বিশ্বকাপ ফুটবল

কাতার বিশ্বকাপ রাউন্ড ১৬ দলের তালিকা, খেলার সময়সূচী, ফিক্সচার ডাউনলোড

কাতার বিশ্বকাপ ২০২৩ প্রতিমুহূর্তে নতুন নতুন ইতিহাস রচনা করে চলেছে। এবারের বিশ্বকাপে দেখা গেছে বেশ কিছু অঘটন ঘটতে যেখানে তুলনামূলক দুর্বল দলগুলো একাধিক শক্তিশালী দলকে পরাজিত করেছে। গ্রুপ পর্বের খেলা শেষে রাউন্ড ১৬ তে কোন কোন দল জায়গা পাচ্ছে এ নিয়ে আজকের নিবন্ধ। সম্পূর্ণ নিবন্ধনটিতে উপস্থাপন করা হবে কাতার বিশ্বকাপ ২০২৩ রাউন্ড ১৬ দলের তালিকা, সময়সূচী এবং ফিক্সচারের পিডিএফ ফাইল ডাউনলোড করার উপায় নিয়ে। তাই কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্ব তথা শেষ 16 ই কোন কোন দল জায়গা পাচ্ছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে সম্পূর্ণ নিবন্ধ জুড়ে আমাদের সাথেই থাকুন।

কাতার বিশ্বকাপ ২০২৩ রাউন্ড ১৬

এবারের বিশ্বকাপে ৩২ টি দল অংশগ্রহণ করেছিল যারা প্রত্যেকে তিনটি করে খেলার মাধ্যমে প্রতিটি গ্রুপ থেকে দুটি দল পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ শেষ হলো পর্বে যে সকল দল জায়গা করে নিতে সক্ষম হলেও তাদের তালিকা এবং কে কোন দলের বিপক্ষে রাউন্ড সিক্সটিন এ খেলতে নামবে এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে আজকের নিবন্ধ।

কাতার বিশ্বকাপ রাউন্ড ১৬ দলের তালিকা

মরুভূমির প্রথম বিশ্বকাপ কাতারের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। সর্বমোট 32 টি দল থেকে ১৬ টি দল পরবর্তী পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং বাকি 16 টি দল খেলার যোগ্যতা হারিয়ে ফেলেছে। গ্রুপ পারবে খেলা শেষে কারো কারো মুখে ফুটেছে হাসি কেউবা কেঁদেছে বিদায়ের কান্না। চলুন দেখে নেই কোন কোন দল মাতাবেন বিশ্বকাপ ফুটবলের রাউন্ড ১৬ পর্বে-

  1. নেদারল্যান্ডস
  2. মার্কিন যুক্তরাষ্ট্র
  3. আর্জেন্টিনা
  4. অস্ট্রেলিয়া
  5. ফ্রান্স
  6. পোল্যান্ড
  7. ইংল্যান্ড
  8. সেনেগাল
  9. জাপান
  10. ক্রোয়েশিয়া
  11. ব্রাজিল
  12. দক্ষিণ কোরিয়া
  13. মরক্কো
  14. স্পেন
  15. পর্তুগাল
  16. সুইজারল্যান্ড।

কাতার বিশ্বকাপ ২০২৩ রাউন্ড ১৬ সময়সূচী

গ্রুপ পর্বে জয় লাভ করে রাউন্ড ১৬ তে জায়গা করে নেয়া দলগুলো তাদের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হয়েছে। দ্বিতীয় পর্বে এই সফল দল একটি করে নকআউট খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। যে সকল দল জয়লাভ করবে তারা সরাসরি পরবর্তী পর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে অপরদিকে যে দলগুলো হেরে যাবে তারা এই পর্ব থেকে বিদায় নেবে। গ্রুপ করবে রে ব্যর্থতা ভুলে রাউন্ড অফ ১৬ তে ভালো ফলাফল অর্জন করতে পারলে তবেই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা যাবে এই সূত্র মাথায় রেখে ১৬ টি দল মাঠে নামবে আজ থেকে। চলুন দেখে আসি রাউন্ড অফ ১৬ তে কোন কোন দল কার সাথে খেলবে এবং খেলা গুলো কবে অনুষ্ঠিত হবে-

DateMatchTime
December 3Netherlands vs USA09:00 pm
December 4Argentina vs Australia01:00 am
December 4France vs Poland09:00 pm
December 5England vs Senegal01:00 am
December 5Japan vs Croatia09:00 pm
December 6Brazil vs South Korea01:00 am
December 6Morocco vs Spain09:00 pm
December 7Portugal vs Switzerland01:00 am

কাতার বিশ্বকাপ রাউন্ড ১৬ ফিক্সচার পিডিএফ ডাউনলোড

বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্ব শেষে জমে উঠেছে শেষ হলো পর্বের উত্তেজনা। একাধিক ভালো ফুটবল দল যেমন বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকে ঠিক তেমনি একাধিক দুর্বল ফুটবল দল জায়গা করে নিতে সক্ষম হয়েছে পরবর্তী পর্বে। ছোটখাটো যে সকল দল দ্বিতীয় পর্বে অর্থাৎ রাউন্ড অফ ১৬ তে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা এসকল ফুটবল দল রাউন্ড অফ ১৬ তে কতটুকু নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন কে নিয়ে চলছে নানান তর্কবিতর্ক চলছে কথার ফুলঝুরি। বিশ্ববাসী তাকিয়ে রয়েছে কাতার বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ রাউন্ড অফ ১৬ খেলা গুলো উপভোগ করতে। তাইতো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কাতার বিশ্বকাপ ২০২৩ রাউন্ড ১৬ দলের ফিক্সচার নিয়ে এবং আপনাদের সুবিধার্থে ফিকচারের পিডিএফ ফাইল তুলে ধরলাম যাতে করে আপনারা সহজেই ডাউনলোড করে আপনাদের ফোনে সেভ করে রাখতে পারেন।

পিডিএফ ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই তৈরি হচ্ছে নানান বিতর্ক, রচিত হচ্ছে বিভিন্ন ইতিহাস। তুলনামূলক ছোট দলগুলোর ভালো পারফরম্যান্স এবং বড় দল গুলোর হেরে যাওয়া তৈরি করেছে অন্যরকম বাড়তি উত্তেজনা। বিশ্বকাপের দ্বিতীয় পর্ব অর্থাৎ রাউন্ড অফ ষোলতে কোন কোন দল জায়গা পেল এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। আশা করি নিবন্ধটি থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন। শেষ ষোল পর্বের খেলা গুলো উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button