাইটে ব্রান্ডেড স্মার্টফোন (Smartphone), ফিচার ফোন, ইলেকট্রনিক এবং হোম আপ্পলিয়েন্স, কিচেনে আপ্পলিয়েন্স (Kitchen appliance), মোবাইল একসেসোরিজ (Mobile accessories), কম্পিউটার একসেসোরিজ (Computer accessories),স্মার্ট টিভি (Smart TV), ফ্রিজ(Fridge), ওভেন(Oven),ল্যাপটপ (Laptop) এবং নোটবুক (Notebook),আপেল একসেসোরিজ(Apple accessories) গুরুমিং প্রোডাক্ট (Grooming product) বিক্রয় করে থাকে । এছাড়ও ইএমআই অফারে (EMI offer) পছন্দের প্রোডাক্ট বিক্রয় করে। এবং বিভিন্ন উৎসবে বিশেষ ছাড় দিয়ে থাকে গ্রাহকদের। বিকাশ দিয়ে পেমেন্ট করলে পাচ্ছেন বাড়তি ছাড়।

পিকাবু বিকাশ পেমেন্ট ১০% ক্যাশব্যাক অফার

বিকাশ থাকলে অনলাইন কেনাকাটা আর Saving দুটোই হবে একসাথে! এখন Pickaboo থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই পাবেন ১০% ডিসকাউন্ট।
• অফার চলাকালে প্রতিদিন সর্বোচ্চ ১০০ টাকা ডিসকাউন্ট পাবেন
• অফার চলাকালে সর্বমোট ২০০ টাকা ডিসকাউন্ট পাবেন
• অফারটি চলবে ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, ২০২৩ পর্যন্ত

শর্তাবলীঃ

  • ক্যাশব্যাকের টাকা লেনদেনের পরবর্তী সর্বোচ্চ ৩ কার্যদিবসের মধ্যে বিকাশ গ্রাহক একাউন্টে প্রদান করা হবে।
  • অফারটি বিকাশ অ্যাপ এবং *247# ডায়াল করে বিল প্রদান উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
  • পে বিলের ক্ষেত্রে বিকাশ কর্তৃপক্ষ নির্ধারিত সার্ভিস চার্জ প্রযোজ্য।
  • যেকোনো সময় বিকাশ কর্তৃপক্ষ কোনোরূপ কারণ দর্শানো ব্যতীত উক্ত অফার পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • বিকাশ কর্তৃপক্ষের বিবেচনায় কোনো বিকাশ গ্রাহক অনৈতিকভাবে ক্যাশব্যাক পাওয়ার চেষ্টা করলে তিনি অফারের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন এবং বিকাশ কর্তৃপক্ষ উক্ত গ্রাহক একাউন্টটি স্থায়ীভাবে বন্ধ/বাতিল করে দেওয়া সহ তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক এবং/অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আমরা এই ওয়েবসাইটে বিকাশ সংক্রান্ত বিভিন্ন অফার নিয়ে সব সময় আলোচনা করে থাকি। আপনি যদি বিকাশের অফার গুলো নিয়মিত আপডেট পেতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইটটির সঙ্গে থাকুন। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই ওয়েবসাইটে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button