মরক্কো বনাম স্পেন সরাসরি আজকের খেলা বিশ্বকাপ ফুটবল ২০২৪ অ্যাপ, অনলাইন
কাতারের ২২ তম বিশ্বকাপের শিরোপা লড়াইয়ের দৌড় চলছে তুমুল গতিতে। গ্রুপের খেলা শেষে শুরু হয়ে গেছে রাউন্ড অফ ১৬ পর্বের খেলা। শেষ ১৬ র সপ্তম খেলায় আজকে মুখোমুখি হবে মরক্কো বনাম স্পেন। তাইতো মরক্কো বনাম স্পেন সরাসরি আজকের খেলাটি উপভোগ করার মাধ্যম, উপায়, সময় এবং দুই দলের পরিসংখ্যান নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করতে যাচ্ছি। আপনি যদি মরক্কো বনাম স্পেনের আজকের খেলাটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাহলে আমার নিবন্ধে আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ নিবন্ধটি পাঠ করলে আশা করা যায় মরক্কো বনাম স্পেনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের রাউন্ড অফ ১৬ পর্বের আজকের খেলাটি সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য ও উপাত্ত জানতে পারবেন। তবে এজন্য সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করতে হবে।
মরক্কো বনাম স্পেন সরাসরি আজকের খেলা
কাতার বিশ্বকাপের মঞ্চে অঘটন ঘটিয়ে রাউন্ড অফ ১৬ পর্বে জায়গা করে নেয়া দলের মধ্যে অন্যতম একটি হলো মরক্কো ফুটবল দল যারা শক্তির দিক দিয়ে তুলনামূলক দুর্বল হলেও গ্রুপ পর্বে নিজেদের সামর্থের প্রমাণ দিয়েই গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। অপরদিকে বিশ্বকাপ জয়ী স্পেন ফুটবল দল নিজেদের শক্তি সামর্থের প্রমাণ দিয়ে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষ হলো পড়বে আজকে সপ্তম ম্যাচে মরক্কো বনাম স্পেন পরস্পর মোকাবেলা করবে। দুই দলের লড়াই দেখার জন্য ফুটবলপ্রেমিগনের চোখ তাই আজকে খেলাটির দিকে।
মরক্কো বনাম স্পেন মুখোমুখি পরিসংখ্যান
বিশ্বকাপ এবং অন্যান্য প্রীতি ম্যাচ মিলিয়ে মরক্কো বনাম স্পেন মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে মাত্র তিন বার। তিনটি ম্যাচে ই অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ মঞ্চের মূল পর্বে। তিনবারের মধ্যে দুইটিতেই স্পেন জয়লাভ করেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে অপরদিকে মরক্কো কখনোই স্পেনের সাথে জয়লাভ করার গৌরব অর্জন করতে পারেনি। আজকে মরক্কো বনাম স্পেন চতুর্থ বারের মতো পরস্পর পরস্পরের মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করছে। বিশ্বকাপের নকআউট পর্বে আজকের খেলায় কোন দল জয়লাভ করে পরবর্তী পর্ব নিশ্চিত করতে পারবে তা নিয়ে রয়েছে ফুটবলপ্রেমিগনের মধ্যে প্রবল আগ্রহ। তবে এজন্য খেলাটি সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মরক্কো বনাম স্পেন সরাসরি টেলিভিশনে দেখার উপায়
কাতার বিশ্বকাপের উন্মাদনা যখন তুঙ্গে ঠিক তখনই ঘটে চলেছে নানান নাটকীয়তা। মরক্কো গ্রুপ এফ থেকে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ ১৬ তে জায়গা করে নিয়ে তৈরি করেছে নতুন ইতিহাস। আজকে নকআউট পর্বের খেলায় মরক্কো মোকাবেলা করবে ফুটবলের পরাশক্তি স্পেন দলের। শক্তির বিচারে মরক্কোর তুলনায় স্পেন খানিকটা বেশি শক্তিশালী হলেও সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী মরক্কো ফুটবল দলকে কোনভাবেই ছোট করে দেখার সুযোগ থাকছে না। এই দুই দলের মধ্যে কোন দল পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ পাচ্ছে তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। খেলাটি অনুষ্ঠিত হবে 6 ডিসেম্বর আন্তর্জাতিক সময় বিকাল তিনটায় এবং বাংলাদেশ সময় রাত ৯ঃ০০ টায়। বাংলাদেশ থেকে মরক্কো বনাম স্পেনের আজকের খেলাটি সরাসরি উপভোগ করার জন্য টি স্পোর্টস এবং গাজী টিভি হতে পারে একটি অনন্য উপায়। তবে এ দুটি টেলিভিশন চ্যানেল ছাড়াও বাংলাদেশের জাতীয় টেলিভিশন বিটিভিতেও উপভোগ করা যাবে আজকের উপভোগ্য এই খেলাটি।
মরক্কো বনাম স্পেন সরাসরি অ্যাপস এর মাধ্যমে দেখার উপায়
কাতার বিশ্বকাপ ২০২৩ এর রাউন্ড অফ ১৬ পর্বের সপ্তম ম্যাচে আজকে পরস্পর মোকাবেলা করবে মরক্কো বনাম স্পেন। খেলাটি অনুষ্ঠিত হবে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে এবং খেলাটি শুরু হবে রাত 9 টায়। খেলাটি সম্প্রচারিত হবে বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি একাধিক অনলাইন মাধ্যমে। আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে সরাসরি স্পেন বনাম মরক্কের আজকের খেলাটি উপভোগ করতে চান তাহলে ব্যবহার করতে পারেন বাংলালিংকের টফি অ্যাপ। জেনে রাখা ভালো যে টফি অ্যাপের মাধ্যমে খেলাটি উপভোগ করার জন্য কোনরকম ফি প্রদান করতে হবে না। আপনার স্মার্ট ফোনে টফি নামক অ্যাপটি ইন্সটল করে নিলেই সম্পূর্ণ ফ্রিতে মরক্কো বনাম স্পেনের আজকের খেলাটি উপভোগ করতে পারবেন।
বিশ্বকাপের আজকের খেলায় মরক্কো বনাম স্পেন পরস্পর মোকাবেলা করবে। খেলাটি বাংলাদেশ থেকে কোন টিভি চ্যানেলে এবং কোন অনলাইন মাধ্যমে কিভাবে উপভোগ করা যাবে সেই সাথে দুই দলের পরস্পর সমীকরণ কি বলে তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আশা করা যায় উপরোক্ত দিকনির্দেশনা মোতাবেক স্পেন বনাম মরক্কের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আজকের খেলাটি উপভোগ করতে কোনরকম ঝামেলার সম্মুখীন হতে হবে না।