টিপস

গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহের লক্ষণ সমূহ

আপনি কি সদ্য বিবাহিত, আপনি কি বয়ফ্রেন্ডের সাথে ফ্রি সময় কাটিয়েছেন? আপনার কি বমি বমি লাগছে? হ্যাঁ! আপনি ঠিকই ধরেছেন, আমি কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছে গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহের লক্ষণ সমূহ কি কি। তাই আপনি যদি গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহের লক্ষণ গুলো জানতে চান তাহলে এই নিবন্ধটি আপনার জন্য। এই নিবন্ধে আমরা গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহের লক্ষণ গুলো আলোচনা করতে যাচ্ছি।

মা হওয়া প্রত্যেক মেয়ের জীবনের একটি গর্বের বিষয়। যে নারী এখনো মা হতে পারিনি সেই বুঝে মা হতে না পারার কি বেদনা, আপার যে নারী অসময়ে মা হয়েছেন তিনিও বোঝেন মা হওয়ার কি যন্ত্রণা কি গ্লানি আমাদের এই উপমহাদেশীয় সমাজে ।তাই মা হওয়ার প্রথম সপ্তাহের কিছু লক্ষণ ও উপসর্গ প্রত্যেক নারীর জীবনে দেখা যায়। তাই এই নিবন্ধে আমরা গর্ভাবস্থায় প্রথম সপ্তাহের কি কি লক্ষণ একজন মেয়ের শরীরে দেখা যায় সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

গর্ভাবস্থার প্রথম সপ্তাহের লক্ষণ

নিচে আমরা গর্ভ অবস্থা প্রথম সপ্তাহের লক্ষণ সমূহ আলোচনা করব। এই লক্ষণসমূহ মোটামুটি প্রত্যেক নারীর শরীরে দেখা যায়। লক্ষণসমূহ কোন নারীর ক্ষেত্রে দেখা গেলে মোটামুটি শতভাগ ধরে নেওয়া হয় নারীটি গর্ভবতী হতে যাচ্ছে। আমি নিচে খুব সুন্দর করে গর্ভাবস্থার প্রথম সপ্তাহের লক্ষণ গুলো আলোচনা করছি।

  • রক্তক্ষরণ: রক্তক্ষরণ ঋতুচক্রের মতোই ৬ থেকে ১২ দিন হালকা রক্তপাত হতে পারে। এই লক্ষণ দেখলে প্রেগন্যান্সি পরীক্ষা অবশ্যই করে নিন।
  •  অন্য রকম স্বাদ:  প্রথম সপ্তাহে মুখে অন্য রকম স্বাদ বুঝতে পারবেন।  অনেক সময় মুখে দুর্গন্ধও হতে পারে। আসলে গর্ভাবস্থার জেরে শরীরে হরমোনের মাত্রার তারতম্যের কারণেই এই তফাৎ হতে পারে।
  • স্বপ্ন দেখাঃ গর্ভে সন্তান এলে নারীরা অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দেখতে শুরু করেন। তিনি গর্ভবতী হয়েছেন এমন স্বপ্নই দেখেন তারা।
  • সংবেদনশীনতাঃ  অনেক সময় মুখে বা হাত-পায়ে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা য়ায়। গর্ভধারণের সময় ত্বকের সংবেদনশীনতা বেড়ে যায়। এর ফলে চেহারায় এই কালো দাগ-ছোপ দেখা যায়।
  • ক্লান্তিঃ ক্লান্তি প্রেগন্যান্সির একটি উল্লেখযোগ্য লক্ষণ। যেহেতু শরীর এই সময় বাড়ন্ত শিশুকে পুষ্টি দেয়ার জন্য অতিরিক্ত রক্ত উৎপন্ন করে তার জেরে খুব অল্পতেই ক্লান্তি এসে যায়।
  • মূত্রত্যাগঃ প্রেগন্যান্সির সময় শরীর অতিরিক্ত পরিমাণ তরল উৎপাদন করে। আর তার জেরে কিডনি দ্বিগুণ পরিমাণে কাজ করে। আর সে কারণেই অতি ঘন ঘন শৌচাগারে যাওয়া প্রয়োজনীয় হয়।
  • মাথার যন্ত্রণাঃ গর্ভাবস্থায় মাথার যন্ত্রণা হতে পারে। গর্ভধারণ করার প্রথম সপ্তাহের শুরুতেই মাথাব্যথা শুরু হতে থাকে। হরমোনের মাত্রা শরীরে বেড়ে যাওয়ার কারণেই এ সমস্যা হয়।

                                                                                                        ————–তথ্যসূত্র: বোল্ডস্কাই

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button