বিশ্বকাপ ফুটবল

ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি যুক্তরাজ্যে টিভি, অ্যাপ, ওয়েবসাইট, অনলাইন

চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ মুহূর্ত গুলোর সাথে নিজের আবেগ মিশিয়ে একাকার করার আকাঙ্ক্ষায় বসে আছে ফুটবল প্রেমী ভক্তবৃন্দ। আজকের নিবন্ধে আলোচনা করব ফিফা বিশ্বকাপ সরাসরি যুক্তরাজ্য থেকে দেখার উপায় নিয়ে। আপনারা যারা যুক্তরাজ্য থেকে সরাসরি ফিফা বিশ্বকাপের খেলা গুলো উপভোগ করার টিভি চ্যানেল বা মাধ্যম সম্পর্কে জানতে চেয়ে অনুসন্ধান করছিলেন তাদেরকে আজকের নিবন্ধে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে আসা যাক ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি যুক্তরাজ্য থেকে উপভোগ করার মাধ্যম এবং উপায় সম্পর্কে।

ফিফা বিশ্বকাপ ২০২৩

ফুটবল পছন্দ করেন না এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে খুব কমই আছে। আরো যদি সেটি হয় বিশ্বকাপের আসর তাহলে তো কথাই নেই। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর বসেছিল ১৯৩০ সালে। তখন এই ট্রফিটির নাম ছিল জুলে রিমে ট্রফি। প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া বিশ্ব ফুটবলের এই বৃহত্তর আসরের পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় বিশ্বকাপ ফুটবল ট্রফি। এরই ধারাবাহিকতায় এবারে বিশ্বকাপ ফুটবলের ২২ তম আসর অনুষ্ঠিত হতে চলেছে মরুর দেশ কাতারে। কাতারের পাঁচটি ভিন্ন ভিন্ন শহরের মোট আটটি ভেনুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের সবগুলো খেলা। আর এবারের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে ৩২ টি ফুটবল দল। ফুটবল আসরকে কেন্দ্র করে কাতার কর্তৃপক্ষের আয়োজনের কোন কমতি নেই। ফুটবল প্রেমী দর্শকদের মাথাতে সব রকম প্রস্তুতি গ্রহণ করেছে কাতার সরকার। বিগত একুশটি বিশ্বকাপ পর্বের তুলনায় এবারের বিশ্বকাপ পর্বটি তাই হতে চলেছে সম্পূর্ণ ভিন্নধর্মী।

কাতার বিশ্বকাপ ২০২৩ এ অংশগ্রহণকারী দল

বিশ্বকাপের মতো এত বড় এবং জনপ্রিয় একটি আসরে খেলার জন্য প্রয়োজন সেই লেভেলের যোগ্যতা। আর এই যোগ্যতার মাপকাঠি নির্ধারিত হয় বিশ্বকাপ বাছাই পর্বের খেলা গুলোর মাধ্যমে। এবারের বিশ্বকাপে বাছাই পর্বে কোন কোন দল মূল পর্বের খেলার যোগ্যতা অর্জন করল তা নিয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন। আপনাদের জন্যই হাজির হয়ে গেছি আমি। আজকের নিবন্ধে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবল দল গুলোর তালিকা তুলে ধরব। চলুন তাহলে দেখে নেয়া যাক কোন কোন দল থাকছে এবারের বিশ্বকাপের মূল পর্বে-

ফিফা বিশ্বকাপ সরাসরি যুক্তরাজ্যে

সুপ্রিয় ফুটবলপ্রেমী ভাই ও বোনেরা, আজকের নিবন্ধে আলোচনা করব যুক্তরাজ্য থেকে কিভাবে সরাসরি ফিফা বিশ্বকাপ ২০২৩ এর খেলাগুলো উপভোগ করতে পারবেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে যুক্তরাজ্যে টিভি চ্যানেল থেকে সরাসরি, অনলাইনের মাধ্যমে সরাসরি, সাবস্ক্রিবশনের মাধ্যমে সরাসরি এই তিন ভাবে খেলা দেখার সুযোগ থাকছে। চলুন তাহলে জেনে নেয়া যাক সম্পূর্ণ ফ্রিতে কিংবা সাবস্ক্রিপশনের মাধ্যমে কিভাবে কোন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো।

ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি যুক্তরাজ্যে (টিভি)

এবারের বিশ্বকাপের ফুটবল খেলা গুলো সরাসরি যুক্তরাজ্য থেকে দেখার জন্য সম্পূর্ণ ফ্রিতে দেখার সুযোগ করে দিচ্ছে কিছু টিভি চ্যানেল। এ সকল টিভি চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করা যাবে বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো। যে সকল টিভি চ্যানেল দেখাবে খেলা গুলো-

  • Football on Freeview,
  • Football on BBC,
  • Football on ITV,
  • Football on Channel 4,
  • Football on S4C,
  • Football on FreeSports,
  • Football on Pick

ফিফা বিশ্বকাপ সরাসরি যুক্তরাজ্যে (অনলাইনের মাধ্যমে)

কাজের প্রয়োজনে ঘরের বাইরে অবস্থান করলে বিশ্বকাপের খেলা গুলো যাতে কোনোভাবে মিস হয়ে না যায় সেজন্য যুক্তরাজ্যে বিভিন্ন মাধ্যম সরাসরি অনলাইন এর মাধ্যমে বিশ্বকাপের খেলা গুলো দেখানোর ব্যবস্থা করেছে। এ সকল মাধ্যমে আপনারা ফ্রিতে কিংবা সাবস্ক্রিপশন করে সরাসরি খেলা গুলো উপভোগ করতে পারবেন। চলুন তাহলে দেখে আসি কোন কোন মাধ্যমে অনলাইনে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের সবগুলো খেলা-

অনলাইন:

  • Football on YouTube,
  • Football on Facebook,
  • Football on FA Player,
  • Football on Chelsea TV

সাবস্ক্রিপশন:

  • Sky Sports,
  • BT Sports,
  • Amazon Prime,
  • Premiere Sports,
  • Viaplay Sports,
  • LaLiga TV,
  • DAZN,
  • Eurosports,
  • LFCTV,
  • MUTV

আশা করি যুক্তরাজ্য থেকে সরাসরি বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো দেখার মাধ্যম সম্পর্কে জানতে পেরেছেন।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button