ট্রাভেললঞ্চ

Bay Cruise SPL লঞ্চের সময়সূচী ও ভাড়া ২০২৪ | টেকনাফ থেকে সেন্টমার্টিন লঞ্চের সময়সূচি ও ভাড়া ২০২৪

টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম হল লঞ্চ। তাই এই অনুচ্ছেদে আমরা টেকনাফ থেকে সেন্টমার্টিন Bay Cruise SPL লঞ্চে করে যাতায়াতের জন্য Bay Cruise SPL লঞ্চের সময়সূচী টিকিট মূল্য অগ্রিম টিকিট বুকিং সিস্টেম সহ যাবতীয় পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি আপনি যদি টেকনাফ থেকে সেন্ট মার্টিন লঞ্চের সময়সূচি টিকিট মূল্য অনুসন্ধান করে থাকেন ? তাহলে আমাদের এই অনুচ্ছেদ হতে সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন। এটি একটি দ্বীপ হয় সমুদ্র পৃষ্ঠে অবস্থিত। এই দ্বীপে যাতায়াতের একমাত্র ব্যবস্থা হল জলপথ। জলপথে বিভিন্ন পদ্ধতিতে আপনি টেকনাফ থেকে সেন্টমার্টিন যাতায়াত করতে পারবেন। যেমন: লঞ্চ, স্টিমার, স্পিডবোর্ড, ট্রলার ইত্যাদি।

আমরা এই অনুচ্ছেদে Bay Cruise SPL লঞ্চ দিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাতায়াতের সমস্ত পদ্ধতি তুলে ধরেছি।
Bay Cruise SPL লঞ্চে করে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার সময় আপনি অন্যরকম একটি ফিলিংস অনুভব করতে পারবেন। সমুদ্র চারদিকে সেই সাথে রোমাঞ্চকর পরিবেশ আপনাকে অন্য এক ভবনে নিয়ে যাবে। স্বল্প খরচে এই লঞ্চে যাতায়াতের জন্য আপনি সর্বাধুনিক সুযোগ সুবিধা পেতে পারেন।

Bay Cruise SPL লঞ্চের সময়সূচি ২০২৪

Bay Cruise SPL লঞ্চে করে আপনি খুব সহজেই টেকনাফ থেকে সেন্টমার্টিন যাতায়াত করতে পারবেন। পর্যটন মৌসুমে এই লঞ্চটি নিয়মিত ভাবে যাতায়াত করে। যাত্রী সংকট থাকায় অফ সিজিনে সেন্টমার্টিন হতে টেকনাফ যাতায়াত করার জন্য এই লঞ্চটি বন্ধ থাকে। যে সময়টুকু এই লঞ্চটি যাতায়াত করে সেই সময়ের সময়সূচী আমরা তুলে ধরেছি।

টেকনাফ থেকে শুরু সকাল ৯:২৫
সেন্ট মার্টিন্স থেকে শুরুবিকাল ৩:৩০

*দ্রষ্টব্য: অনিবার্য পরিস্থিতির কারণে, সময় পরিবর্তন হতে পারে।

টেকনাফ থেকে সেন্টমার্টিন লঞ্চের সময়সূচি ২০২৪

টেকনাফ থেকে সেন্টমার্টিন যাতায়াতের জন্য Bay Cruise SPL লঞ্চ একটি জনপ্রিয় লঞ্চ। সর্বাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই লঞ্চটিতে যাতায়াতের জন্য সর্বোচ্চ আড়াই ঘন্টা সময় লাগে। সেন্ট মার্টিনের বিভিন্ন পয়েন্টে এই লঞ্চটি আপনাকে পৌঁছে দেবে। সে অনুযায়ী সময় একটু পার্থক্য থাকবেই। নিচে Bay Cruise SPL লঞ্চের সময়সূচি তুলে দেওয়া হল।

Bay Cruise SPL লঞ্চের টিকিট মূল্য

টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার সময় এই লঞ্চটি আপনাকে বেশ কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করবে। উত্তাল সমুদ্রের বাতাস আপনার চুলে দোলা দেবে। উপসাগরের জলের নোনতা গন্ধ টেকনাফের উচ্ছ্বাস এবং সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জের লুকানো প্রবাল আনন্দ আপনার মনকে আরো বিমোহিত করবে।

রোজনী গোন্ধা (গ্রিন জোন)1200.00 টাকা
হাসনা হেনা (ব্লু জোন)1300.00 টাকা
কৃষ্ণচূড়া (রেড জোন)1500.00 টাকা


*দ্রষ্টব্য: 3 বছরের কম বয়সী শিশুরা বিনামূল্যে ভ্রমণ করবে। দয়া করে মনে রাখবেন যে তাদের জন্য কোন আসন বরাদ্দ করা হবে না। অর্ধেক টিকেট পাওয়া যাচ্ছে না।

Bay Cruise SPL লঞ্চের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম

Bay Cruise SPL লঞ্চে করে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাতায়াত করার জন্য অগ্রিম টিকিট বুকিং করতে পারবেন। সেক্ষেত্রে Bay Cruise SPL লঞ্চের কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনে shohoz.com টিকিট বুকিং দেওয়া যায়।এছাড়াও এই অনুচ্ছেদের সরবরাহকৃত নাম্বারগুলো থেকে Bay Cruise SPL লঞ্চের অগ্রিম টিকিট বুকিং করতে পারবেন।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button