টিপস

জিপি ই সিম (GP eSIM) কবে থেকে পাওয়া যাবে?

সম্মানিত পাঠক, আপনারা হয়তো অনেকেই জেনেছেন বাংলাদেশের বাজারে খুব তাড়াতাড়ি ই জিপি সিম চলে আসতেছে। তাই আজকের এই নিবন্ধে আমরা ই জিপি সিম কবে আসবে কোথায় পাওয়া যাবে এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি ই জিপি সিম ক্রয় করতে চান তাহলে এই নিবন্ধে আপনাকে স্বাগতম।

বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি সব সময় দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বর্তমানে গ্রামীণফোন ই জিপি সিম চালু করতে যাচ্ছে। তাই আপনিও আপনার ডিভাইসে ই জিপি সিম ইনস্টল করে নিতে পারবেন।

জিপি ই সিম কবে থেকে পাওয়া যাবে?

আপনারা যারা এতদিন অধীর আগ্রহে জিপি ই সিমের জন্য অপেক্ষা করে এসেছেন তাদের জন্য আমি সুখবর নিয়ে এসেছি। আগামী 7 ই মার্চ বাংলাদেশের বাজারে গ্রামীণফোন নিয়ে এসেছে আসবে জিপি ই সিম। 7 এই মার্চ থেকে বাংলাদেশের সকল প্রান্ত থেকে আপনি জিপি সিম গ্রহণ করতে পারবেন। জিপি সিম গ্রহণ করার জন্য গ্রামীণফোনের জিপি অনলাইন শপ ও নির্দিষ্ট গ্রামীণফোন সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে।

ই-সিম অ্যাক্টিভেট করার প্রক্রিয়া কী?

7 ই মার্চের আপনি আপনার নিকটস্থ গ্রামীণফোন কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করলে জিপি ই সিম গ্রহণ করতে পারবেন। আপনার সিমটি গ্রহণ করার পর নিম্নলিখিত কাজগুলো সম্পাদন করলেই খুব সহজেই জিপি ই সিম আপনার ফোনে ইন্সটল হয়ে থাকবে। এবং আপনি খুব সহজেই জিপি ই সিম এর সুযোগ সুবিধা গুলো উপভোগ করতে পারবেন।

  • পছন্দ অনুযায়ী একটা প্ল্যান বেছে নিন
  • আপনার মোবাইল নম্বরটি বেছে নিন
  • বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন করুন
  • আপনার হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন
  • সিম কিটে দেওয়া QR কোডটি স্ক্যান করুন
  • আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন

List of eSIM Supported Handsets

Apple

  1. iPhone 13, 13 Pro, 13 Pro Max, 13 Mini
  2. iPhone 12, 12 Pro, 12 Pro Max, 12 Mini
  3. iPhone SE
  4. iPhone 11, 11 Pro, 11 Pro Max
  5. iPhone XS, XS Max
  6. iPhone XR
  7. iPad Pro 12.9‑inch (4th generation)
  8. iPad Pro 12.9‑inch (3rd generation)
  9. iPad Pro 11‑inch (2nd generation)
  10. iPad Pro 11‑inch (1st generation)
  11. iPad Air (4th generation)
  12. iPad Air (3rd generation)
  13. iPad (8th generation)
  14. iPad (7th generation)
  15. iPad mini (5th generation)

Samsung

  1. Samsung Galaxy S22 5G, Ultra 5G, S22+ *(official version will support eSIM by April 01, ২০২৩)
  2. Samsung Fold LTE model
  3. Samsung Galaxy Z Fold3 5G
  4. Samsung Galaxy Z Flip 5G
  5. Samsung Galaxy Z Flip
  6. Samsung Galaxy Z Fold2 5G
  7. Samsung Galaxy Fold
  8. Samsung Galaxy S21+ 5G *(coming soon)
  9. Samsung Galaxy S21 Ultra 5G *(coming soon)
  10. Samsung Galaxy Note 20 FE 5G *(coming soon)
  11. Samsung Galaxy Note 20 FE *(coming soon)
  12. Samsung Galaxy Note 20, 20+, 20 Ultra, Ultra 5G *(coming soon)
  13. Samsung Galaxy S20, S20+, S20 Ultra *(coming soon)

Google Pixel

  1. Google Pixel 6 Pro
  2. Google Pixel 6
  3. Google Pixel 5a 5G
  4. Google Pixel 5
  5. Google Pixel 4a
  6. Google Pixel 4
  7. Google Pixel 3 & 3XL (Limited support)
  8. Google Pixel 2

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button