ঢাকা টু সিলেট বাস কাউন্টার নাম্বার ও টিকেটের ভাড়া
প্রতিদিন হাজার হাজার মানুষ রাজধানী ঢাকা হতে সিলেট রুটে নিয়মিতভাবে চলাচল করে থাকে। এর মধ্যে বেশির ভাগ যাত্রী সড়কপথ ব্যবহার করে। সড়কপথ ব্যবহারকারী যাত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল বাস। তাই আজকের এই নিবন্ধে আমি ঢাকা টু সিলেট বাসের সময়সূচী এবং কাউন্টার এর ফোন নম্বর সংযুক্ত করছি। আপনি এই নিবন্ধ থেকে ঢাকা টু সিলেট রোডের বাস এর সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের পূর্বের জেলা সিলেটের অপরূপ সৌন্দর্য এবং সুরমা নদীর তীরে অবস্থিত একটি মনমুগ্ধকর জায়গা । সিলেটকে প্রাচ্যের লন্ডন বলে ধরা হয়। ব্যবসা-বাণিজ্যসহ সরকারি বেসরকারি চাকরির জন্য সিলেট হতে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। সড়কপথ রেলপথ ছাড়াও আকাশ পথের মাধ্যমে সিলেট টু ঢাকা যাতায়াত করা সম্ভব। তাই আপনারা যারা ঢাকা টু সিলেট রুটে বাসের তথ্য জানতে আগ্রহী তাদেরকে এই নিবন্ধের স্বাগতম।
ঢাকা থেকে সিলেট বাসের তালিকা
রাজধানী ঢাকা হতে সিলেট রুটে নিয়মিতভাবে বাংলাদেশের বড় বড় বাস সার্ভিস কোম্পানি গুলো পরিবহন সেবা দিয়ে থাকে। অর্থাৎ আপনি ঢাকা থেকে সিলেট রুটে এসি নন এসি সকল ধরনের সুবিধা পেতে পারেন। আপনি এই রুটে বিলাসবহুল এবং আরামদায়ক ভাবে যাতায়াতের জন্য বাস পাবেন অপরদিকে কম খরচে যাওয়ার মত বাস পেয়ে যাবেন। রাজধানী ঢাকা হতে সিলেট গামী বাস গুলোর তালিকা নিচে সংযুক্ত করেছি।
বাসে সিলেট পৌঁছাতে সাড়ে ৪ থেকে ৬ ঘন্টা সময় লাগে।
ঢাকা-সিলেট নন-এসি বাস সমূহ
- এনা পরিবহন
- হানিফ এন্টারপ্রাইজ
- শ্যামলী পরিবহন
- ইউনিক সার্ভিস
- আল-মোবারাকা।
ঢাকা-সিলেট এসি বাস সমূহ
- গ্রীনলাইন পরিবহন
- এনা পরিবহন
- লন্ডন এক্সপ্রেস
- গোল্ডেন লাইন পরিবহন।
ঢাকা থেকে সিলেট বাসের ভাড়ার তালিকা
নিচে ঢাকা থেকে সিলেট রুটে যেসব নন এসি বাস চলাচল করে থাকে। নন এসি বাসের পাশাপাশি সিলেট রুটে অনেক অত্যাধুনিক বিলাসবহুল এসি বাস চলাচল করে থাকে। আপনি যদি একটু আরামদায়ক ভ্রমণ পেতে চান। তাহলে আপনাকে অবশ্যই এসি বাসে ভ্রমন করতে হবে। যেহেতু ঢাকা টু সিলেট রুটে 2 ধরনের সার্ভিস পাওয়া যায় তাই বাসের কোয়ালিটি অনুযায়ী ঢাকা টু সিলেট বাসের ভাড়া তালিকা ভিন্ন ভিন্ন। এছাড়া ঢাকা টু সিলেট রোডের বাচ্চার ভাড়ার তালিকা ভিন্ন ভিন্ন হয়ে থাকে বাস পরিবহন কোম্পানি গুলোর আলাদা আলাদা হওয়ার কারণে। আমি এই নিবন্ধে মোটামুটি ঢাকা টু সিলেট রোডের এসি নন এসি বাসের ভাড়ার একটি ধারণা দিতে পারি।
ঢাকা টু সিলেট নন-এসি বাসের ভাড়া: ৪০০-৪৭০ টাকা।
ঢাকা টু সিলেট এসি বাসের ভাড়া: ৯০০-১২০০ টাকা।