স্টাটাস

শৈশব নিয়ে পোস্ট, উক্তি, স্ট্যাটাস, ফেসবুক ক্যাপশন, ছন্দ, কিছু কথা

Rate this post

আমরা বর্তমান আমাদের জীবনের সবথেকে যে সময়টি বেশি মিস করে থাকি সেটি হল শৈশব । আমরা সারা জীবন চেষ্টা করি শৈশবে ফিরে যাওয়ার। শৈশবের দিনগুলোকে ভীষণভাবে মনে পড়ে। আজকের এই অনুচ্ছেদে শৈশব নিয়ে পোস্ট, ছোটবেলা নিয়ে উক্তি, শৈশবের স্মৃতিচারণ, ছোটবেলা নিয়ে ফেসবুক ক্যাপশন, ছোটবেলা নিয়ে ছন্দ এবং শৈশব নিয়ে কিছু কথা আলোচনা করব। তাই আপনারা যারা শৈশবে দিনগুলো খুব মিস করে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে চান তাদের এই অনুচ্ছেদে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা এই অনুচ্ছেদে শৈশবের বা ছোটবেলার কিছু পোস্ট এবং স্ট্যাটাস দেখে আসি।

জীবনে যে সময়টি সবথেকে ভীষণভাবে উপভোগ করা যায় সেই সময়টি হল শৈশব। এই সময়টিতে কোনরকম যন্ত্রণা প্যারা থাকে না। সারাদিন খেলাধুলা বন্ধু বান্ধবের সাথে টই টই করে ঘুরে বেড়ানো এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়া এবং খুব সকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে খেলতে যাওয়া এটাই ছিল আমাদের শৈশব। শুধু আমাদের না ৯০ দশক হতে শুরু করে দুই হাজার কিংবা তার পরবর্তী যে সকল ছেলেমেয়েরা এসেছিল তারা সবাই এরকম শৈশবে বড় হয়েছে। তাই শৈশবের জীবনটিতে যে কেউ যেকোনো বয়সে ফিরে যেতে চাইবে। প্রকৃত চিরন্তন নিয়মে শৈশবে ফিরে যাওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু শৈশবের স্মৃতিচারণ করে বা ছোটবেলার কথা মনে করে জীবনের বাকিটি সময় কেটে দেওয়া সম্ভব। আসুন আমরা ছোটবেলা নিয়ে কিছু পোস্ট এই অনুচ্ছেদে দেখে আসব।

ছোটবেলা নিয়ে ফেসবুক পোস্ট

ছোটবেলায় আমাদের সময় টি কেটে ছিল মায়ের সাথে বাবার সাথে এবং বাকি সময়টি কেটেছে সহপাঠী এবং খেলার বন্ধুদের সাথে। কোন রকমে মায়ের পিটানি বকুনি খেয়ে স্কুলে যাওয়া। স্কুল থেকে ফিরে এসে স্কুল ব্যাগ ছুড়ে ফেলে একটু খাওয়া দাওয়া করে সোজা ছুটে চলা মাঠে। সেই বিকেল চারটা থেকে সন্ধ্যা না হওয়া অবধি মাঠে খেলাধুলা শেষে বাসায় ফেরা। বাসায় ফিরে হাতমুখ ধোয়ার পরে রাজ্যের ঘুম এসে চোখে বাঁধ নামে। কোনরকমেই বাড়ির কাজ শেষ করে ঘুমিয়ে পড়া। খুব সকালে ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করার পর আবার মায়ের বকুনি পিটানি খেয়ে স্কুলে যাওয়া। এভাবেই আমাদের ছোটবেলা কেটেছিল। সেই স্মৃতিচারণ করে নিচে কিছু ফেসবুক পোস্ট শেয়ার করছি।

  • শৈশব আজ ফেলেছি হারিয়ে
    দিনগুলো আর নেই
    মনের কোণে আজও পড়ে আছে
    ছোট ছোট স্মৃতি সেই ।
    কোথায় যেন হারিয়ে গেছে
    হাসিখুশি আর খেলা
    চাইলেও ফিরে পাব না যে আর
    পুরোনো সেই ছেলেবেলা।
ছোটবেলা নিয়ে ফেসবুক পোস্ট
ছোটবেলা নিয়ে ফেসবুক পোস্ট
  • একা একা পথ চলা,
    একা একা কথা বলা-
    হাজার মানুষের ভীড়ে মিশে
    ভোরের কোলাহল ঘুমের শেষে,
    দু’চোখ আজো খুঁজে ফেরে
    ফেলে আসা ছেলেবেলা।
  • ছোটবেলা যেন কানে কানে আজ চুপিসারে এসে বলে,
    “বড় হতে চেয়েছিলিস না!! “
    মিটেছে স্বাদ তবে ?
    দেখ,এখন কেমন লাগে!
  • ছোটবেলাকার সবচেয়ে বড় অপমান !
    “তুই তো খেলতে পারিস না, যা তুই দুধভাত!”
    আজও তাই বাজে কানে কানে
    মনে মনে হাসি শুধু,
    বুঝি আজ ছোটবেলাটার মানে!
  • জীবনের সব ঋতুর মধ্যে সবথেকে আনন্দদায়ক হল ছেলেবেলার মরশুম ।
  • ছেলেবেলাকার বন্ধুত্ব সবথেকে সুখময় একটি স্মৃতি যা কখনো ভোলা যায় না; তা অটুট থাকে ভালোবাসা ও বিশ্বাসের বন্ধনে।
  • নিজের ছেলেবেলার গল্প শোনার থেকে আনন্দদায়ক আর কিছু হতে পারে না ।
  • চু কিতকিত, কুমিরডাঙ্গা ,ধরাধরি আর লুকোচুরি
    এ সব ছিল রোজনামচা খেলতাম গিয়ে বাড়ি বাড়ি
    এখনো করে খেলতে যেতে ,ঘড়িতে বাজলে বিকেল চারটে,
    সেই জোর আজ পাই না পায়ে, চোখেও পড়েছে কিছুটা মর্চে।
  • ছেলেবেলা কবে হারিয়ে গেল
    বড় হয়ে ওঠার ফাঁকে,
    আজও কি কেউ বিকেল হলে
    ‘খেলবি’ বলে ডাকে?
  • বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার সেই গান, “বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান “।
  • স্বপ্নের মতন ছেলেবেলা মোর
    আসবে কি আর কখনো ফিরে?
    হৃদয় ছিল কবিতা মাখানো
    ভালোবাসা ছিল জীবন ঘিরে।

শৈশবের ফেসবুক ক্যাপশন

শৈশব সকলের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। শৈশব পার হয়ে আমরাও যৌবনের উত্তীর্ণ হয়েছে। জীবনে অনেকগুলো ধাপ পেরিয়ে এসে আজকের এই অবস্থায় পৌঁছাতে পেরেছি আমরা। এখন যদি আমরা বসে কোন কিছু রিয়ালাইজ করি তাহলে আমাদের জীবনের সবথেকে মধুর এবং সুন্দর সময় ছিল শৈশব। এই সময় আমাদের কোন রকম বাজে চিন্তা ভাবনা ছিলনা শুধু একটাই চিন্তা ছিল সারাদিন কিভাবে খেলাধুলা করা যায় এবং তৈরি করে ঘুরে বেড়ানো যায়। তাই এই মধুর সময়টিকে স্মৃতি স্মরণ করে কিছু ফেসবুক ক্যাপশন আজকের এই অনুষ্ঠানের শেয়ার করব।

  • যেখানে শুধু মজা আর মজা,
    দুঃখ, কষ্ট, চিন্তাভাবনা কিছুই নাই ॥
  • ছেলেবেলার অপর নাম সরলতা।
  • সপ্নকে বাস্তবে রূপ দিতে সব থেকে দরকারী; একটি সুন্দর এবং কৌতূহলী শৈশবের।
  • জীবনের সব ঋতুর মধ্যে সবথেকে আনন্দদায়ক হল ছেলেবেলার মরশুম ।
  • নিজের ছেলেবেলার গল্প শোনার থেকে আনন্দদায়ক আর কিছু হতে পারে না ।
  • দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না,
    রইল না ,সেই যে আমার ছেলেবেলার
    নানা রঙের দিনগুলি।

শৈশবের উক্তি

শৈশব যেকোনো বয়সী মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে প্রতিফলিত হয়। পৃথিবীর বিখ্যাত মনীষীগণের জীবন পর্যালোচনা করলে দেখা যায় তাদের শৈশব কতটুকু মধুর এবং স্মৃতিচারণ মূলক ছিল। তাই তারা শৈশব নিয়ে বেশ কিছু উক্তি প্রদান করে গেছেন। আসুন আমরা সেই সকল উক্তি এক নজরে দেখে আসি।

  • ছোটদের আজ সময় কাটে হাতে হাতে ইন্টারনেটে,
    আগে যা কাটতি দৌড়ে ,লাফিয়ে, পায়ে পায়ে খেলার মাঠে।
  • ছেলেবেলার অপর নাম সরলতা।
  • ভুল করার সময়ই হল ছেলেবেলা ;যেখানে মানুষ ভুল করে শেখার জন্য।
  • সপ্নকে বাস্তবে রূপ দিতে সব থেকে দরকারী; একটি সুন্দর এবং কৌতূহলী শৈশবের।
  • একবার যদি আবার করে ফিরে পেতাম ছোটবেলা,
    কে আর চাইতো সহন করতে বড় হওয়ার এই জালা!
  • নিজের ছেলেবেলার গল্প শোনার থেকে আনন্দদায়ক আর কিছু হতে পারে না ।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।
Back to top button