ট্রাভেলট্রেন

বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

আজকের নিবন্ধের আলোচ্য বিষয় বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট মূল্য বিরোধী স্টেশন এবং রোড ম্যাপ। আপনি যদি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত যাতায়াত করতে চান তাহলে বিজয় এক্সপ্রেস ট্রেন সম্পর্কে জানা টা আপনার জন্য অত্যন্ত জরুরী ।বিজয় এক্সপ্রেস (ট্রেন নং ৭৮৫/৭৮৬) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। এটি চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহের ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে।বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম−ময়মনসিংহ রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০১৪ সালের ১৯শে ডিসেম্বর ট্রেনটি উদ্বোধন করা হয়। ট্রেনটির বেজ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন।

বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিং থেকে বন্দরনগরী চট্টগ্রাম পর্যন্ত যাতায়াত করে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সকাল 7 টা 20 মিনিটে ছেড়ে যায়। এবং ময়মনসিং পঞ্চায়েত বিকাল 3 টা ৫৫ মিনিটে। চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে ট্রেনটি বুধবার বন্ধ থাকে। অপরদিকে ময়মনসিং থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিদিন রাত 8:30 মিনিটে, এবং চট্টগ্রামে পৌঁছায় সকাল 5:30 মিনিটে। ময়মনসিং থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকে।

ট্রেননংউৎসপ্রস্থানগন্তব্যপ্রবেশসাপ্তাহিকছুটি
৭৮৫চট্টগ্রাম০৭:২০ময়মনসিংহ১৫:৫৫বুধবার
৭৮৬ময়মনসিংহ২০:৩০চট্টগ্রাম০৫:৩০মঙ্গলবার

বিজয় এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন

বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিং থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বেশ কয়েকটি জায়গায় এর বিরতি দিয়ে থাকে। আমি একটি টেবিল এর মাধ্যমে বিজয় এক্সপ্রেস ট্রেনটির বিরতি স্টেশনগুলোর সময় উল্লেখ করব। আপনি এখান থেকে খুব সহজে বিজয় এক্সপ্রেস ট্রেনটি বিরতি স্টেশন গুলো সম্পর্কে ধারনা পাবেন।

বিরতি স্থান বা ট্রেন থামানোর স্টেশনচট্টগ্রাম থেকে (৭৮৫)ময়মনসিংহ থেকে (৭৮৬)
ভাটিয়ারী০৭ঃ৩৭০৫ঃ০৬
ফেনী০৮ঃ৫৫০৩ঃ৪৮
লাকসাম০৯ঃ৪০০৩ঃ০৫
কুমিল্লা১০ঃ২০০২ঃ৩৬
আখাউড়া১১ঃ৩০০০ঃ৫০
ভৈরব বাজার১২ঃ২০০০ঃ০৫
কিশোরগঞ্জ১৩ঃ৩৫২৩ঃ৩৫
গৌরীপুর১৪ঃ৪৫২১ঃ০০

বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য

বাংলাদেশ রেলওয়ে থেকে বিজয় এক্সপ্রেসের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। বিজয় এক্সপ্রেসের টিকিটের মূল্য খুবই কম। এখান থেকে টিকিটের দাম জেনে আপনাকে স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে হবে বা ইন্টারনেটেও কিনতে হবে।

নিচের ছক থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা জানুন এবং পছন্দের আসন নির্বাচন করুণ।

আসন বিভাগটিকেটের মূল্য
শোভন৩২০ টাকা
শোভন চেয়ার৩৮৫ টাকা
প্রথম সিট৫১৫ টাকা

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button