শারদীয় শুভেচ্ছা ২০২৩ – বন্ধুকে, প্রেমিক/প্রেমিকাকে, বৌদিকে পূজার শুভেচ্ছা

শরতের শুভ্র আকাশে কাশবনের সাদা ফুলে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা। সকলে ভালো আছেন আশা করি। এবার পুজো কাটবে সকলের আনন্দদায়ক এবং ভক্তি ও শ্রদ্ধা ভরে। দুর্গাপূজা উপলক্ষে আমরা একে অপরকে শুভেচ্ছা প্রীতি জানাই। এ পূজায় আমরা ছোট বড় বন্ধু-বান্ধব সকলকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানাই। তাই আজকেই আমার পোস্টে আলোচনা করা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে কিছু শুভেচ্ছা বাণী নিয়ে। প্রিয় মানুষকে দূর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য আজকের এই অনুচ্ছেদে শুভেচ্ছা বাণী শেয়ার করা হয়েছে।
আমরা বন্ধু-বান্ধব ভাই বোন আত্মীয়স্বজন ও পিতা-মাতাকে এবং পরিবারের সকল সদস্যকে নিয়ে দুর্গাপূজা উপভোগ করি। দুর্গাপূজায় আমরা সকলেই ভক্তি ভরে মাকে স্মরণ করে মায়ের পূজা অর্চনা করি। দুর্গাপূজায় ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেকটা দিন আমাদের উৎসবমুখর পরিবেশ এবং পূজা অর্চনা করতে সময় পেরিয়ে যায়। দুর্গাপূজায় আমরা মন্ডপে মন্ডপে মায়ের দর্শন করি সকালে ঘুম থেকে উঠে পোশাক ও পরিধান করে ফুলেফলে মায়ের পূজা অর্চনা করতে চাই। শ্রদ্ধাঞ্জলি জানাই মায়ের চরণে। পূজায় বন্ধুবান্ধব ভাই-বোন আত্মস্বজন এবং পরিবারের সদস্যকে নিয়ে আমরা মন্ডপে পূজা-অর্চনা থেকে শুরু করে মায়ের আরতি পরিবেশন করি। তাই এই দুর্গাপূজায় আমরা আমাদের প্রিয়জনকে পূজার শুভেচ্ছা জানাই। আজকে এই অনুচ্ছেদে কিছু শুভেচ্ছা বাণী শেয়ার করা হয়েছে।
বন্ধুকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা
শারদীয় দুর্গাপূজায় আমরা সকল বন্ধু মিলেই মণ্ডপে মন্ডপে ঠাকুর দেখা থেকে শুরু করে নানা অনুষ্ঠান এবং পূজার আয়োজনে উপস্থিত থাকে। নতুন পোশাক পরিধান করে আমরা বন্ধুদের সাথে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠেই একে অপরের শুভেচ্ছা জানিয়ে মণ্ডপে যাই। বন্ধুদের সাথে স্যারদের দুর্গাপূজা পুরো সময়টা আনন্দ এবং বিনোদনের মধ্যে কাটাই। তাই বন্ধুদেরকে আমরা ষষ্ঠী থেকে শুরু করে দশমী অবধি প্রতিদিনই শুভেচ্ছা জানাই। ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সপ্তমীর শুভেচ্ছা জানাই অষ্টমী নবমী এবং দশমীর শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠানের বন্ধুদের জন্য কিছু শুভেচ্ছা বাণী শেয়ার করা হয়েছে।

১। আধাঁর কেটে আলো আসুক, মানুষ মানুষকে ভালোবাসুক। শারদের ছোঁয়ায় মনের সব আধাঁর, কলুষতা দূর হোক। মায়ের কৃপায় জীবন আলোকিত হোক। শরদ শুভেচ্ছা।
২। শারদের ছোয়া লাগুক মনে প্রাণে, মুছে যাক সকল জরা, সকল যন্ত্রণা। মায়ের আর্শিবাদে শুভ সূচনা হোক সকল ব্যর্থতা মুছে যাক। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা।
৩। মায়ের কৃপায় মনের অসুরকে বধ করে ভালো মনের মানুষ হয়ে ওঠি আমরা। অশুভ বিনাশ করে শুভ ও সুন্দরের তপস্যা করি। দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা রইল।
৪। পূজা মানে আনন্দ আয়োজন, পূজা মানে সকল অশুভ শক্তির বিনাশ সাধন। শুভ শক্তির উদ্বোধন হোক এই শারদে । শারদীয় শুভেচ্ছা।
৫। মায়ের চরণ ছোঁয়ায় অশুভ, অরাজকতার বিলুপ্তি ঘটুক এই ধরণী হতে। দেহের সুস্থতা বজায় থাকুক, মনে তৃপ্ততা আসুক। শারদীয় শুভেচ্ছা।
৬। শরতের শুভ্রতার মতো স্বচ্ছতা পাক মনের আঙিনা পত্যাশা এই পূজার পার্বনে। মায়ের আর্শিবাদে পূর্ণতা আসুক জীবনের প্রতিটি পদক্ষেপে। শারদীয় শুভেচ্ছা।
৭। আপনার ও আপনার পরিবারের সকল দুর্গতি নাশ হোক মা দূর্গার কৃপায়। সুখ ও সমৃ্দ্ধি আসুক জীবনে দুর্গা পুজার শুভেচ্ছা রইল।
প্রেমিকার জন্য সাহায্য দূর্গা পূজার শুভেচ্ছা
দুর্গাপূজা আমরা বহু কাঙ্খিত একটি সময়। প্রেমিক-প্রেমিকাদের জন্য এই সময়ে একে অপরের সৌন্দর্যের মুগ্ধ হওয়ার মত। প্রেমিকা সকালে ঘুম থেকে উঠে শাড়ি পড়ে মায়ের অঞ্জলি দেওয়ার সময় প্রেমিক প্রেমিকাকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানায়। একে অপরের সাথে পূজার মন্ডপে কিছু সময় কাটায়। কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে ছবি তোলা সবকিছুই প্রেমিকার সাথে সময় গুলো আনন্দে কাটে। দুর্গাপূজায় তাই আমরা প্রেমিকাকে কখনো শুভেচ্ছা জানাতে ভুলি না। সকালে ঘুম থেকে উঠেই ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রতিদিনই শুভেচ্ছা জানানো হয় প্রেমিকাকে। আজকে এই অনুচ্ছেদে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানোর জন্য কিছু শুভেচ্ছা বাণী শেয়ার করা হয়েছে।
- অশুভ চিন্তা-ভাবনা ঘুঁচে শুভ ও কল্যাণকর চিন্তার উদয় হোক মায়ের আর্শিবাদে। জীবন হোক আলোকিত। সার্বজনীন দূর্গা পূজার প্রীতি শুভেচ্ছা রইল।
- হে বন্ধু তোমার জীবন আলোকিত হোক সত্যের আলোয়। মায়ের কৃপায় সকল প্রতিবন্ধকতা দূর হোক। তোমাকে জানাই শারদ শুভেচ্ছা।
- মনোবল দৃঢ় হোক, কর্মনিষ্ঠ হোক জীবন, মা দূর্গার আর্শিবাদে কল্যাণকর চিন্তা শক্তির বিকাশ ঘটুক। শুভ শfরদীয়া।
- বছর ঘুরে মা আবার এলো ধরণীতে। মায়ের কৃপায় দূর হোক বছরের সব গ্লানি, ব্যর্থতা। নতুন করে শুভ সূচনা হোক মায়ের আর্শিবাদে। দূর্গা পূজার শুভেচ্ছা।
- মায়ের আগমনের সাথে সাথে বিনাশ হোক সকল অশুভ শক্তির। আলোয় আলোয় আলোকিত হোক ধরণী। দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন।
- ধরণীর বুকে মায়ের চরণ স্পর্শে কেটে যাক সকল অন্ধকার। আলোকিত হোক জনজীবন, স্বচ্ছতা আসুক মনে, প্রফুল্লতা আসুক প্রাণে। শারদীয় শুভেচ্ছা।
- মায়ের কাছে ধরাশায়ী হোক মনের অশুভ চিন্তা ভাবনা। ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধার সাথে এগিয়ে চলুক মানব সভ্যতা। আপনাকে জানাই দূর্গা পূজার প্রীতি শুভেচ্ছা।
- অষ্টমীর এই মহাকালে বিনাশ হোক অসুর, বিনাশ হোক অশুভ শক্তির, আলোকিত হোক আপনার জীবন। দূর্গা পূজার শুভেচ্ছা রইল।
- মায়ের কাছে অশুভ শক্তির কোন ছাড় নেই। তাই মায়ের কৃপাদৃষ্টি পেতে অশুভকে পরিহার করে শুভ কাজে নিয়োজিত হোন। নিজের ও পরিবারের মঙ্গল বয়ে আনুন। শারদ শুভেচ্ছা রইল।
প্রেমিককে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা
পূজা উপলক্ষে আমরা সকলেই একে অপরকে শুভেচ্ছা জানাই। তবে বিশেষ ব্যক্তিদের জন্য আমরা সব সময় আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। বিশেষ ব্যক্তিদের মধ্যে প্রেমিকার কাছে প্রেমিককে শুভেচ্ছা জানানো গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠে শুরু করে সারাদিন প্রেমিককে দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়। একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য দুর্গাপূজার শুভেচ্ছা একে অপরকে জানাই। তাই আজকের এই অনুচ্ছেদে প্রেমিককে শুভেচ্ছা জানানোর জন্য কিছু দূর্গা পূজার শুভেচ্ছা বাণী শেয়ার করা হয়েছে।

- দুর্গম অসুরের মতো পরিণতি না হোক কারো। মায়ের কোপে কোন অসুরের রক্ষা নেই, তাই সত্য ও সুন্দরের সাধনা করে মায়ের কৃপা লাভ করুন। দুর্গা পূজার শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
- জগতের খারাপের স্থায়িত্ব খুব কম, মিথ্যা কথনো মাথা তুলে দাঁড়াতে পারে না। মায়ের কৃপা পেতে এই সব থেকে দূরে থাকুন। জীবনকে সুন্দর করতে সত্য ও ন্যায়নিষ্ঠ হোন। শারদ শুভেচ্ছা রইল।
- আপনি ও আপনার পরিবার সর্বদা মায়ের কৃপায় সুস্থ্ ও সফলতার সাথে এগিয়ে চলুক। মায়ের কাছে নিজেকে সমর্পণ করে সত্যের পথে চলুন। দুর্গা পূজার শুভেচ্ছা।
- আমাদের এই ছোট্ট জীবনের গুরুত্ব অনেক। মায়ের কৃপায় এই জীবনকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে গড়ে তুলি। শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা রইল।
বৌদিকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা
পরিবারে সবচেয়ে কাছের মানুষ গুলোর মধ্যে বৌদি অবশ্যই একজন। আমরা পড়ি পরিবারের বৌদিদের সাথে হাসি মজা ঠাট্টা করি তেমনি বৌদিকে শ্রদ্ধা করা হয়। বৌদিদের সাথে দুর্গাপূজায় সবচেয়ে বেশি সময় মজা করা হয়। তাই দুর্গাপূজায় বৌদিকে শুভেচ্ছা জানানোর জন্য আজকের এই অনুচ্ছেদে শারদীয় দুর্গাপূজার কিছু শুভেচ্ছা বাণী শেয়ার করা হয়েছে। এই সকল শুভেচ্ছা বাণী দিয়ে আপনারা আপনার বৌদিকে শুভেচ্ছা জানাতে পারবেন।
মা গো তুমি জগৎ জননী,
করো সবার ভালো…
সকলের মনের কষ্ট নিয়ে,
দিও খুশির আলো… শুভ দূর্গা পূজা
নীল আকাশে মেঘের ভেলা
পদ্মা ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক শারদ বেলা!……………শুভ দূর্গা পূজা
উচ্ছাস ও আনন্দ থাকুক সকলের ঘরে,
পরিবার ও ভালোবাসার মানুষদের
নিয়ে সুখী হােক সকলে।………শুভ দূর্গা পূজা
পুজোর এই পাঁচদিন ভরে উঠুক আনন্দে,
তোমাকে ও তোমার পরিবারের
সকলকে সুস্থ্য রাখুক মা
এই প্রার্থনা করি… শুভ দূর্গা পূজা
আমাদের এই ওয়েবসাইটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনেকগুলো পোস্ট শেয়ার করা হয়েছে। এখান থেকে আপনারা দুর্গাপূজার শুভেচ্ছা বাড়ি থেকে শুরু করে স্ট্যাটাস এসএমএস প্রভৃতি সংগ্রহ করতে পারবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শুভেচ্ছা ও দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই নমস্কার।