আইপিএলস্পোর্টস

আইপিএল ২০২৩ রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (RCB) দলের স্কোয়াড, কোচ, মালিক

আইপিএল নিলাম শেষে এখন দেখের পালা কোন ফ্র্যাঞ্চাইজি কিরকম দল গঠন করল। সম্মানিত পাঠক, আজকের এই নিবন্ধে আমরা রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ২০২৩ আইপিএলে স্কোয়ারড নিয়ে আলোচনা করব। রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু স্মরণকালের সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছে। নিলামের আগে থেকে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিরাট কোহলি এবং ম্যাক্সওয়েল কে ধরে রেখেছিল। অপরদিকে 8 কোটি রুপিতে মোহাম্মদ সিরাজকে রিটার্ন করে আরসিবি। ২০২৩ নিলামে আরসিবি আরো ১৯ জন খেলোয়াড় কিনেছে। তাই আইপিএল ২০২৩ এর আরসিবির মূল স্কোয়াড কেমন হলো আমরা আলোচনা করব।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যারা এখনও তাদের প্রথম আইপিএল ট্রফি তোলার জন্য অপেক্ষা করছে তাদের একটি শক্তিশালী দল গড়ার দিকে মনোনিবেশ করা দরকার কারণ দলটি আইপিএল ২০২৩ থেকে একজন নতুন অধিনায়কের অধীনে খেলবে।

বিরাট কোহলি আইপিএল 2013 থেকে RCB-এর নেতৃত্বে RCB অধিনায়ক হিসাবে 140 টি ম্যাচ খেলেছেন এবং 48.52% জয়ের হার সহ 66 টি ম্যাচ জিতেছেন।

রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (RCB) দলের স্কোয়াড ২০২৩

রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 3 জন খেলোয়াড়কে হাতে রেখে তাদের নিলাম শুরু করে। নিলাম শেষে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আরো 19 জন খেলোয়াড়কে কেনে। সর্বমোট 22 জন খেলোয়াড় নিয়ে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ২০২৩ আইপিএল শুরু করবে। এখন আমরা দেখে নেবো রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কিরকম দল গঠন করল।

ব্যাটার

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, ফিন অ্যালেন

উইকেট কিপার ব্যাটার

দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, লুভনিথ সিসোদিয়া

অলরাউন্ডার

গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, অনীশ্বর গৌতম, ডেভিড উইলি, হর্ষল পটেল, ওয়ানিনদু হাসারাঙ্গা, মাহিপল লোমহর, শেফরান রাদারফোর্ড, শুয়াস প্রভুদেশাই

বোলার

আকাশ দীপ, জেসন বেহেরনডর্ফ, করণ শর্মা, জশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কৌল,  চামা মিলিন্দ, মহম্মদ সিরাজ

প্লেয়ারভূমিকা
নিলাম মূল্য
বিরাট কোহলিব্যাটসম্যান
INR 15 CR (রক্ষিত)
গ্লেন ম্যাক্সওয়েলসবদিকে দক্ষ
INR 11 CR (রক্ষিত)
মোহাম্মদ সিরাজবোলার
INR 7 CR (রক্ষিত)
ফাফ ডু প্লেসিসব্যাটসম্যান
INR 7 কোটি
হর্ষল প্যাটেলসবদিকে দক্ষ
10.75 কোটি টাকা
ওয়ানিন্দু হাসরাঙ্গাসবদিকে দক্ষ
10.75 কোটি টাকা
দীনেশ কার্তিকWK-ব্যাটসম্যান
5.50 কোটি টাকা
জোশ হ্যাজেলউডবোলার
INR 7.75 কোটি
শাহবাজ আহমাদসবদিকে দক্ষ
INR 2.40 কোটি
অনুজ রাওয়াতWK-ব্যাটসম্যান
INR 3.40 কোটি
আকাশ দীপবোলার
INR 20 লক্ষ
মহিপাল লোমররসবদিকে দক্ষ
INR 95 লাখ
ফিন অ্যালেনWK-ব্যাটসম্যান
INR 80 লাখ
শেরফেন রাদারফোর্ডসবদিকে দক্ষ
1 কোটি টাকা
জেসন বেহরেনডর্ফবোলার
INR 75 লাখ
সুয়শ প্রভুদেসাইব্যাটসম্যান
INR 30 লক্ষ
অনীশ্বর গৌতমসবদিকে দক্ষ
INR 20 লক্ষ
কর্ণ শর্মাবোলার
INR 50 লাখ
ডেভিড উইলিসবদিকে দক্ষ
INR 2 কোটি
লুব্নিথ সিসোদিয়াWK-ব্যাটসম্যান
INR 20 লক্ষ
সিদ্ধার্থ কাউলবোলার
INR 75 লাখ
ছামা মিলিন্দবোলার
INR 25 লাখ
ড্যানিয়েল ভেট্টোরি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (RCB) দলের লোগো ২০২৩

প্রত্যেকটি দলের সংক্ষিপ্ত পরিচয় বহন করে সেই দলের লোগো। রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এর লোগো তুলে ধরা হলো।

রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (RCB) দলের লোগো ২০২৩
রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (RCB) দলের লোগো ২০২৩

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button