আজকের এই নিবন্ধে আমরা ঢাকার কালাইয়া লঞ্চের সময়সূচী ও ভাড়া তালিকা আলোচনা করব। আপনি যদি ঢাকা কালাইয়া লঞ্চের সময়সূচি অনলাইনে অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধে আপনাকে স্বাগতম। ঢাকা নদী বন্দর হতে চলাচলকারী লঞ্চ সমূহ দুধ এবং সর্ব শেষ গন্তব্য স্থল এর নাম ঢাকা কালাইয়া, ভায়া চাঁদপুর রুটের লঞ্চ সমূহ সর্বশেষ গন্তব্য স্থল কালাইয়া।লঞ্চ ভ্রমণ যেকোন বয়সী যাত্রীর কাছে অত্যন্ত আরামদায়ক এবং রোমাঞ্চকর। এই জন্য সব বয়সী যাত্রীর কাছে লঞ্চ ভ্রমণ একটি আকর্ষণীয় ব্যাপার। আপনি যদি রাজধানী ঢাকা হতে কালাইয়া লঞ্চ ভ্রমণ করতে চান তাহলে এই নিবন্ধের লঞ্চ ভ্রমণ সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
এই রুটের লঞ্চ ভ্রমন করতে চাইলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হল লঞ্চের সময়সূচি। অর্থাৎ ঢাকা কালাইয়া লঞ্চ এর সময় সূচি জানাটা অত্যন্ত জরুরি কারণ সঠিক সময় অনুযায়ী লঞ্চে উপস্থিত হতে না পারলে আপনি অবশ্য লঞ্চ মিস করে যাবেন। লঞ্চ সময়সূচী জানার পর দ্বিতীয় তো আপনাকে জানতে হবে টিকিট মূল্য সম্পর্কে। একটি লঞ্চে বিভিন্ন শ্রেনীর চাত্রির সুব্যবস্থা থাকে। এবং যাত্রীর শ্রেণীভেদে লঞ্চের পরিষেবার দাম কম বেশি হয়ে থাকে।
ঢাকা টু কালাইয়া লঞ্চ সময়সূচী ২০২৪
প্রতিদিন রাজধানী ঢাকা থেকে কালাইয়া ভোলা চাঁদপুরের উদ্দেশ্যে নিম্নলিখিত লঞ্চগুলো উল্লেখিত সময় অনুযায়ী কালাইয়া উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চ গুলোর সময়সূচী খুব সুন্দর ভাবে একটি টেবিল এর মাধ্যমে আমি তুলে ধরেছি।
ক্রমিক নং | লঞ্চের নাম | ছাড়ার সময় | মোবাইল নম্বর |
০১ | সোনার তরী/বাঘের হাট | সকাল ৬.৪৫মি: | |
০২ | এম.ভি সোনার তরী | সকাল ৭:২০ মি: | |
০৩ | এম.ভি মেঘনারানী | সকাল ৮:০০ মি: | |
০৪ | এম ভি মেঘনা রাণী | সকাল ৮:০০ মি:, | |
০৫ | এম ভি বোগদাদীয়া ৭ | সকাল ৮:৩০ মি: | |
০৬ | এম.ভি আব এ জমজম-১/ এম.ভি তাকওয়া | সকাল ৯:১৫ মি:, | |
০৭ | এম.ভি মিতালী-২ | সকাল ৯:৫০ মি: | |
০৮ | এম.ভি স্বর্ণদ্বীপ-৮ | সকাল ১০:১৫ মি:, | |
০৯ | এম ভি ইমাম হাসান-২ | সকাল ১১:০০ মি: | |
১০ | এম ভি ইমাম হাসান-৫ | সকাল ১১:৪৫ মি: | |
১১ | এম ভি ময়ূর -২ | দুপুর ১২:৩০ মি:, | |
১২ | এম.ভি ময়ুর-৭ | দুপুর ১:৩০ মি:, | |
১৩ | এম.ভি ঈগল-২/৩ | দুপুর ২:৩০ মি | |
১৪ | এম ভি রফ রফ | দুপুর ৩:৩০ মি: | |
১৫ | এম.ভি ঈগল-৭ | বিকাল ৪:৩০ মি: | |
১৬ | এম. ভি সোনারতরী-১ | বিকাল ৫:২০ মি: | |
১৭ | এম ভি নিউ আল বোরাক | বিকাল ৬:৪৫ মি: | |
১৮ | এম ভি রিপল/ সোনার তরী | বিকাল ৭:৪৫ মি: | |
১৯ | এম. ভি আব এ জমজম | রাত ১১:৩০ মি:, | |
২০ | এম.ভি রফরফ | রাত ১২:০০ মি: | |
২১ | এম.ভি শম্পা/এম.ভি প্রিন্স অব রাসেল-৩ | রাত ১২:৩০ মি:, |
বিঃদ্রঃ আবহাওয়াগত কারনে লঞ্চের সময়সূচী পরিবর্তন হতে পারে । যাত্রা আরম্ভ করার পূর্বে লঞ্চ এর কাস্টমার কেয়ার এ ফোন করে লঞ্চ ছাড়ার সময়সূচী এবং বিস্তারিত জেনে নিন । তথ্যগত কোন বিষয়ের জন্য চাঁদপুর নিউজ দায়ী থাকিবে না ।
ঢাকা টু কালাইয়া লঞ্চ ভাড়া ২০২৪
আপনি এতক্ষণ হয়তো ঢাকা টু কালাইয়া লঞ্চের সময়সূচি। ঢাকা থেকে কালাইয়া নিয়মিতভাবে লঞ্চ যাতায়াত করে। এখন এই রুটে চলাচল করার জন্য সম্ভাব্য টিকিটের মূল্য জানা অত্যন্ত প্রয়োজন। তাই নিবন্ধের এই অংশে আমি ঢাকা টু কারীর লঞ্চের টিকিট এর মূল্য একটি টেবিল এর মাধ্যমে তুলে ধরেছি।
দুরত্ব | প্রথম শ্রেণীর ভাড়া | দ্বিতীয় শ্রেণীর ভাড়া | সুলভ শ্রেণীর ভাড়া |
ঢাকা থেকে চাঁদপুর | ২৩৫/= টাকা | ১৪০/= টাকা | ৫০/= টাকা |
ঢাকা থেকে বরিশাল | ৫৬৫/= টাকা | ৩৫৫/= টাকা | ৯৫/= টাকা |
ঢাকা থেকে ঝালকাঠি | ৬৫৫/= টাকা | ৩৯০/= টাকা | ১০০/= টাকা |
ঢাকা থেকে কাউখালী | ৭১৫/= টাকা | ৪৪০/= টাকা | ১০৫/= টাকা |
ঢাকা থেকে হুলার হাট | ৭৪৫/= টাকা | ৪৫০/= টাকা | ১২০/= টাকা |
ঢাকা থেকে চরখালী | ৭৭৫/= টাকা | ৪৫০/= টাকা | ১২৫/= টাকা |
ঢাকা থেকে বড় মাছুয়া | ৮৮০/= টাকা | ৫৩০/= টাকা | ১৩৫/= টাকা |
ঢাকা থেকে সন্যাসী | ৮৮৫/= টাকা | ৫৪৫/= টাকা | ১৪০/= টাকা |
ঢাকা থেকে মোড়েল গঞ্জ | ৮৮৫/= টাকা | ৫৪৫/= টাকা | ১৪০/= টাকা |
ঢাকা থেকে মংলা বন্দর | ১২৩০/= টাকা | ৬২৫/= টাকা | ১৬০/= টাকা |