নামের তালিকা

আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

একটি শিশুর জন্মের পর প্রথম কাজ হলো তার একটি নাম রাখা। শিশু জন্মের পর একটি নাম পাওয়া তার  আধিকার । এই আর্টিকেলের আমরা আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম বাংলা অর্থসহ তালিকা সংযুক্ত করেছি। আপনি যদি আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম বাংলা অর্থসহ অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধে আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম বাংলা অর্থসহ পেয়ে যাবেন। আপনাদের জন্য আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম বাংলা অর্থসহ তালিকা সংযুক্ত করেছি।

একটি শিশুর জন্য নাম হল গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মা যখন গর্ভধারণ করেন তার কিছুদিন পরেই গর্ভস্থ শিশুটি কে কেন্দ্র করে শুরু হয় নাম রাখার নানা ধরনের পরিকল্পনা। সর্বপ্রথমে নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য বাড়ির পরিবারের প্রত্যেকটি সদস্য শুরু করে দেন নানা ধরনের পরিকল্পনা এবং আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সবাই মিলে খুব গুরুত্বের সাথে শুরু করে দেন শিশুটির নাম রাখার প্রথম পর্ব। সুতরাং, এই নাম রাখা নিয়ে একটি শিশুর পুরো পরিবার অনেক বেশি এক্সাইটেড থাকে। আর প্রত্যেকেই চায় যেন তার রাখা নামটি শিশুটিকে সবাই ডাকে।

আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম

তাই নাম রাখার ক্ষেত্রে পরিবারের কোন সদস্য এই পিছিয়ে থাকে না। এমন কি বন্ধু-বান্ধবীরা সবাই মিলে এই নাম রাখার মিশন শুরু করে দেয়। তবে একটি শিশুর জন্য নাম একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য নাম রাখার পাশাপাশি একটি নামের বাংলা অর্থ কি হবে সেদিকেও খেয়াল রাখতে হবে। কেননা একটি নামেই সমাজে শিশুটি পরিচিত হবে। আর এই নামটি শিশুটির পরিচিতি স্থাপন করে। তাই যেকোনো একটি নাম দিলে এই হবে না । নামটি উচ্চারণে যেন সহজ সরল এবং সুন্দর একটি অর্থ বহন করে এটাও মাথায় রাখতে হবে।

একটি সুন্দর অর্থযুক্ত নাম যা শিশুটির ভবিষ্যৎ জীবনে একটি ভালো প্রভাব ফেলবে এবং তার সুন্দর চরিত্র গড়ে তুলতে সহায়ক হয় সেদিকে লক্ষ রাখা অত্যন্ত জরুরী একটি ব্যাপার। সুতরাং প্রত্যেকটি মা-বাবা তার আদরের ছোট্ট সোনামণিদের জন্য সুন্দর একটি নাম রাখতে চায়। এরপর বাংলা বর্ণমালার আ স্বরবর্ণ টির যেকোনো কারনেই আপনার একটু বেশি দুর্বলতা থাকে। সে ক্ষেত্রে আমরা আপনাকে কালেক্ট করে দিচ্ছি আ দিয়ে ছেলেদের ইসলামিক কিছু সুন্দর সুন্দর নাম এবং বাংলা অর্থসহ। এটি আপনার পুত্র সন্তানের নাম রাখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছি।

আ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা

অতএব ,পরিশেষে বলা যায় যে, এই আর্টিকেলে মূলত আলোচনা করা হবে আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ। আমরা আশা করছি যে, নিম্নে যে সমস্ত আ দিয়ে ছেলেদের নাম বর্ণনা করা হবে । সেগুলি থেকে আপনি আপনার পছন্দের নামটি নির্বাচন করবেন। এবং এখান থেকে আপনার ছেলে সন্তানের জন্য সুন্দর এবং মার্জিত পূর্ণ একটি নাম রাখতে পারবেন।

 আ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা অর্থ সহ 

‘ অক্ষর দিয়ে নাম

নামের অর্থ

আশিস বয়জ্যেষ্ঠ্যদের কাছ থেকে আশীর্বাদপ্রাপ্ত
আবরণ আচ্ছাদন
আভাস ইঙ্গিত
আদি মূলপ্রথম
আপন নিজ
আষাঢ় বাংলা মাস
আহূতি আহ্বান
আলাপ পরিচয় করা বা মেশা
আকাশ গগনঅম্বরউচ্চ স্বভাবের ব্যক্তি
আনন্দ উল্লাসপুলক
আদিত্য সূর্য দেবপূর্ণতাউজ্জ্বলঅদিতির পুত্র
আশ্রয় স্থান দেওয়াঅবলম্বনআশ্রয়স্থল
আহ্বান ডাকা
আভাষ আলাপভূমিকা
আশ্বিন বাংলার ষষ্ঠ মাস
আদিম প্রাচীন
আদর্শ উপযুক্তশ্রেষ্ঠঅনুকরণ যোগ্য ব্যক্তি
আশুতোষ ভগবান শিবের অপর নামযিনি শ্রীঘ্র তুষ্ট হন
আর্য ব্রহ্মচারীএকটি জাতি গোষ্ঠিচাষ করাগোচারণ ভিত্তিক সমাজ
আরিয়ান নির্ভীকআর্য বংশোদ্ভূত
আসার জলধারাপ্রবল বর্ষণমান বিশেষ
আলোক জ্যোতিকিরণপ্রভাদীপ্তি
আয়ুষ্মান দীর্ঘজীবিদীর্ঘ পরমায়ুযুক্তআশীর্বাদ
আমন হেমন্তকালীন ধান
আশ্বাস আস্থা
আহুতি হোমযজ্ঞ
আদৃত অভিনন্দিতসমাদর প্রাপ্ত
আলাপন কথোপকথনক্ষুদ্র ভাষণ
আদেশ নেতৃত্বক্ষমতা,বার্তা
আবীর অভ্র চূর্ণ মিশ্রিত রঙ বিশেষ যা দোল বা বসন্ত উৎসবের সময় একে অপরের গালে মাখিয়ে রাঙিয়ে তোলে
আকর্ষণ টান
আরুশ সূর্যের প্রথম রশ্মি
আধার পাত্র
আকুল আগ্রহীঅধীরব্যস্ত
আমোদ আনন্দআহ্লাদ
আত্মজ স্বনিজ
আদিনাথ ঈশ্বরমহাদেব
আধুনিক নতুনসাম্প্রতিকবর্তমান
আরণ্যক অরণ্যের অংশভূক্ত
আলেখ্য রচনা
আভরণ রত্নঅলঙ্কার
আদিদেব প্রথম
আহ্লাদ পরিতোষআনন্দ
আলোক আলোতড়িৎ প্রবাহ
আহ্নিক সন্ধ্যাকালীন বন্দনাপ্রাত্যহিক
আরহান্ত শত্রুনাশক
আচার্য শিক্ষকগুরু
আরাধ্যমান ঈশ্বরের উপাসক
আঁধার নিশিথ
আকার আকৃতি
আরাধ্য আরাধিতশ্রদ্ধেয়বরণীয়
আবিশ্যায়ন ভীষণ আনন্দ করতে ভালবাসে যে
আগস্ত্য স্বনাম প্রসিদ্ধ মুনি
আলেক মানবজাতির রক্ষাকর্তা
আদিপুরুষ আদিম সত্তাশ্রীরামচন্দ্রের আরেক নাম
আগ্নেয় অগ্নি সদৃশ
আত্মারাম আত্মতৃপ্তআত্মপুরুষ
আগন্তুক হঠাৎ উপস্থিত ব্যক্তিঅতিথি
আত্মজ্যোতি আত্মস্থ অন্তর্নিহিত জ্যোতি
আরাধ্যক ঈশ্বরের পূজারি
আক্রুম গৌতম বুদ্ধের আরেক নাম
আনন্দসাগর আনন্দের সাগরদয়াময় ঈশ্বরশ্রী কৃষ্ণের আরেক নাম
আগমন আসাউপস্থিত হওয়া
আরিহান শত্রু বিনাশকারী
আত্মজীত আধ্যাত্মের দেবতা
আয়ুধ অস্ত্র
আদ্য সর্বপ্রথমপ্রধান
আভিশান যার মধ্যে কোনও জড়তা নেই
আকাশদীপ আকাশের তারা
আদিশঙ্কর শ্রী শঙ্করাচার্যের আরেক নাম
আস্তিক ঈশ্বরে বিশ্বাসী
আদিত্যনাথ সূর্যদেব
আয়ুষ দীর্ঘায়ু
আরিস্তা সর্বশ্রেষ্ঠকৃষি
আজিজুল প্রতাপশালীসম্মানিতপ্রভাবশালী
আহিল সম্রাট,যুবরাজমহান রাজা
আবদুল জ্ঞানআল্লাহর দাস
আদিল আল্লাহর অন্য রূপবিচার করেন যিনিযিনি কোনও পক্ষপাত করেন না
আফিফ ধার্মিকশুদ্ধপবিত্র
আলমগীর বিশ্বজয়ী
আফতাব সূর্যআলোপ্রকাশ
আরিফ সুদক্ষদায়িত্বশীল ব্যক্তিসাম্যকভাবে জ্ঞাত
আদম মানব জাতির প্রথম পুরুষ
আজম শক্তিশালীসর্বশ্রেষ্ঠ
আলিফ দয়াশীলবন্ধুসুলভ
আবির অতিক্রম করা
আমির সম্ভ্রান্তধনী
আসিফ শক্তিশালী
আওয়াজ ধ্বনি
আজিজ উচ্চ বংশজাতবিস্ময়করমহান
আশিকুল বন্ধু
আয়ান দীর্ঘ রাত
আয়াত বার্তানিদর্শনলক্ষণ
আরফিন নেতাদলপতি
আবদুল্লাহ আল্লাহর দাস
আবিদ যে আল্লাহর ইবাদত করেভক্ত
আয়মান ন্যায়পরায়ণশুভ
আসমান আকাশসুউচ্চ উন্মুক্ত স্থানউচ্চ মনের পরিচয়ী ব্যক্তি
আজাদ বন্ধনহীনস্বাধীনবিমুক্ত
আজহার উজ্জ্বলআলোকিত
আমজাদ সবচেয়ে চমৎকারসর্বাধিক সম্মানিত
আশিক প্রেমিক
আদব শিষ্টাচারভদ্রতা
আব্বাস সিংহ
আমিন বিশ্বস্ত
আকবর সর্বাধিকশ্রেষ্ঠ
আব্রাহাম জাতির পিতা
আলেকজান্ডার মানব জাতির রক্ষক
আলভিন ভাল বন্ধু
আলফ্রেড স্বভাবত প্রখর বুদ্ধিমান ও জ্ঞানী
আমেদিয়াস দেবতার আশীর্বাদ
আরমান ইচ্ছা
আরশি দর্পণসিংহাসনের যোগ্য
আনমোল বহু মূল্যবান
আরেন শিক্ষিতপ্রবুদ্ধঊঁচু পর্বত
আরিক শাসকরাজামনে সর্বদা সাহস রাখে যে
আরন সর্বশক্তিশালীপর্বত
আতিক মুক্তখোলা মনের মানুষস্বতন্ত্র
আমফান দৃঢ়তা,স্বাধীন চিত্ত,শক্তি
আলোকপল আলোর সংরক্ষক
আমনিন্দর স্বর্গের প্রশান্ত দেবতা
আদর্শপ্রীত আদর্শ মেনে চলতে পছন্দ করেন যিনিদৃঢ়আদর্শবাদী
আদ্যরূপ শুদ্ধখাঁটিআসল রূপ
আকাশজিত যে আকাশকে জয় করেশক্তিশালী
আয়নপ্রীত সজ্জনঈশ্বর স্বরূপউচ্চ চিন্তাধারণকারী ব্যক্তি
আগমজিত ঈশ্বরকে জয় করেছে যেঐশ্বরিক জ্যোতি
আনন্দলীন সর্বদা খুশিতে থাকে যেআনন্দে আত্মহারা
আনন্দসর যে যেকোনও পরিস্থিতিতে সুখী থাকেসুখের সারাংশ
আর্ভজ্যোত উচ্চভিলাসীখোলা মনেরশান্তি
আনন্দজিত আনন্দকে জয় করে যেযার জীবনে সর্বদা সুখ থাকে

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button