টিপস

অষ্টশীলঃ অষ্টশীল পালনের নিয়ম, মন্ত্র, অনুবাদ, প্রার্থনা

এই নিবন্ধে আমরা অষ্টশীল অষ্টশীল পালনের নিয়ম, মন্ত্র, অনুবাদ, প্রার্থনা আলোচনা করব। আপনি যদি একজন বৌদ্ধ ধর্মালম্বী হয়ে থাকেন তাহলে  আপনাকে অবশ্যই বৌদ্ধ ধর্মের পঞ্চশীল এবং অষ্টশীল নীতি মেনে চলতে হবে। আপনি যদি অষ্টশীল পালনের নিয়ম, মন্ত্র, অনুবাদ, প্রার্থনা অনুসন্ধান করেন তাহলে আমার এই ওয়েবসাইট হতে অষ্টশীল পালনের নিয়ম, মন্ত্র, অনুবাদ, প্রার্থনা সংগ্রহ করতে পারবেন।

‘শীল’ শব্দের অর্থ সদাচার। কায়িক ও মানসিক সংযমশীলতা অনুশীলনী শীল। গৌতম বুদ্ধ মানব সমাজ ও তার শিষ্যদের শৃঙ্খলা পূর্ণ জীবন যাপনের জন্য কিছু পালনীয় নীতিমালা প্রবর্তন করেছিলেন। এসব বিধিবদ্ধ নীতিমালার নাম ছিল পালি শীল । শীল শব্দের অর্থ স্বভাব-চরিত্র , নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা আদর্শ জীবন গঠনের উপায়। শারীরিক বা মানসিক গঠন অন্যের প্রতি সদ্ব্যবহার এবং চালচলন প্রকৃতপক্ষে চরিত্র গঠনের নিয়মাবলী কে বলা হয়  শীল । জ্ঞানী ব্যক্তিরা শীলের উপর প্রতিষ্ঠিত হয় । যারা শীলের প্রতিষ্ঠা তাদেরকে শীলবান বলে । মেরুদণ্ডহীন ব্যক্তির দেহের কোন মূল্য নেই,  তেমনি চরিত্রহীন ব্যক্তির জীবনের কোন মূল্য নেই । তাই শীলের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন । শীল পালনের উদ্দেশ্য ও নিয়মাবলী বিভিন্ন প্রকার ।

অষ্টশীল মন্ত্র

সংসারবত্ত দুক্খতো মুঞ্চিত্বা নিব্বাণং সচ্চিকরণত্থায়- ওকাস অহং ভন্তে তিসরণেন সহ অট্ঠঙ্গসমন্নাগতং উপোসথসীলং ধম্মং যাচামি, অনুগগহং কত্ত্বা সীলং দেথ মে ভন্তে। দুতিযম্পি, সংসারবত্ত দুক্খতো মুঞ্চিত্বা নিব্বাণং সচ্চিকরণত্থায়- ওকাস অহং ভন্তে তিসরণেন সহ অট্ঠঙ্গসমন্নাগতং উপোসথসীলং ধম্মং যাচামি, অনুগগহং কত্ত্বা সীলং দেথ মে ভন্তে। ততিযম্পি, সংসারবত্ত দুক্খতো মুঞ্চিত্বা নিব্বাণং সচ্চিকরণত্থায়- ওকাস অহং ভন্তে তিসরণেন সহ অট্ঠঙ্গসমন্নাগতং উপোসথসীলং ধম্মং যাচামি, অনুগগহং কত্ত্বা সীলং দেথ মে ভন্তে।

অষ্টশীল প্রার্থনা

  • ১।    পাণাতিপাতা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
  • ২।    অদিন্নাদানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
  • ৩।    অব্রহ্মচরিয়া বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
  • ৪।    মুসাবাদা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
  • ৫।    সুরামেরেয়-মজ্জ-পমাদট্ঠানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
  • ৬।    বিকাল-ভোজনা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
  • ৭।    নচ্চ-গীত-বাদিত বিসুক দস্সন মালাগন্ধ বিলেপন ধারণ মণ্ডণ বিভূসনট্ঠানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
  • ৮।    উচ্চাসয়ন-মহাসয়না বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।

অষ্টশীল এর বাংলা অনুবাদ

  • ১।    প্রাণীহত্যা হতে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
  • ২।    অদত্ত বস্তু গ্রহণ বা চুরি করা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
  • ৩।    অব্রহ্মচর্য থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
  • ৪।    মিথ্যা বাক্য বলা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
  • ৫।    প্রমত্ততার কারণ সুরা-মৈরেয় মাদকদ্রব্য সেবন করা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
  • ৬।    বিকাল-ভোজন থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
  • ৭।    নৃত্য-গীত-বাদ্য ইত্যাদি প্রমত্তচিত্তে দর্শন, মালাধারণ, সুগন্ধ দ্রব্য বিলেপন, মূল্যবান বস্তু (স্বর্ণালংকার, দামী বস্ত্র, ইত্যাদি) দ্বারা শরীর সুশোভিত করা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।
  • ৮।    উচ্চশয্যা ও মহাশয্যায় (লেপ-তোষকাদি) শয়ন করা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button