ঈদ মোবারক গান
আসসালামু আলাইকুম, ঈদের শুভেচ্ছা জানিয়ে এই নিবন্ধে আমরা ঈদের কিছু জনপ্রিয় গান ও জনপ্রিয় গানগুলোর লিরিকস আপনাদের সামনে তুলে ধরব। আমার এই আর্টিকেল হতে ঈদের জনপ্রিয় গান গুলো ডাউনলোড করার লিঙ্ক এবং গান গুলোর কথা খুব সহজেই পেয়ে যাবেন।
ঈদের জনপ্রিয় গানগুলোর কথা জানার জন্য আমাদের এই ওয়েবসাইটে আসলে আপনাকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। ঈদের জনপ্রিয় গানগুলোর কথা আজকে আমরা এই আর্টিকেলে তুলে ধরব।
মুসলিম বিশ্বে ঈদুল আযহা ও ঈদুল ফিতরে শুভেচ্ছা জানানোর জন্য অন্যান্য অনেক শুভেচ্ছাবাক্য রয়েছে। ঈদুল ফিতরের সময় নবি মুহাম্মদ সাহাবিদের সাথে সাক্ষাতের সময় একে অপরকে বলতেন “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। মুসলিম বিশ্ব জুড়ে, ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনেক বৈচিত্র্য বিদ্যমান।
ঈদ মোবারক গান ২০২৩
ঈদের দিন অথবা ঈদের আগের দিন অথবা ঈদের পরের দিন ঈদের গান গুলো দিয়ে আপনি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের স্ট্যাটাস প্রদান করতে পারবেন। এছাড়া ঈদের জনপ্রিয় গানগুলো দিয়ে আপনি আপনার বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করতে পারবেন। ঈদ উপলক্ষে এই সকল অনুষ্ঠানে অবশ্যই ঈদের গান বাজানো উচিত। ঈদের গান বাজাতে আপনি আমাদের এই নিবন্ধ হতে সাহায্য নিয়ে আপনার সিস্টেমে বাজাতে পারেন। আমরা আপনাদের জন্য ঈদের বেশ কিছু গানের সিরিয়াল তৈরি করে দিয়েছি। জনপ্রিয় ঈদের এই গান গুলো সব সময় আপনার মনে নাও থাকতে পারে। আমার ওয়েবসাইট হতে আপনারা ঈদের গান গুলোর সিরিয়াল দেখে নিতে পারেন।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ– গানের কথা
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঈদ মোবারাক ঈদ – গানের কথা
আসসালামু আলাইকুম,
এলো খুশির মরশুম।
আসসালামু আলাইকুম,
এলো খুশির মরশুম।
রমজানের ঐ রোজার পরে
এলোরে আজ ঈদ।
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ।
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ। – [ ২ বার ]
আকাশ আলো করে চাঁদ হেসেছে,
মনের মেহেফিল জমে উঠেছে।
এই পাড়া ঐ পাড়া সব পাড়াতে,
চলবে ঈদের পার্টি আজকে রাতে।
আরে সারাটা দুনিয়া জুড়ে
এলোরে আজ ঈদ।
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ।
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ।
নতুন পাঞ্জাবি পড়বো গায়ে,
নামাজ আদায় হবে ঈদ গাহে।
বলবো সবার কথা আজ দুয়াতে,
বন্ধুর বাসায় যেতে হবে দাওয়াতে।
সবই তোমার মেহেরবানি ওগো মুর্শিদ,
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ।
আসসালামু আলাইকুম,
এলো খুশির মরশুম,
রমজানের ওই রোজার পরে
এলোরে আজ ঈদ।
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ। – [ ২ বার ]
হে আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশীর ঝলক- গানের কথা
হে আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশীর ঝলক,
তোমার আমার সবার মুখে হাঁসির চমক,
উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারাক,
উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারাক।
হে ঈদ মুবারাক, রে সবায় ঈদ মুবারাক,
হা হা ঈদ মুবারাক, রে সবায় ঈদ মুবারাক।
হে আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশীর ঝলক,
তোমার আমার সবার মুখে হাঁসির চমক।
উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারাক,
উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারাক।
হু.. মেতেছে সবাই খুশীতে আজ,
সবাই খুশীতে আজ,
নতুন পোশাকে নতুন সাজ, আজ নতুন সাজ,
নতুন আতর গন্ধে বিভোর,
সুর্মাতে সেজেছে চোখ..
বাতাসে রং লেগেছে ঈদ মুবারাক,
বাতাসে রং লেগেছে ঈদ মুবারাক।
হু.. প্রানের কথা শুধু তোকে বলি
আমরা তোকেই বলি,
লড়ায় ভুলে চল কোলাকুলি, করি কোলাকুলি,
যাক ভেঙ্গে ভুল, আল্লাহ্ রসূল,
আজকে সবার ভাল হোক..
বলো বলো সবাই বলো ঈদ মুবারাক,
বলো বলো সবাই বলো ঈদ মুবারাক।
উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারাক,
বাতাসে রং লেগেছে ঈদ মুবারাক,
উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারাক,
হ্যাঁ বলো বলো সবায় বলো ঈদ মুবারাক,
হা ঈদ মুবারাক, রে সবাই ঈদ মুবারাক,
হা ঈদ মুবারাক, রে সবাই ঈদ মুবারাক,
উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারাক,
বাতাসে রঙ লেগেছে ঈদ মুবারাক,
উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারাক,
বলো বলো সবায় বলো ঈদ মুবারাক।