ট্রাভেলট্রেন

চিলাহাটি টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

চিলাহাটি টু রাজশাহী ট্রেনের সময়সূচী এই নিবন্ধ আলোচনা করা হবে। সম্মানিত ইনফো ভান্ডার পাঠক বন্ধু, আপনি কি চিলাহাটি থেকে রাজশাহী যাওয়ার ট্রেন সময়সূচী টিকিট মূল্য অনুসন্ধান করছেন? তাহলে এই নিবন্ধটি আপনার জন্য। বাংলাদেশের উত্তরের জনপদ চিলাহাটি থেকে রাজশাহী বিভাগের চলাচলকারি ট্রেনগুলো হলো তিতুমীর এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস। দ্রুত গতি এবং বিলাসবহুল এই গানগুলো নিয়মিতভাবে চিলাহাটি থেকে রাজশাহী চলাচল করে থাকে। বর্তমান বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নের ফলে চিলাহাটি থেকে রাজশাহী রুটে নিয়মিতভাবে উচ্চগতিসম্পন্ন বিলাসবহুল ট্রেন যাতায়াত করে থাকে। সম্পত্তি চিলাহাটিতে নতুন স্থল বন্দর নির্মিত হয়েছে। এই রুটে মূলত এখন সরাসরি বাংলাদেশ টু ইন্ডিয়া শিলিগুড়ি রেল যোগাযোগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের সরকার। এই ধারাবাহিকতায় নতুনভাবে আধুনিকায়ন করা হয়েছে চিলাহাটি রেলওয়ে স্টেশন। তাই এই রুটে চলাচল করা বর্তমান খুবই আনন্দদায়ক এবং স্বাচ্ছন্দ্যবোধ করেন সকল প্যাসেঞ্জার।

বরেন্দ্র এক্সপ্রেস

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি রাজশাহীর একটি সুপরিচিত আন্তঃনগর ট্রেন। ট্রেনটি সপ্তাহের ছয়দিন নিয়মিতভাবে রাজশাহী টু চিলাহাটি রেল চলাচল করে থাকে। ট্রেনটি রবিবার বন্ধ থাকে এবং অন্যান্য দিন চিলাহাটি থেকে সকাল পাঁচটা 50 মিনিটের উদ্দেশে ছেড়ে যায়। অপরদিকে রাজশাহীতে পৌঁছায় 12 টা 20 মিনিটে। এই পথ অতিক্রম করতে এই ক্রান্তি সময় লাগে 7 ঘণ্টা।

স্টেশনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
রাজশাহী টু চিলাহাটিরবিবার১৫ঃ০০২১ঃ২৫
চিলাহাটি টু রাজশাহীরবিবার০৫ঃ৫০১২ঃ২০

তিতুমীর এক্সপ্রেস

তিতুমীর এক্সপ্রেস রাজশাহী টু চিলাহাটি এবং চিলাহাটি টু রাজশাহী ট্রেন একটি জনপ্রিয় ট্রেন। এই ট্রেনটি সপ্তাহে বুধবার বন্ধ থাকে এবং বাকি দিনগুলো নিয়মিতভাবে রুটে চলাচল করে। বাংলাদেশি অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং বিলাসবহুল ট্রেন তিতুমীর। আপনি চাইলে এই ট্রেনে বিলাসবহুল ভাবে যাতায়াত করতে, পারবেন অপরদিকে সাধারণ শোভন চেয়ার ও রয়েছে। নিচে আমি উপরে প্রকার ট্রেনের সময়সূচী আলোচনা করব।

স্টেশনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
রাজশাহী টু চিলাহাটিবুধবার০৬ঃ২০১৩ঃ০০
চিলাহাটি টু  রাজশাহীবুধবার১৪ঃ২০২১ঃ০০

চিলাহাটি টু রাজশাহী ট্রেনের সময়সূচী

চিলাহাটি থেকে রাজশাহী যাওয়ার জন্য আপনি মোটামুটি সপ্তাহের 7 দিনই টের পাবেন। এই রুটে অনেকগুলো মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। এছাড়াও এই দুইটা আন্তঃনগর ট্রেন গুলোর মধ্যে তিতুমীর এক্সপ্রেস এবং বরেন্দ্র এক্সপ্রেস অন্যতম। দ্রুতগতির এবং বিলাসবহুল ট্রেন গুলো দিয়ে আপনি সপ্তাহের 7 দিন দিনে দুইবার করে ট্রেন পাবেন। উল্লেখ্য যে রবিবার এবং বুধবার একটি করে ট্রেন পাওয়া যায়। রবিবার শুধুমাত্র আপনি তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি পাবেন। অপরদিকে বুধবার শুধুমাত্র বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি পাবেন। তাই এই ট্রেনগুলোর সময়সূচী নিচে আলোচনা করেছি। প্রতিদিন চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দুপুর 2 টা 20 মিনিটে ছেড়ে যায়। অপরদিকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশ্যে সকাল 5 টা 50 মিনিটে ছেড়ে যায়। তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি থেকে রাজশাহীর পৌঁছানো যায় রাত 9 টায়। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী পৌঁছানো যায় দুপুর 12 টা 20 মিনিটে।

চিলাহাটি টু রাজশাহী ট্রেনের ভাড়ার তালিকা

তিতুমীর এক্সপ্রেস এবং বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি উভয় আন্তঃনগর ট্রেন হয় ট্রেনগুলোতে মূলত পাঁচটি শ্রেণীতে যাত্রী যাতায়াত করতে পারে। পাঁচটি শ্রেণীর টিকিটের মূল্য পাঁচ রকমের হয়ে থাকে। আপনি এই রোডে যাতায়াত করার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করতে পারবেন। এই রুটের টিকিট ক্রয় করার জন্য আপনি চিলাহাটি ডোমার অথবা নীলফামারীর, সৈয়দপুরে স্টেশন থেকে টিকিট ক্রয় করতে পারবেন। অথবা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে ট্রেনের টিকিট করা করতে পারবেন।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫ভ্যাট)
প্রথম সিট১৭৫ টাকা
প্রথম বার্থ৩৬০ টাকা
স্নিগ্ধা৩৪৫ টাকা
এসি সিট৪১৪ টাকা
এসি বার্থ৬২১ টাকা

চিলাহাটি টু রাজশাহী ট্রেনের বিরতি স্টেশন  সময়সূচী (তিতুমীর এক্সপ্রেস) 

বিরতি স্টেশন নামরাজশাহী থেকে (৭৩৩)চিলাহাটি থেকে (৭৩৪)
আব্দুলাপুর০৭ঃ০০১৯ঃ৪০
নাটোর০৭ঃ৪৭১৯ঃ০৬
মাধাইনগর০৮ঃ০৬১৮ঃ৫০
আহসানগঞ্জ০৮ঃ১৭১৮ঃ৩৮
সান্তাহার০৮ঃ৪৫১৮ঃ১০
আক্কেলপুর০৯ঃ১০১৭ঃ৪১
জামালগঞ্জ০৯ঃ২৮১৭ঃ৩১
জয়পুরহাট০৯ঃ৩৮১৭ঃ২০
হিলি১০ঃ০০
বিরামপুর১০ঃ১৪১৬ঃ৪৭
ফুলবাড়ি১০ঃ৩৫১৬ঃ৩৩
পার্বতীপুর১১ঃ১০১৫ঃ৫৫
সৈয়দপুর১১ঃ৪৭১৫ঃ৩২
নীলফামারী১২ঃ১৩১৪ঃ৫৫
ডোমার১২ঃ৩৩১৪ঃ৩৮

চিলাহাটি টু রাজশাহী ট্রেনের বিরতি স্টেশন  সময়সূচী (বরেন্দ্র এক্সপ্রেস

বিরতি স্টেশন নামরাজশাহী থেকে (৭৩১)চিলাহাটি থেকে (৭৩২)
আব্দুলাপুর১৫ঃ৪০১০ঃ৫৫
নাটোর১৬ঃ১৮১০ঃ৩২
আহসানগঞ্জ১৬ঃ৪৩১০ঃ০৭
সান্তাহার১৭ঃ১০০৯ঃ৪০
আক্কেলপুর১৭ঃ৩৫০৯ঃ১৫
জয়পুরহাট১৮ঃ০০০৮ঃ৫৭
পাঁচবিবি১৮ঃ১৪০৮ঃ৪৫
বিরামপুর১৮ঃ৩৬০৮ঃ১৭
ফুলবাড়ি১৮ঃ৫০০৮ঃ০৩
পার্বতীপুর১৯ঃ২০০৭ঃ২৫
সৈয়দপুর২০ঃ০৯০৭ঃ০০
নীলফামারী২০ঃ৩১০৬ঃ৩৭
ডোমার২০ঃ৫৪০৬ঃ২০

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button