ট্রাভেললঞ্চ

ঢাকা টু কালাইয়া লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৪

আজকের এই নিবন্ধে আমরা ঢাকার কালাইয়া লঞ্চের সময়সূচী ও ভাড়া তালিকা আলোচনা করব। আপনি যদি ঢাকা কালাইয়া লঞ্চের সময়সূচি অনলাইনে অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধে আপনাকে স্বাগতম। ঢাকা নদী বন্দর হতে চলাচলকারী লঞ্চ সমূহ দুধ এবং সর্ব শেষ গন্তব্য স্থল এর নাম ঢাকা কালাইয়া, ভায়া চাঁদপুর রুটের লঞ্চ সমূহ সর্বশেষ গন্তব্য স্থল কালাইয়া।লঞ্চ ভ্রমণ যেকোন বয়সী যাত্রীর কাছে অত্যন্ত আরামদায়ক এবং রোমাঞ্চকর। এই জন্য সব বয়সী যাত্রীর কাছে লঞ্চ ভ্রমণ একটি আকর্ষণীয় ব্যাপার। আপনি যদি রাজধানী ঢাকা হতে কালাইয়া লঞ্চ ভ্রমণ করতে চান তাহলে এই নিবন্ধের লঞ্চ ভ্রমণ সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

এই রুটের লঞ্চ ভ্রমন করতে চাইলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হল লঞ্চের সময়সূচি। অর্থাৎ ঢাকা কালাইয়া লঞ্চ এর সময় সূচি জানাটা অত্যন্ত জরুরি কারণ সঠিক সময় অনুযায়ী লঞ্চে উপস্থিত হতে না পারলে আপনি অবশ্য লঞ্চ মিস করে যাবেন। লঞ্চ সময়সূচী জানার পর দ্বিতীয় তো আপনাকে জানতে হবে টিকিট মূল্য সম্পর্কে। একটি লঞ্চে বিভিন্ন শ্রেনীর চাত্রির সুব্যবস্থা থাকে। এবং যাত্রীর শ্রেণীভেদে লঞ্চের পরিষেবার দাম কম বেশি হয়ে থাকে।

ঢাকা টু কালাইয়া লঞ্চ সময়সূচী ২০২৪

প্রতিদিন রাজধানী ঢাকা থেকে কালাইয়া ভোলা চাঁদপুরের উদ্দেশ্যে নিম্নলিখিত লঞ্চগুলো উল্লেখিত সময় অনুযায়ী কালাইয়া উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চ গুলোর সময়সূচী খুব সুন্দর ভাবে একটি টেবিল এর মাধ্যমে আমি তুলে ধরেছি।

ক্রমিক নংলঞ্চের নামছাড়ার সময়মোবাইল নম্বর
০১সোনার তরী/বাঘের হাটসকাল ৬.৪৫মি: 
০২এম.ভি সোনার তরীসকাল ৭:২০ মি:
০৩এম.ভি মেঘনারানীসকাল ৮:০০ মি:
০৪এম ভি মেঘনা রাণীসকাল ৮:০০ মি:,
০৫এম ভি বোগদাদীয়া ৭সকাল ৮:৩০ মি:
০৬এম.ভি আব এ জমজম-১/ এম.ভি তাকওয়াসকাল ৯:১৫ মি:,
০৭এম.ভি মিতালী-২সকাল ৯:৫০ মি:
০৮এম.ভি স্বর্ণদ্বীপ-৮সকাল ১০:১৫ মি:,
০৯এম ভি ইমাম হাসান-২সকাল ১১:০০ মি:
১০এম ভি ইমাম হাসান-৫সকাল ১১:৪৫ মি:
১১এম ভি ময়ূর -২দুপুর ১২:৩০ মি:,
১২এম.ভি ময়ুর-৭দুপুর ১:৩০ মি:,
১৩এম.ভি ঈগল-২/৩দুপুর ২:৩০ মি
১৪এম ভি রফ রফদুপুর ৩:৩০ মি:
১৫এম.ভি ঈগল-৭বিকাল ৪:৩০ মি:
১৬এম. ভি সোনারতরী-১বিকাল ৫:২০ মি:
১৭এম ভি নিউ আল বোরাকবিকাল ৬:৪৫ মি:
১৮এম ভি রিপল/ সোনার তরীবিকাল ৭:৪৫ মি:
১৯এম. ভি আব এ জমজমরাত ১১:৩০ মি:,
২০এম.ভি রফরফরাত ১২:০০ মি:
২১এম.ভি শম্পা/এম.ভি প্রিন্স অব রাসেল-৩রাত ১২:৩০ মি:,

বিঃদ্রঃ আবহাওয়াগত কারনে লঞ্চের সময়সূচী পরিবর্তন হতে পারে । যাত্রা আরম্ভ করার পূর্বে লঞ্চ এর কাস্টমার কেয়ার এ ফোন করে লঞ্চ ছাড়ার সময়সূচী এবং বিস্তারিত জেনে নিন । তথ্যগত কোন বিষয়ের জন্য চাঁদপুর নিউজ দায়ী থাকিবে না ।

ঢাকা টু কালাইয়া লঞ্চ
ঢাকা টু কালাইয়া লঞ্চ

ঢাকা টু কালাইয়া লঞ্চ  ভাড়া ২০২৪

আপনি এতক্ষণ হয়তো ঢাকা টু কালাইয়া লঞ্চের সময়সূচি। ঢাকা থেকে কালাইয়া নিয়মিতভাবে লঞ্চ যাতায়াত করে। এখন এই রুটে চলাচল করার জন্য সম্ভাব্য টিকিটের মূল্য জানা অত্যন্ত প্রয়োজন। তাই নিবন্ধের এই অংশে আমি ঢাকা টু কারীর লঞ্চের টিকিট এর মূল্য একটি টেবিল এর মাধ্যমে তুলে ধরেছি।

দুরত্বপ্রথম শ্রেণীর ভাড়াদ্বিতীয় শ্রেণীর ভাড়াসুলভ শ্রেণীর ভাড়া
ঢাকা থেকে চাঁদপুর২৩৫/= টাকা১৪০/= টাকা৫০/= টাকা
ঢাকা থেকে বরিশাল৫৬৫/= টাকা৩৫৫/= টাকা৯৫/= টাকা
ঢাকা থেকে ঝালকাঠি৬৫৫/= টাকা৩৯০/= টাকা১০০/= টাকা
ঢাকা থেকে কাউখালী৭১৫/= টাকা৪৪০/= টাকা১০৫/= টাকা
ঢাকা থেকে হুলার হাট৭৪৫/= টাকা৪৫০/= টাকা১২০/= টাকা
ঢাকা থেকে চরখালী৭৭৫/= টাকা৪৫০/= টাকা১২৫/= টাকা
ঢাকা থেকে বড় মাছুয়া৮৮০/= টাকা৫৩০/= টাকা১৩৫/= টাকা
ঢাকা থেকে সন্যাসী৮৮৫/= টাকা৫৪৫/= টাকা১৪০/= টাকা
ঢাকা থেকে মোড়েল গঞ্জ৮৮৫/= টাকা৫৪৫/= টাকা১৪০/= টাকা
ঢাকা থেকে মংলা বন্দর১২৩০/= টাকা৬২৫/= টাকা১৬০/= টাকা

ঢাকা-কালাইয়া রুটের সবচেয়ে গতিশীল নৌযান বন্ধন-৫

রুটটিতে বন্ধন-৫ ছাড়াও ধুলিয়া-১,ঈগল-৪ এবং ঈগল-৫ নামক আরো তিনটি নৌযান চলাচল করে।প্রতিদিন উভয় দিক থেকে একটি করে লঞ্চ ছেড়ে যায়।
রুটের ঘাটসমূহ-
ঢাকা-ফতুল্লা-চাঁদপুর-দিঘিরপাড়-নিমদী-ধুলিয়া-নুরাইপুর-কালাইয়া
চলাচলের সময়সূচী-
ঢাকা থেকে- সন্ধ্যা ৭ টায়
কালাইয়া থেকে- বিকাল ৪ টায়
প্রয়োজনীয় যোগাযোগ নাম্বার-
বন্ধন-৫- ০১৭১২১০৮৯৯২
ঈগল-৪- ০১৭৯২০৮৯৩৪৫
ঈগল-৫(পারাবত-১৪)- ০১৭৩৬৭২৬০১৩
ধুলিয়া-১- ০১৭২১৪২৬৭৫৭

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button