স্টাটাস

ঘোমটা নিয়ে স্ট্যাটাস, কবিতা, উক্তি, কিছু কথা, ছবি ২০২৩

আজকের নিবন্ধ আলোচ্য বিষয় ঘোমটা নিয়ে স্ট্যাটাস কবিতা উক্তি ও কিছু কথা। আপনি যদি ঘোমটা নিয়ে স্ট্যাটাস কবিতা উক্তি অনলাইনে অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধ আপনাকে স্বাগতম।
বাঙালি মেয়েদের চিরপরিচিত একটি রূপ হল ঘোমটা দিয়ে অপরিচিত কিংবা বাড়ির বড়দের সাথে দেখা করা। এই ঘোমটার প্রচলন অত্যন্ত ঐতিহ্যবাহী এবং উচ্চ মর্যাদাসম্পন্ন। বাড়ির যে মেয়েরা ঘোমটা দিয়ে বড়দের সাথে কথা বলে এবং বড়দের সাথে সাক্ষাত করে তাদেরকে স্বভাবতই ভালো মেয়ে তকমা দেওয়া হয়। তাই আজকের এই নিবন্ধে আমরা ঘোমটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

ঘোমটা অবগুণ্ঠন, স্ত্রীলোকের মুখাবরণ;  (সচরাচর বিবাহিতা) স্ত্রীলোকের পরিধেয় বস্ত্রের যে অংশ মাথার উপর থাকে। [তু. হি. ঘুঙট]। ঘোমটায় নীচে (ভিতরে) খেমটা নাচ কুলবধূর বেশে অসতীত্ব; বাইরে সাধুত্ব কিন্তু ভিতরে ভিতরে নষ্টামি।

ঘোমটা নিয়ে স্ট্যাটাস

আমরা ঘুমটা নিয়ে আজকের এই নিবন্ধে আলোচনা করছি। নিবন্ধের এ অংশে ঘুমটা নিয়ে স্ট্যাটাস আলোচনা করব। ঘুমটা একটি রোমান্টিক শব্দ। ঘোমটার কথা মাথায় আসলে বাঙালি মেয়েদের কথা মাথায় আসে। বাঙালি মেয়েরা সচরাচর বাড়ির বড়দের সাথে ঘোমটা দিয়ে কথা বলে। ঘোমটা ব্যবহার করে বাঙালি মেয়েরা বাঙ্গালী পরিচয় বহন করে। তাই আমরা বাঙালির এই ঐতিহ্যবাহী পরিধেয় পোশাকের ডিজাইন সম্পর্কে কিছু স্টাটার সংযুক্ত করেছি।

  • কেন তোমাকে দিতে হবে ঘোমটা
    ঘুমটা না দিলেই কি নয় সম্মান??
    ————– অনিন্দিতা শর্মা
  • ঝড় জল আসেনি সে সন্ধ্যায়
    তারাদের নিয়ে সে যে
    লুকিয়েছিল আস্তানায়
  • তোকতে সেই গেল একটু তফাৎ
    মেঘের ঘোমটা সরিয়ে
    আধ খানা মুখ লুকিয়ে
    উঁকি দিল ওই দেখ আধখানা চাঁদ।
    হাধখানা চাঁদেরই ওই দেখ
    কত আলো কত শোভা
    হাজার তারার মাঝে
    সবচেয়ে মনোলোভা।
  • বৌমা থাক ঘোমটার আড়ালে
    জামাইয়ের বড্ড গরম লাগে, থাকুক হাফ প্যান্টে।
    ———-পূজা চক্রবর্তী
  • ঝড় জল আসেনি সে সন্ধ্যায়
    তারাদের নিয়ে সে যে
    লুকিয়েছিল আস্তানায়

ঘোমটা নিয়ে কবিতা

চাঁদের ঘোমটা

– মোঃ নুরুজ্জামান রুবেল

মেঘের আঁচলে ঘোমটা দেয়া পূর্ণিমার চাঁদটা,
লজ্জায় মেখে আছে যেন লজ্জাবতী মুখটা।
আঁচল সরিয়ে উঁকি মারে,
মন ভরে যায় সে হাসির ঝলকে।
ইশারায় ডেকে যাই,
আলোর জোয়ারে ভাসতে চাই।
ঘোমটা সরিয়ে লজ্জা রাঙ্গা মুখে,
জলের মাঝে তোমায় দেখতে পাই,
যখনি তোমায় ছুঁতে চায় এ মন,
মেঘের আঁচলে মুখ লুকিয়ে থাকো সারাক্ষন।
পূর্ণিমা খেলে জলের ভেতর,
তোমার জন্য তৈরি এ জল মহল।
জল সিংহাসনে আছো বসে,
যেন আছো রাজরানীর বেশে।
ছোঁবো বলে হাত বাড়াই,
ঘোমটা টেনে মেতে উঠো লুকোচুরি খেলায়।

ঘোমটা
সৃজনী ফয়সাল আহমেদ

ও ঘোমটা পরা মেয়ে,
মাথায় কেন ঘোমটা দিয়ে,
আমার দিকে আসছ ধেয়ে ধেয়ে?
ও ঘোমটা পরা মেয়ে,
আমি দেখছি তোমায় পার্শ্বে দাঁড়িয়ে,
সশঙ্ক জেনো অহেতুক ভেবেছো বাড়িয়ে।
ও ঘোমটা পরা মেয়ে,
স্বাধীন দেশে স্বাধীন গান উঠবে তুমি গেয়ে।
চলবে তুমি অধীরভাবে নয়কো সংশয়ে।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button