
আইপিএল নিলাম ২০২৩ সম্পন্ন হয়েছে। আইপিএল নিলাম 2020 শেষে কলকাতা নাইট রাইডার্স কিরকম দল গঠন করল এক নজরে দেখে নেওয়া যাক। এই নিবন্ধের আলোচ্য বিষয় কলকাতার নাইট রাইডার্স স্কোয়াড ২০২৩। আপনি যদি কলকাতা নাইট রাইডার্স স্কোয়ার ২০২৩ অনুসন্ধান করেন তাহলে নিবন্ধ আপনাকে স্বাগতম।
কলকাতার নাইট রাইডার্স এর মালিক শাহরুখ খান এবার অত্যন্ত শক্তিশালী দল গঠন করেছেন। আবারো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা দল গঠন করেছে।
কলকাতা নাইট রাইডার্স মোট সাতজন খেলোয়ার কে ধরে রেখেছিল তারা হলেন সুনীল নারিন বরুণ চক্রবর্তী এছাড়াও কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে আরো 21 জন খেলোয়াড় কিনেছে। সবমিলে কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় সংখ্যা 25 জন। কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় দিনে অজিঙ্কা রাহানে , উমেশ যাদবের মতো তারকা ক্রিকেটারদের কিনেছে। কেকেআরের নিলাম শেষে 45 লক্ষ টাকা অবশিষ্ট আছে।
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড ২০২৩
কলকাতা নাইট রাইডার্স অভিজিৎ ওমর হতে শুরু করে আন্ডার রাসেলের মত বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়দের রেখেছে, ব্যাটসম্যান হিসেবে আছে শ্রেয়াস আইয়ার, অপরদিকে অলরাউন্ডার হিসেবে আছে সুনীল নারিন, মোহাম্মদ নাবি, আন্ডার রাসেল বোলার হিসেবে আছেন টিম সাউদি, উমেশ যাদব, অশোক শর্মা।
আমরা এক নজরে কলকাতা নাইট রাইডার্স কে কে আর এর পূর্ণ দলটি দেখে নেব।
ব্যাটার: অভিজিৎ তোমর (৪০ লক্ষ টাকা), প্রথম সিংহ (২০ লক্ষ টাকা), রমেশ কুমার (২০ লক্ষ টাকা), অ্যালেক্স হেলস (১.৫ কোটি টাকা), অজিঙ্ক রাহানে (১ কোটি টাকা), শ্রেয়স আইয়ার (১২.২৫ কোটি টাকা), রিঙ্কু সিংহ (৫৫ লক্ষ টাকা)
কলকাতা নাইট রাইডার্স এর লোগো ২০২৩
প্রত্যেকটি দলের সংক্ষিপ্ত পরিচয় বহন করে সেই দলের লোগো। কলকাতা নাইট রাইডার্স এর লোগো তুলে ধরা হলো।
