![রংপুর টু ঢাকা স্লিপার কোচ, টিকেট মূল্য, সময়সূচী, কাউন্টার নাম্বার, ঠিকানা](/wp-content/uploads/2022/02/রংপুর-টু-ঢাকা-স্লিপার-কোচ-টিকেট-মূল্য-সময়সূচী-কাউন্টার-নাম্বার-ঠিকানা-780x470.png)
সম্মানিত পাঠক, আজকের এই নিবন্ধে আমি আপনাদের অত্যন্ত আনন্দের একটি সংবাদ দিতে যাচ্ছি। রংপুর টু ঢাকা এবং ঢাকা টু রংপুর স্লিপার কোচ সার্ভিস চালু হয়েছে। অর্থাৎ আপনি ঢাকা থেকে রংপুর অথবা রংপুর থেকে ঢাকা রুটে স্লিপার বাসে ভ্রমণ করতে পারবেন। এই রুটে মূলত শাহ আলী পরিবহন সর্বপ্রথম এই স্লিপার কোচ চালু করল। আজকের এই নিবন্ধে আমরা শাহ আলী পরিবহন স্লিপার কোচ টিকেট মূল্য কাউন্টার নাম্বার অগ্রিম টিকিট বুকিং সিস্টেম সহ বিস্তারিত তথ্য তুলে ধরব। আপনি যদি রংপুর টু ঢাকা রোডের স্লিপার কোচ অনলাইনে অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধ আপনাকে স্বাগতম।
শাহ আলী পরিবহন
উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার মধ্যে চলাচল কারী একটি বাস পরিবহন কম্পানি। জনপ্রিয় এই কোম্পানি উত্তরের বিভাগরংপুর এবং রংপুর জেলা লালমনিরহাট বুড়িমারী নিয়মিতভাবে এসি নন এসি বাস সার্ভিস দিয়ে থাকে। জনপ্রিয় এই কোম্পানিটি বর্তমানে রংপুর টু ঢাকা রুটে নিয়মিতভাবে স্লিপার কোচ সার্ভিস চালু করেছে। তাই আপনি যদি রংপুর টু ঢাকা রুটে স্লিপার কোচ করে ভ্রমণ করতে চান তাহলে এই নিবন্ধ থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করে নিতে পারেন।
শাহ আলী পরিবহন এর টিকেট মূল্য
শাহ আলী পরিবহন সম্পূর্ণ নতুন একটি বাস সার্ভিস দিতে চাচ্ছে। এরই ধারাবাহিকতায় শাহ আলী পরিবহন স্লিপার কোচ সার্ভিস ঢাকা টু রংপুর কে চালু করেছে। এই রুটে ভ্রমণ করতে হলে প্রতিটি যাত্রীকে ১৮০০ টাকা ভাড়া প্রদান করতে হবে। বর্তমান অফার মূল্য ১৬০০ টাকা ।
শাহ আলী পরিবহন এর যোগাযোগ নাম্বার ও ঠিকানা
শাহ আলী পরিবহন জেলা ভিত্তিক সকল কাউন্টার লোকেশন ও যোগাযোগ নাম্বার আমরা এই নিবন্ধে যাত্রীদের জন্য সংযুক্ত করেছি. যদি কোনো যাত্রী নিকটস্থ কাউন্টার খুঁজে পাওয়ার জন্য প্রয়োজন হয় বা টিকিট বুক করার জন্য যোগাযোগ নাম্বার এর প্রয়োজন হয় তাহলে আমাদের এই নিবন্ধ থেকে সহজে সমাধান করতে পারবেন ।
ঢাকা জেলার কাউন্টার সমূহ
মহাখালী বাস টার্মিনাল কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01755-673702.
লালমনিরহাট জেলার কাউন্টার সমূহ
- এয়ারপোর্ট রোড বাস কাউন্টার, সার্কিট হাউজ সংগলগ্ন, লালমনিরহাট জেলা শহর, ফোনঃ 01711-034177, 01839-917773.
- বুড়িমারী জিরো পয়েন্ট বাস কাউন্টার, পাটগ্রাম, লালমনিরহাট জেলা, ফোনঃ 01717-756999.
- আদিতমারি বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01719-245393.
- তুষভান্ডার বাস ষ্টেশন কাউন্টার, কালীগঞ্জ, লালমনিরহাট জেলা, ফোনঃ 01720-599018.
- হাতীবান্ধা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-077108.
- বড়খাতা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01773-312916.
- বাউরা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-194592.
- পাটগ্রাম পৌরসভা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-501954.
স্লিপার কোচ ব্যবহারে যাত্রীদের নিয়মাবলী
- অবশ্যই মাস্ক পরিধান করতে হবে,
- অবশ্যই হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে,
- অবশ্যই গাড়ির অভ্যন্তরে কফ্-থুথু ফেলা থেকে বিরত থাকতে হবে।
- অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
- ফোন করে টিকিট বুকিং করতে হবে।
- বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে টিকিট ক্রয় করতে হবে।
- অসুস্থ ব্যক্তিকে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে।
- গাড়ি ছাড়ার নির্ধারিত সময়ের আগে টিকিট সংগ্রহ করে শরীরের তাপমাত্রা নির্ণয় করে গাড়িতে প্রবেশ করতে হবে।
- কাউন্টারে অবস্থানের সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
- ) অবশ্যই হ্যান্ডশেক এবং কোলাকুলি করা থেকে বিরত থাকতে হবে।
- গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
- যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
- যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
- যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
- ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে
- অপরিচিত কোন কারো কাছ থেকে কোন প্রকার খাবার খাওয়া যাবেনা