অনুভুতি নিয়ে বাণী, উক্তি, কিছু কথা

মানুষের অদ্ভুত ক্ষমতা আছে। সেটি হলো মানুষের অনুভূতি শক্তি। মানুষ অনুভূতি দিয়েই অনেক কিছু অনুভব করতে পারে, দেখতে পারে, কল্পনা করতে পারে। যার অনুভূতি যত বেশি, সে ততো বেশি বাস্তবমুখী এবং মনুষ্যত্ববান ।
সম্মানিত পাঠক, তাই আজকের এই নিবন্ধে আমরা অনুভূতি নিয়ে কিছু বানী উক্তি এবং কিছু কথা আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি অনুভূতি নিয়ে কিছু উক্তি অনলাইন অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধ আপনাকে স্বাগতম।
পৃথিবীতে যত বড় বড় কবি সাহিত্যিকগণ আছেন তারা সকলেই অত্যন্ত ভালো অনুভূতির ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে অনুভূতি শক্তি অত্যন্ত প্রখর ছিল বলেই আজকে তারা কল্পনা রাজ্যের সাথে বাস্তবতার মিল খুঁজে পেয়েছিল। কল্পনাকে বাস্তবে পরিণত করতে পেরেছিল বলেই আজকে তারা এত মহান ব্যক্তি তে পরিণত হতে পেরেছে। এই অনুভূতিকে ব্যক্ত করার জন্য বিখ্যাত মনীষী কোন বিখ্যাত কিছু উক্তি প্রদান করে গেছেন, সেই সকল উক্তি আজকের এই নিবন্ধে আমরা আলোচনা করব।
অনুভূতি নিয়ে উক্তি
নিজের অনুভূতি অন্যের কাছে ব্যক্ত করা অত্যন্ত কঠিন ব্যপার। নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য সেরকম দক্ষতা থাকা প্রয়োজন। এই সাধারণ কথাটা পৃথিবীর বিখ্যাত মনীষীগণ অনেক আগেই বুঝতে পেরেছিল। তাই অনুভূতি নিয়ে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিবর্গ কিছু উক্তি দিয়ে গেছেন। সেসকল অব উক্তি আজকের এই নিবন্ধে আলোচনা করা হচ্ছে।
বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা ছোঁয়া যায় না। এগুলি অবশ্যই হৃদয় দিয়ে অনুভূব করে নিতে হয় ।
— হেলেন কিলার
মানুষের অনুভূতিকে সম্মান করুন। এটি আপনার কাছে কিছুই না হতে পারে, তবে এটি তাদের কাছে সব কিছু হতে পারে।
— রায় টি বেনেট
সব কিছু বলে বুঝানো যায় না, কিছু কিছু কথা অনুভবে বুঝে নিতে হয় ।
— অজানা
আমি কারও প্রশংসা বা দোষের দিকে আমি কোন মনোযোগ দেই না। আমি কেবল নিজের অনুভূতি অনুসরণ করি।
— ওল্ফগ্যাং আমাদিউস মোজার্ট
নিজের বোধের আগে অন্যের অধিকার এবং নিজের অধিকারের আগে অন্যের অনুভূতি বিবেচনা করুন।
— জন উডেন
আমার অনুভূতিগুলিকে কথায় প্রকাশ করা আমার পক্ষে খুবই কঠিন।
— জোয়াকিন ফিনিক্স

আমি মানুষের অনুভূতিতে আঘাত করা পছন্দ করি না এবং নীতিগত বিষয় হিসাবে আমি অন্য লেখকদের সমালোচনা পছন্দ করি না।
— লিডিয়া ডেভিস
একজন পুরুষ একজন মহিলার চেয়ে নিজের আবেগের সাথে আরও স্পষ্ট এবং আন্তরিক। আমরা মেয়েরা ভয় পাই, এবং আমাদের অনুভূতিগুলি আড়াল করার প্রবণতা রয়েছে।
— মেরিলিন মনরো
আমারও অনুভূতি আছে। আমি এখনও মানুষ। আমি যা চাই তা ভালবাসি, নিজের জন্য এবং আমার প্রতিভার জন্য।
— মেরিলিন মনরো
আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি ভীষণ আমার ভেতর থাকি,
যত্ন করে খুব খেয়ালে রোজ, ‘আমি’টাকে আমার ভেতর রাখি।
আমি ভীষণ স্মৃতির খেরোখাতা, মলাট জুড়ে হাজার আঁকিবুঁকি,
আমি ভীষণ একলা থাকা মানুষ, ‘আমি”টাকে ‘আমার’ ভেতর রুখি।
~ সাদাত হোসাইন।
চমৎকার মেয়েগুলি এমন-এমন জায়গায় থাকে যে ইচ্ছা করলেই হুট করে এদের কাছে যাওয়া যায় না। দূর থেকে এদের দেখে দীর্ঘনিঃশ্বাস ফেলতে হয় এবং মনে মনে বলতে হয়, আহা, এরা কী সুখেই না আছে
– হুমায়ূন আহমেদ
কষ্টের অনুভূতির কথা
জীবন কুসুমাস্তীর্ণ কোমল সজ্জা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। সব বাধা-বিপত্তিকে এগিয়ে চলে জীবনের পথ সুগম করতে হয়। জীবনে চলতে হলে সবসময় দুঃখ কষ্ট আসতে পারে। দুঃখ কষ্টের অনুভূতি কে কখনো প্রশ্রয় দিতে নেই। তবে জীবনের সাফল্য অর্জিত হবে। তাই এই নিবন্ধে কষ্টের অনুভূতির কিছু কথা তুলে ধরেছি।
পেরেক টা ঠিক জায়গাতেই থেকে যায়।
ক্ষতগুলো পেরেকের মত,
সুখ গুলো ক্যালেন্ডারের মত!
-মুন্নী
তোমার মনেও দিচ্ছে নতুন স্বপ্ন উঁকি
যাচ্ছে হৃদয় স্বেচ্ছায় অবসরে।
আলোর ঝলকানি দেখে হাসতে।
তুষারের পাহাড় গড়ে,
তখন সবার’ই তো ইচ্ছে হয়!
মুখ ঘুচিয়ে কাঁদতে।
দু’টোয় ভুলেছে শোকে।
তবে তারা কী করে বেঁচে রয়?
নেই জ্বীন আলাদীন।
আছে শুধু জঞ্জাল,
মানবতার কঙ্কাল।
কিন্তু ভালোবাসি খুব,
হয়তো ঠিক ভাবে তোকে বুঝাতে পারিনা
তারপরও ভালোবাসি খুব,,
হয়তো একটু সাদামাটা
তারপরও ভালোবাসি খুব,,
হয়তো সময়ের বিবর্তনে ছেড়ে গেছিলাম
কিন্তু ভালোবাসতাম খুব,,
আর
হ্যা,,
এখনো ভালোবাসি খুব
Alone অনুভুতি সম্পর্কিত উক্তি
সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে
– হুমায়ূন আহমেদ
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে
– হুমায়ূন আজাদ
পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।
– হুমায়ূন আহমেদ
সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে!
– হুমায়ূন আহমেদ
ভালোবাসার অনুভুতি
ভালোবাসার অনুভূতি ব্যক্ত করা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর মহাপুরুষেরা ভালোবাসার অনুভূতি ব্যক্ত করতে পেরেছিল। মহাপুরুষদের কিছু ভালোবাসার উক্তি আজকে তুলে ধরেছে।
- কোনো কিছুকে ভালোবাসা হলো, সেটি বেঁচে থাক তা চাওয়া।
- বড় প্রেম শুধু কাছে টানে না দূরেও ঠেলে দেয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

- ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত
রবীন্দ্রনাথ ঠাকুর - সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।
রবীন্দ্রনাথ ঠাকুর - প্রেমের অকাল মৃত্যু নেই বলে সুখের মধ্যে প্রেম চিরন্তন হয়ে যায়।
মানিক বন্দ্যোপাধ্যায় - যে ভালোবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর।
হুমায়ূন আহমেদ