টিপস

Tap একাউন্ট করার নিয়ম (৫০ টাকা বোনাস), হেল্পলাইন নাম্বার, অ্যাপ ডাউনলোড

আপনারা অনেকে একটা অ্যাপ একাউন্ট সম্পর্কে জেনেছেন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ব্যবহার করলেই 50 টাকা ইনস্ট্যান্ট অফার। একটা ভালো ট্রাস্ট ব্যাংক ও আজিয়াটা গ্রুপ লিমিটেড এর একটি মোবাইল ব্যাংকিং সেবা। বাংলাদেশে প্রচলিত বর্তমান মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ রকেট নগদ অফারের মতোই ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একটি মোবাইল ব্যাংকিং। এই মোবাইল ব্যাংকিং টি পেতে হলে রেজিস্ট্রেশনের পর ব্যবহারকারীকে ফোন নম্বর ওয়ালেট হিসেবে ব্যবহার করা যাবে এবং মোবাইলের মেনু এবং অ্যাপসের মাধ্যমে ট্যাব কন্ট্রোল করা সম্ভব। তো আসুন আজকের এই নিবন্ধে আমরা ট্র্যাপ একাউন্ট সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই এবং কিভাবে অ্যাকাউন্ট খুললে 50 টাকা বোনাস পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা জেনে আসি।

ডিজিটাল মোবাইল ব্যাংকিং এর ট্যাব কি কি ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে সে সম্পর্কে আগে একটু জেনে নেই। টপ একাউন্টের মাধ্যমে মানিট্রান্সফার ক্যাশ আউট মোবাইল রিচার্জ অ্যাড মানি এনআইডি ফি টিউশন ফি ইন্সুরেন্স বিল পেমেন্ট পাসপোর্ট ফি পেমেন্ট সবকিছুই করা সম্ভব। এছাড়াও ট্যাপ একাউন্টে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব বলে এ দিয়ে নানা বিধ সুযোগ-সুবিধা পাওয়া যায়।

ট্যাপ একাউন্ট খোলার নিয়ম

অন্যান্য যেকোনো মোবাইল অপারেটিং এর মত ট্যাপ আকণ্ড খুব সহজে খোলা যায়। ট্যাপ একাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড এবং একটি সিম এর প্রয়োজন হবে। আপনার এনআইডি কার্ড দিয়ে শুধুমাত্র একবার আপনি একাউন্ট খুলতে পারবেন। ট্যাপ একাউন্ট খুলতে হলে আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

  • প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে TAP অ্যাপ ইনস্টল করুন
  • ইন্সটল এর পর অ্যাপটি ওপেন করুন
  • Get Started চাপুন
  • আপনার ফোন নাম্বার লিখুন ও সিম অপারেটর সিলেক্ট করুন
  • এরপর উল্লেখিত ফোন নাম্বারে আসা মেসেজ থেকে ওটিপি কোডটি প্রদান করুন
  • নিচের দিকে স্ক্রল করে Agree চাপুন
  • এরপর আপনার নাম, লিংগ ও পেশা সিলেক্ট করে Confirm চাপুন
  • এরপর আপনার ট্যাপ ওয়ালেটের ৪ ডিজিটের পিন প্রদান করে Proceed চাপুন
  • Let’s Continue চাপুন
  • এরপর আপনার এনআইডি কার্ড এর সামনের অংশের ছবি তুলুন ও Confirm চাপুন
  • এরপর এনআইডি কার্ড এর অন্য অংশের ছবি তুলুন ও Confirm চাপুন
  • এরপর প্রদত্ত সকল তথ্য প্রদর্শিত হবে
  • সব তথ্য ঠিক থাকলে Confirm চাপুন
  • এরপর আপনার নিজের স্লেফি নিতে বলা হবে
  • সেলফি তোলা হয়ে গেলে Confirm চাপুন
  • এরপর কয়েক সেকেন্ডের জন্য আপনার প্রদত্ত তথ্যগুলো ভেরিফাই হবে
  • সঠিকভাবে সকল তথ্য প্রদান করলে লগিন পেজ দেখতে পাবেন
  • লগিন পেজে আপনার ট্যাপ একাউন্ট এর নাম্বার ও পিন কোড দিয়ে লগিন করুন

ট্যাপ একাউন্ট খুলে ৫০ টাকা বোনাস

প্রথমবার ট্যাপ মোবাইলে ইন্সটল করে এখন করলেই 50 টাকা বোনাস। কিন্তু এই বোনাস কিভাবে পাবেন সে বিষয়ে এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। ট্যাপ একাউন্ট মোবাইলে খুলে এন আইডি ভেরিফিকেশন করলে পাচ্ছেন 25 টাকা বোনাস এবং ওই 25 টাকার মোবাইলে রিচার্জ করলে পাচ্ছেন আরো 25 টাকা ক্যাশব্যাক। এভাবে সর্বমোট 50 টাকা বোনাস পাবেন একাউন্ট খুলে। আমরা নিবন্ধের পেইড অ্যাপ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি আপনি ওই নিবন্ধে টি আবার পড়ে দেখতে পারেন।

ট্যাপ মোবাইল ব্যাংকিং মেন্যু কোড – TAP USSD Menu Code

আমরা আগে আলোচনা করেছি ট্যাপ একাউন্ট দুই ভাবে পরিচালনা করা যায়। একটি মোবাইলের অ্যাপস এর মাধ্যমে অন্যটি হচ্ছে ইউএসএসডি কোড ব্যবহার করে। ট্যাপ মোবাইল ব্যাংকিংয়ের ইউএসএসডি কোড হল *201#। এই ইউএসএসডি কোড টি ব্যবহার করে ট্যাপ মোবাইল ব্যাংকিং এর সকল সুযোগ-সুবিধা এবং ব্যবহার করা সম্ভব।

ট্যাপ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন

ট্যাপ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য এবং একাউন্টের যে কোন সমস্যার জন্য আপনি নিম্নলিখিত ওয়েবসাইট ইমেইল এবং কন্টাক্ট নাম্বার গুলো সাথে যোগাযোগ করতে পারেন। ট্যাপ ব্যবহারে কোনো সমস্যায় পড়লে ইমেইল করা যাবে complaint@trustaxiatapay.com ঠিকানায়। এছাড়াও ট্যাপ এর ওয়েবসাইটে হেল্পলাইন নাম্বার হিসেবে নিচের ফোন নাম্বারগুলো দেওয়া আছেঃ

  • টি এন্ড টি নাম্বার +88 02 48812261
  • ফ্যাক্স নাম্বার +88 02 48812262
  • হেল্পলাইন নাম্বার 09612201201

আপনি কি ট্যাপ একাউন্ট খুলেছেন বা খুলবেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।

ট্যাপ ক্যাশ ইন চার্জ – TAP Cash In Charge

সাধারণ ট্যাপ একাউন্টে এজেন্টের কাছ থেকে ক্যাশ ইন করা যাবে বিনামূল্যে। আবার বেতন বা করপোরেট ক্যাশ ইন এর ক্ষেত্রে ০.৯০ শতাংশ ক্যাশ ইন চার্জ গৃহিত হবে। স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে ট্যাপ এর ক্যাশ ইন চার্জ ০.৬০ শতাংশ। তবে ট্যাপ এর শাখা থেকে চার্জ ছাড়াই ক্যাশ ইন করা যাবে।

ট্যাপ ক্যাশ আউট চার্জ – TAP Cash Out Charge

মোবাইল মেন্যু ব্যবহার করে এজেন্ট এর কাছ থেকে ট্যাপ ক্যাশ আউট করলে ১.৮০ শতাংশ চার্জ প্রযোজ্য হবে। অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট চার্জ ১.৫০ শতাংশ। ট্যাপ এর শাখা থেকে ক্যাশ আউট করলে ট্যাপ ক্যাশ আউট চার্জ ১ শতাংশ মাত্র।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button