আইপিএলস্পোর্টস

আইপিএল ২০২৩ গুজরাট টাইটানস দলের স্কোয়াড, কোচ, মালিক

সুপ্রিয় পাঠক, সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়ে গেছে। আইপিএল নিলাম শেষে গুজরাট টাইটানস কিরকম দল গঠন করল এসম্পর্কে অনেকে অনলাইন অনুসন্ধান করছেন। এই নিবন্ধে আমি গুজরাটে টাইটান্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এর আগে আইপিএলে আটটি দল অংশগ্রহণ করলেও এবারে আইপিএলে গুজরাট টাইটানস নতুন দল যুক্ত হয়েছে। নতুন দল হিসেবে গুজরাট টাইটানস প্লেয়ার ড্রাফট হতে প্রথমে হার্দিক পান্ডিয়া, রশিদ খান, সুমন গিল গেলে এই 3 জন খেলোয়াড়কে দলে ভিড়িয়ে ছিল।

পরবর্তীতে নিলাম হতে গুড স্টার টাইটানস আরো বেশ কিছু খেলোয়াড় কিনে। এখন গুজরাটে টাইটান্স মূল স্কোয়ারট দেখতে এরকম হলো।

গুজরাট টাইটানস দলের স্কোয়াড ২০২৩

লকি ফার্গুসন- ১০ কোটি টাকা
রাহুল তেওটিয়া- ৯ কোটি টাকা
মহম্মদ শামি- ৬.২৫ কোটি টাকা
জেসন রয়- ২ কোটি টাকা
অভিনব মনোহর সদারঙ্গানি – ২.৬০ কোটি টাকা
ম্যাথু ওয়েড- ২.৪০ কোটি টাকা
ঋদ্ধিমান সাহা- ১.৯০ কোটি টাকা
ডেভিড মিলার- ৩ কোটি টাকা
প্রদীপ সাঙ্গওয়ান- ২০ লক্ষ টাকা
আলজারি জোসেফ – ২.৪০ কোটি টাকা
দর্শন নলকাণ্ডে- ২০ লক্ষ টাকা
যশ দয়াল – ৩.২০ কোটি টাকা
বিজয় শঙ্কর- ১.৪০ কোটি টাকা
জয়ন্ত যাদব- ১.৭০ কোটি টাকা
ডোমিনিক ড্রেকস- ১.১০ কোটি টাকা

আর সাই কিশোর – ৩ কোটি টাকা

বরুণ অ্যারন – ৫০ লক্ষ টাকা
গুরকিরাত মান সিংহ- ৫০ লক্ষ টাকা
নূর আহমেদ- ৩০ লক্ষ টাকা
সাই সুদর্শন- ২০ লক্ষ টাকা

গুজরাট টাইটানস দলের একাদশ ২০২৩

গুজরাত টাইটান্স হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্সের প্রথম একাদশে থাকতে পারেন

  1. জেসন রয়,
  2. শুভমান গিল,
  3. বিজয় শঙ্কর,
  4. অভিনব মনোহর,
  5. ম্যাথু ওয়েড (উইকেটকিপার),
  6. হার্দিক পাণ্ডিয়া,
  7. রাহুল তেওয়াটিয়া,
  8. রশিদ খান,
  9. আর সাই কিশোর,
  10. লকি ফার্গুসন
  11.  মহম্মদ শামি।

তবে এই দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা। ফলে ওয়েড পাকিস্তান সফরে থাকাকালীন প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। ফলে প্রথম ম্যাচ থেকেই খেলবেন ঋদ্ধি। অন্য কোনও বিদেশিকে দেখা যেতেই পারে প্রথম একাদশে। ওয়েড এলে রদবদল হবে একাদশে। ঋদ্ধিকে দিয়ে ওপেন করানোও যেতে পারে।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button