বঙ্গবন্ধুর জন্মদিন (১৭ মার্চ) নিয়ে ছন্দ, কবিতা, গান ২০২৩

বঙ্গবন্ধুর জন্মদিন (১৭ মার্চ) নিয়ে ছন্দ, কবিতা, গান ২০২৩। সম্মানিত পাঠক, এই নিবন্ধে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ, কবিতা, গান সহ বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ, কবিতা, গান অনলাইনে অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধে আপনাকে স্বাগত জানাচ্ছি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতা যুদ্ধের মহান নায়ক। তাই এই লোকটিকে বাংলাদেশের ইতিহাসে কোনদিনও মানুষ ভুলবে না। কবি বলেছেন,
বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ ২০২৩
***জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামে বঙ্গবন্ধুকে নিয়ে সুন্দর সুন্দর ছন্দ আবৃত্তি করতে পারবেন। সেরকমই কিছু ছন্দ আজকের এই নিবন্ধে আমরা যুক্ত করেছে। বঙ্গবন্ধুকে নিয়ে এই ছন্দ গুলো আপনি এক নজরে দেখে নিতে পারেন।
***এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়।
**আমাদের চাষীরা হল সবচেয়ে দুঃখী ও নির্যাতিত শ্রেণী এবং তাদের অবস্থার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে।
**যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।
***যতকাল রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ অশ্রুগঙ্গা
রক্তগঙ্গা বহমান
তবু নাই ভয় হবে হবে জয়।
জয় মুজিবুর রহমান॥
***সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,
রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
***অ্যাগামেননের কবরে শায়িত আজ
আড়ালে বিলাপ করি একা
আমার সকল স্বপ্নেও তুমি
নিষিদ্ধ আজ
তোমার দুহিতা এ কী গুরুভার বয়।
***এই বাংলার আকাশ-বাতাস, সাগর-গিরি ও নদী
ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি
হেরিতে এখনও মানবহৃদয়ে তোমার আসন পাতা
এখনও মানুষ স্মরিছে তোমারে, মাতা-পিতা-বোন-ভ্রাতা।
***এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান?
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান;
তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথচলি-
চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি।
বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশের বিখ্যাত কবি সাহিত্যিকগণ বিখ্যাত বিখ্যাত কবিতা লিখেছেন। সেই সকল কবিতা আজকের এই নিবন্ধে আমরা আপনাদের জন্য লিপিবদ্ধ করেছি। আপনি খুব সহজে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা গুলো দেখে নিতে পারবেন।
শোকের দিনে
সুফিয়ান আহমদ চৌধুরী
শ্যামলের দেশে গায় পাখি
শোকে গায় গান,
ঘরে ঘরে বয় শোক বান
হাসি খুশি ম্লান।
ভাসে প্রিয় ছবি শোক দিনে
মনে পড়ে কী যে,
বঙ্গবন্ধু নেই শোকে দেশ
চোখ জলে ভিজে।
জালিমেরা কাড়ে সুখ সব
দুখে নামে কান্না,
ভালোবাসা নেয় কেড়ে আহা
কাড়ে মুক্তো পান্না।
কোটি কোটি প্রাণে গাঁথা আছে
ফুলে ফুলে বুঝি,
আগস্টের এই দিনে সবখানে
ভালোবাসা খুঁজি।
বঙ্গবন্ধু অন্তরতে
ঠাঁই চিরদিন খাঁটি,
ভেজা রক্তে তাঁর দেশ
বাঙালির ঘাঁটি।
মুজিব
মজনু মিয়া
তুমি ছিলে তুমি রবে
শেখ মুজিবুর রহমান,
তোমার কৃতি তোমার স্মৃতি
চিরদিনি বহমান।
আগস্ট এলে শোকের দু’চোখ
ব্যথার জলে যায় ভরে,
তোমার গড়া বাংলাদেশে
শোক পতাকায় জল ধরে।
অমর অবিস্মরণীয়
জাতীয় নেতা তুমি,
বিশ্ব মাঝে উজ্জ্বল তুমি
উজ্জ্বল এই জন্মভূমি।
“নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড়ো
করে যদি তাঁর পুত্রসম বিশ্বাসভাজন
জাতির জনক যিনি অতর্কিতে তাঁরেই নিধন।
নিধন সবংশে হলে সেই পাপ আরো গুরুতর।”
———অন্নদাশঙ্কর রায়
‘দিকে দিকে আজ অশ্রম্নুগঙ্গা
রক্তগঙ্গা বহমান
নাই নাই ভয় হবে হবে জয়
জয় মুজিবুর রহমান।’
———অন্নদাশঙ্কর রায়
বঙ্গবন্ধুকে নিয়ে গান ২০২৩
***যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই
তবে বিশ্ব পেত এক মহান নেতা
আমরা পেতে খুঁজে জাতির পিতা ।
.
গীতিকার ও সুরকার : হাসান মতিউর রহমান
শিল্পী : সাবিনা ইয়াসমিন
।
*** ‘শোনো একটি মুজিবরের থেকে/
লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি/
আকাশে বাতাসে উঠে রণি।/
বাংলাদেশ আমার বাংলাদেশ।’
.
গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : অংশুমান রায়
** ‘যতকাল রবে পদ্মা-মেঘনা-গৌরী যমুনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’
দিকে দিকে আজ অশ্রুগঙ্গা – রক্তগঙ্গা বহমান
নাই নাই ভয় হবে হবে জয়- জয় মুজিবুর রহমান
—–অন্নদাশঙ্কর রায় । প্রথম কবি, যিনি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন।