স্টাটাস

বিকেলের ছন্দ, এসএমএস, স্ট্যাটাস, মেসেজ, কিছু কথা

একটি কর্মব্যস্ত দিন শেষে চলে আসে বিকেল। বিকেল মানে ক্লান্ত দিন শেষে আমরা আরাম করার সময়। বিকেল মানে হাজার রকম আইটেমের খাবার তৈরি করে আনন্দ উল্লাসে খাবার খাওয়া। বিকেল মানে চায়ের কাপে চুমুক দিয়ে গল্প আড্ডা দেওয়া। আর প্রিয়জনের অনুপস্থিতিকে অনুভব করে প্রিয় মানুষকে স্মরণ করা। বিকেল মানেই হারিয়ে ফেলা সেই পুরনো দিনের কথা মনে করে জানালার পাশে দাঁড়িয়ে অতীতের কথা স্মরণ করা। বিকেল মানে আনন্দ মজা । তাই তো প্রতিটি বিকেল হোক সুন্দর। তবে আসুন আর দেরি নয় উপভোগ করি সেই সুন্দর বিকেলের লেখা।

বিকেলের ছন্দ

বিকেল কে উদ্দেশ্য করে হাজারো কল্পনা সাজিয়ে রাখি মনের ভিতর। সারাদিন ব্যস্ততার পর অবসান ঘটে বিকেলের সময়।বিকেলের গোধূলি মাখা সময়টা যেন আরো বেশি আনন্দে আনন্দিত করে দেয় আমাদের মনকে। বিকেলেকে কেন্দ্র করে নিচে কিছু ছন্দ দেয়া হলো। আশা করছি ভাল লাগবে আপনাদের।

১) এখন আমার ক্লান্ত বিকেল
ধূসর আকাশ নীল বেদনায় কষ্ট
স্পষ্ট করে সহজ কথা
কেউ বলে না আমায়।

২) ধীরে ধীরে নেমে আসে আঁধারের কালো
গোধূলি ও চোখ বুঝে যায় অন্ধকারের ছায়া তে।

৩)উষ্ণ উজ্জ্বল অরুণের
সর্বশেষ কিরণ এসে
সেই কিরনের আলোয় আলোকিত
হয় গোধূলির বিকেল।

৪) পাখিগুলো ডানা ঝাপটে
উড়তে শুরু করে তার
তৈরি করার নীড় মুখি।

৫) কর্মব্যস্ত মানুষ সারাদিন
শেষ করে ক্লান্ত শরীর নিয়ে
ঘরে ফিরেই রাতের আরামের উদ্দেশ্যে

৬)পৃথিবীতে ধীরে ধীরে
নেমে আসে অন্ধকারের ছায়া
সেই ছায়ার ফলে একটা
সময় রাতে পরিণত হয়।

৭)দিনের অবসানে শেষ চিহ্ন রেখে
জ্বলে ওঠে রাতের আকাশে ধ্রুবতারা
ধ্রুবতারা গুলো মিটমিট করে
আলোয় আলোকিত করে
রাতের আকাশে অনেক।

৮) রজনীগন্ধার ঘ্রানে ভরে উঠে
রাতের আধারের পৃথিবী
সেই রাতের সাজে পৃথিবীর সেজেছে।

৯) চলনা দুজন বিকেল বিকেল যাই
দুজন দুজনের হাতে হাত রেখে
মিষ্টি বিকেলে ঘুরে বেড়াই।

১০)বিকেল মানেই উড়ছে মন
বিকেল মানে ডাকছে নদীর পাড়
বিকেল মানে বান্ধবীরা মিলে
হৈ হৈ করে হাসি মজা করা
বিকেল মানেই সোনালী রোদ মাখা সর্বস্তরে।

১১)বিকেল মানেই প্রিয়জনকে
মনে করে তার সাথে কাটানোর
সময় অনুভব করে শান্তি আসে মনে
বিকেল মানেই সময় কে পার
করে দেওয়া আপন মানুষ গুলোর সাথে।

১২)বিকেল মানেই আমি আর তুমি পাশাপাশি বসে দুজন দুজনকে দেখি আর গল্প করি
বিকেল মানেই এক কাপ চায়ের
সাথে সময়টা তোমার সাথে পার করা।

১৩) শেষ বিকেলে হঠাৎ দমকা হাওয়া
এই আছি এই নেই
শুধু বুক ভরা ভালোবাসা
দূরে ওই মুঠো মুঠো আলোর ছায়া।

১৪) বিকেলে আকাশের দিকে তাকিয়ে
মনের কথা বলে দেখো
আনন্দে অনুভব করতে পারবে।

পরিশেষে বলতে চাই যে, এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে বিকেলের ছন্দ নিয়ে যে উক্তিটি আপনাদের সামনে এ দিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে। এ ছন্দ গুলো থেকে আপনারা আপনাদের প্রিয় মানুষকে পৌঁছে দিতে পারবেন আপনাদের মনের কথা। জানিনা কতটুকু দিতে পারছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।
Back to top button