ট্রাভেলট্রেন

পার্বতীপুর টু দিনাজপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩

Rate this post

পার্বতীপুর টু দিনাজপুর ট্রেনের সময়সূচী টিকিট মূল্য এই নিবন্ধের আলোচ্য বিষয়। প্রতিদিন হাজার হাজার মানুষ অনলাইনে পার্বতীপুর টু দিনাজপুর ট্রেন চলাচল করে থাকে। তাই অনেকেই পার্বতীপুর হতে দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং টিকেট মূল্য অনলাইনে অনুসন্ধান করে। এর জন্য আজকের এই নিবন্ধে আমি পার্বতীপুর হতে দিনাজপুর ট্রেনের সময়সূচী টিকিট মূল্য আলোচনা করতে যাচ্ছি। পার্বতীপুর হতে দিনাজপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বেশ কিছু ট্রেন নিয়মিতভাবে চলাচল করে। ট্রেনগুলো হলো একতা এক্সপ্রেস,  দ্রুতযান এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, রামসাগর এক্সপ্রেস।

পার্বতীপুর হাতে দিনাজপুর ট্রেনের সময়সূচী

পার্বতীপুর হাতে দিনাজপুর ট্রেনের নিয়মিতভাবে উল্লেখিত ট্রেনগুলো চলাচল করে। প্রতিদিন সারাদিন ধরে এই রুটের ট্রেন পাওয়া যায়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরপর পার্বতীপুর হতে দিনাজপুর ট্রেন চলাচল করে থাকে। আমি পার্বতীপুর হতে দিনাজপুর ট্রেনের সময়সূচী আলোচনা করছি।

  • একতা এক্সপ্রেস সপ্তাহের 7 দিনেই সন্ধ্যা 6 টা 15 মিনিটে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং দিনাজপুর পৌঁছায় সাতটায়।
  • দ্রুতযান এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন রাত্রি 3:15 দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দিনাজপুরে পৌঁছায় ভোর চারটায়।
  • দোলনচাঁপা এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহের রবিবার বন্ধ থাকে। অন্যান্য দিন সন্ধ্যা 6:45 দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় দিনাজপুর পঞ্চায়েত আটটা 20 মিনিটে।
  • পঞ্চগড় এক্সপ্রেস সপ্তাহের 7 দিন প্রতিদিন ভোর 5 টা 50 মিনিটে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। দিনাজপুরে পৌঁছায় সকাল 6 টা 30 মিনিটে
  • বাংলাবান্ধা এক্সপ্রেস শুক্রবার বন্ধ থাকে। অন্যান্য দিন 2:10 দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দিনাজপুরে পৌঁছায় তিনটা 5 মিনিটে।
পার্বতীপুর হাতে দিনাজপুর ট্রেনের সময়সূচী
পার্বতীপুর হাতে দিনাজপুর ট্রেনের সময়সূচী

পার্বতীপুর হতে দিনাজপুর ট্রেনের ভাড়ার তালিকা

পার্বতীপুর হাতে দিনাজপুর স্বল্প দূরত্বে এই রুটে ব্যাপকসংখ্যক যাত্রী প্রতিদিন যাতায়াত করে থাকে। এই রাস্তাটি অতিক্রম করতে আন্তঃনগর ট্রেনগুলো মাত্র এক ঘণ্টা সময় লাগে। মেইল এক্সপ্রেস ট্রেন গুলোর কিছুটা বেশি সময় লাগে। আপনি যদি পার্বতীপুর হতে দিনাজপুর ভারার তালিকা অনলাইন অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধে পেয়ে যাবে।

  • শোভন ৪৫
  • শোভন চেয়ার ৫০
  • ফার্স্ট ক্লাস ৯০,
  • ফার্স্ট ক্লাস বার্থ ১১০
  • স্নিগ্ধা ১০০ (ভ্যাট ব্যাতিত),
  • এসি সিট ১১০ (ভ্যাট ব্যাতিত),
  • এসি বার্থ ১৩০ টাকা (ভ্যাট+ বেডিং চার্জ ব্যাতিত)।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।
Back to top button