ট্রাভেলট্রেন

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, স্টপেজ, অফ ডে ২০২৩

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট মূল্য আলোচনা করতে যাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন যে দোলনচাঁপা এক্সপ্রেস সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত চলাচল করে থাকে। সাম্প্রতিক দোলনচাঁপা এক্সপ্রেস দিনাজপুর থেকে পঞ্চগড় পর্যন্ত এর পরিষেবা বর্ধিত করেছে। তাই আজকের এই নিবন্ধে আমরা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট মূল্য আলোচনা করব।

দোলনচাঁপা এক্সপ্রেস বাংলাদেশের উত্তরবঙ্গের জনপ্রিয় একটি ট্রেন।শুরুতেই এই ট্রেনটি সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত চলাচল করত। গত 11 জুন ২০২৩ হতে ট্রেনটি সান্তাহার থেকে পঞ্চগড় পর্যন্ত চলাচল শুরু করেছে। ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশন হতে শুরু করে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই রুটে ট্রেনের উদ্বোধন করেন রেল মন্ত্রী নুরুল ইসলাম।

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী (নতুন)

দোলনচাঁপা এক্সপ্রেস প্রতিদিন পঞ্চগড় থেকে সান্তাহার পর্যন্ত চলাচল করবে। ট্রেনটির কোনো বিরতি দিন নেই। জেনেটিক প্রতিদিন পঞ্চগড় থেকে সকাল ছয়টায় সান্তাহারে উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং ট্রেনটি বিকাল 3 টা 50 মিনিটে সান্তাহার রেলওয়ে স্টেশনে পৌঁছবে।

অপরদিকে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে আরেকটি ট্রেন প্রতিদিন বেলা 11 টায় পঞ্চগড়ে উদ্দেশ্যে ছেড়ে যাবে । রেল স্টেশনে পৌঁছবে রাত 8 টা 20 মিনিটে। সান্তাহার থেকে পঞ্চগড় পৌঁছাতে ট্রেনটি প্রায় 17 রেলস্টেশন অতিক্রম করবে।

স্টেশনছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
সান্তাহার টু পঞ্চগড়না6.00 AM3.50 PM
পঞ্চগড় টু সান্তাহারনা11.00 AM8.20 PM

 দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

দোলনচাঁপা এক্সপ্রেস পঞ্চগড় হতে সান্তাহার পর্যন্ত চলাচল করার সময় প্রায় 17 টি রেলওয়ে স্টেশন অতিক্রম করবে । ক্যান্টি যাত্রাপথে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এবং বগুড়া জেলা অতিক্রম করবে। তাই পঞ্চগড় হতে রংপুরগামী সকল যাত্রী এই ট্রেনটি ব্যবহারের সুবিধা পাবে।

আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস এর বর্ধিত যাত্রা বিরতি ও পরিবর্তিত বিস্তারিত সময়সূচিঃ
দোলনচাঁপা এক্সপ্রেস পঞ্চগড় হতে সান্তাহার
৭৬৮/সান্তাহার গামী/ডাউন,
১. বিমুসিই, পঞ্চগড়, ছাড়বে ৬ঃ০০
২. নয়নীব্রুজ ছাড়বে ৬ঃ১১
৩. কিসমত ছাড়বে ৬ঃ২৩
৪. রুহিয়া ছাড়বে ৬ঃ৩৫
৫. ঠাকুরগাঁও ছাড়বে ৬ঃ৫৪
৬. পীরগঞ্জ ছাড়বে ৭ঃ৩৭
৭. সেতাবগঞ্জ ছাড়বে ৭ঃ৫৫
৮. দিনাজপুর ছাড়বে ৮ঃ৩৫
৯. চিরিরবন্দর ছাড়বে ৮ঃ৫৯
১০. পার্বতীপুর পৌছাবে ৯ঃ২০ ছাড়বে ৯ঃ৪০
১১. খোলাহাটি ছাড়বে ৯ঃ৫৩
১২. বদরগঞ্জ ছাড়বে ১০ঃ০৬
১৩. রংপুর পৌছাবে ১০ঃ৩০, ছাড়বে ১০ঃ৩৫
১৪. কাউনিয়া পৌছাবে ১১ঃ০০, ছাড়বে ১১ঃ২৫
১৫. পীরগাছা ছাড়বে ১১ঃ৪৩
১৬. বামনডাঙ্গা ছাড়বে ১২ঃ২৭
১৭. গাইবান্ধা ছাড়বে ১৩ঃ০৫
১৮. বোনারপাড়া ছাড়বে ১৩ঃ৪০
১৯. মহিমাগঞ্জ ছাড়বে ১৩ঃ৫১
২০. সোনাতলা ছাড়বে ১৪ঃ০২
২১. বগুড়া ছাড়বে ১৪ঃ৩৮
২২. তালোড়া ছাড়বে ১৫ঃ০৪
২৩. সান্তাহার পৌছাবে ১৬ঃ০০
সান্তাহার থেকে পঞ্চগড় পৌঁছাতে
আপে/ডাউনে সমান বিরতি কার্যকর থাকবে।
৭৬৭/পঞ্চগড় গামী/আপ,
১. সান্তাহার ছাড়বে ১১ঃ০০
২. তালোড়া ছাড়বে ১১ঃ২৭
৩. বগুড়া ছাড়বে ১১ঃ৫৫
৪. সোনাতলা ছাড়বে ১২ঃ৩৯
৫. মহিমাগঞ্জ ছাড়বে ১২ঃ৫০
৬. বোনারপাড়া ছাড়বে ১৩ঃ০৫
৭. গাইবান্ধা ছাড়বে ১৩ঃ৪৫
৮. বামনডাঙ্গা ছাড়বে ১৪ঃ২০
৯. পীরগাছা ছাড়বে ১৪ঃ৪১
১০. কাউনিয়া পৌছাবে ১৫ঃ০০, ছাড়বে ১৫ঃ২০
১১. রংপুর ছাড়বে ১৫ঃ৪৭
১২. বদরগঞ্জ ছাড়বে ১৬ঃ১৫
১৩. খোলাহাটি ছাড়বে ১৬ঃ২৮
১৪. পার্বতীপুর পৌঁছাবে ১৬ঃ৪৫, ছাড়বে ১৭ঃ০৫
১৫. চিরিরবন্দর ছাড়বে ১৭ঃ২৭
১৬. দিনাজপুর ছাড়বে ১৭ঃ৫২
১৭. সেতাবগঞ্জ ছাড়বে ১৮ঃ২৮
১৮. পীরগঞ্জ ছাড়বে ১৮ঃ৪৬
১৯. ঠাকুরগাঁও ছাড়বে ১৯ঃ১৫
২০. রুহিয়া ছাড়বে ১৯ঃ৩৫
২১. কিসমত ছাড়বে ১৯ঃ৪৭
২২. নয়নীব্রুজ ছাড়বে ২০ঃ০০
২৩. পঞ্চগড় পৌঁছাবে রাত ২০ঃ২০ টায়v

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা

দোলনচাঁপা এক্সপ্রেসে ১০টি বগিতে মোট ৪৯৫টি আসন আছে। এর মধ্যে ২৭টি নন–এসি প্রথম শ্রেণির, ১৮০টি শোভন ও শোভন সাধারণ ২৮৮টি।

আসুন শ্রেণি অনুযায়ী দোলনচাঁপা এক্সপ্রেস এর টিকিট মূল্য বিভিন্ন রকম হতে পারে। পরিবর্তিত সময়সূচী এবং বর্ধিত রাস্তা দোলনচাঁপা এক্সপ্রেস এর টিকিট মূল্য নির্ধারিত হয়েছে।

দোলনচাঁপা এক্সপ্রেস এর টিকিট অনলাইনে অথবা স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। টিকিট কাটার সময় অনলাইনে টিকিট মূল্য দেখে নেওয়ার অনুরোধ করা হল।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫%ভ্যাট)
শোভন১২০ টাকা
শোভন চেয়ার১৪৫ টাকা
প্রথম বার্থ২৯০ টাকা
স্নিগ্ধা২৪০ টাকা
এসি সিট২৯০ টাকা
এসি বার্থ৪৩০ টাকা

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button