স্পোর্টস

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সময়সূচি, ভেনু, স্কোয়াড, বিস্তারিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ২০২৩। ২০২৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যে শুরু হয়েছে। তাই আপনারা যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি অনুসরণ করছেন তারা আমার এই অনুচ্ছেদ হতেই সংগ্রহ করতে পারবেন। আমরা আপনাদের জন্য এই অনুচ্ছেদে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি তুলে ধরেছি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ এর মোট অংশগ্রহণকারী দল হল ১৬ টা। এরমধ্যে বারটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। তার আগে সুপার টুয়েলভ এর জন্য চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হওয়ার জন্য প্রথম রাউন্ড খেলে উত্তরে যেতে হবে। ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং নামাবিয়া মেসের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পদ্মা উঠবে। এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ই নভেম্বর। আসুন এই অনুচ্ছেদ হতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নেই।

ICC T20 World Cup ২০২৩ Schedule

১৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শ্রীলংকা এবং নামাবিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ এর আয়োজক দেশ হিসেবে থাকবে অস্ট্রেলিয়া। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এবং আগামী ১৩ ই নভেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট দুইটি ভাগে বিভক্ত হয়ে খেলা গুলো অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ে খেলার জন্য দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে গ্রুপ এ তে যে সকল দল অংশগ্রহণ করবে সেগুলো হলো ১.নামিবিয়া ২.শ্রীলংকা ৩.সংযুক্ত আরব আমিরাত ৪.নেদারল্যান্ড।

প্রাথমিক পর্যায়ে গ্রুপ বি তে যে সকল দল অংশগ্রহণ করবে সেগুলো হল ১.ওয়েস্ট ইন্ডিজ ২.স্কটল্যান্ড ৩.আয়ারল্যান্ড ৪.জিম্বাবুয়ে।

উভয়ের গ্রুপ থেকে দুইটি করে দল পরবর্তীতে সুপার খেলার জন্য মনোনীত হবে। সুপার টুয়েলভে মোট বারোটি দল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। এখানে প্রসঙ্গত বলা চলে গ্রুপে সবথেকে শক্তিশালী গ্রুপ এ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। কারণ এই গ্রুপে অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মত দলগুলো।

অপরদিকে টি-টোয়েন্টি ফরমেটে তুলনামূলকভাবে দুর্বল গ্রুপ হিসেবে গ্রুপ বি অংশগ্রহণ করবে। গ্রুপ বি তে আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা এই সকল দলগুলো .

টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়সূচি ২০২৩

গত ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে বড় ধরনের অঘটনের মতো ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে নামাবিয়া বিশ্বকাপ মিশন শুরু করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আরো কি কি ধরনের অঘটন ঘটতে যাচ্ছে সেই সকল নজর রাখার জন্য আপনাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ এর সময়সূচি দেখে নেওয়া প্রয়োজন। আমরা এই অনুচ্ছেদে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ এর সময়সূচি তুলে ধরেছি।

ম্যাচের সময় কার সাথে কার খেলা সময়সূচি স্টেডিয়াম ভেন্যু
১৬-অক্টোবর-২০২৩ শ্রীলঙ্কা VS নামিবিয়া ৯ঃ৩০ এএম কার্দিনিয়া পার্ক জিলং
১৬-অক্টোবর-২০২৩ সংযুক্ত আরব আমিরাত VS নেদারল্যান্ড ১ঃ৩০ পিএম কার্দিনিয়া পার্ক জিলং
১৭-অক্টোবর-২০২৩ ওয়েস্ট ইন্ডিজ VS স্কটল্যান্ড ৯ঃ৩০ এএম বেলরিভ ওভাল হোবার্ট
১৭-অক্টোবর-২০২৩ জিম্বাবুয়ে VS আয়ারল্যান্ড ১ঃ৩০ পিএম বেলরিভ ওভাল হোবার্ট
১৮-অক্টোবর-২০২৩ নামিবিয়া  VS নেদারল্যান্ড ৯ঃ৩০ এএম কার্দিনিয়া পার্ক জিলং
১৮-অক্টোবর-২০২৩ শ্রীলঙ্কা  VS সংযুক্ত আরব আমিরাত ১ঃ৩০ পিএম কার্দিনিয়া পার্ক জিলং
১৯-অক্টোবর-২০২৩ স্কটল্যান্ড VS আয়ারল্যান্ড ৯ঃ৩০ এএম বেলরিভ ওভাল হোবার্ট
১৯-অক্টোবর-২০২৩ ওয়েস্ট ইন্ডিজ VS জিম্বাবুয়ে ১ঃ৩০ পিএম বেলরিভ ওভাল হোবার্ট
২০-অক্টোবর-২০২৩ শ্রীলঙ্কা VS নেদারল্যান্ড ৯ঃ৩০ এএম কার্দিনিয়া পার্ক জিলং
২০-অক্টোবর-২০২৩ নামিবিয়া  VS  সংযুক্ত আরব আমিরাত ১ঃ৩০ পিএম কার্দিনিয়া পার্ক জিলং
২১-অক্টোবর-২০২৩ ওয়েস্ট ইন্ডিজ VS আয়ারল্যান্ড ৯ঃ৩০ এএম বেলরিভ ওভাল হোবার্ট
২১-অক্টোবর-২০২৩ স্কটল্যান্ড VS জিম্বাবুয়ে ১ঃ৩০ পিএম বেলরিভ ওভাল হোবার্ট

সুপার টুয়েলভ

১৩ ২২-অক্টোবর-২০২৩ নিউজিল্যান্ড Vs অস্ট্রেলিয়া সিডনি ১.০০ PM
১৪ ২২-অক্টোবর-২০২৩ ইংল্যান্ড Vs আফগানিস্তান পার্থ ২.০০ PM
১৫ ২৩-অক্টোবর-২০২৩ গ্রুপ এ চ্যাম্পিয়ন Vs গ্রুপ বি রানারআপ ওভাল ১০.০০AM
১৬ ২৩-অক্টোবর-২০২৩ ভারত Vs পাকিস্তান মেলবোর্ন ২.০০ PM
১৭ ২৪-অক্টোবর-২০২৩ বাংলাদেশ Vs গ্রুপ এ রানারআপ ওভাল ১০.০০ AM
১৮ ২৪-অক্টোবর২০২৩ দ.আফ্রিকা Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন ওভাল ২.০০ PM
১৯ ২৫-অক্টোবর-২০২৩ অস্ট্রেলিয়া Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন পার্থ ২.০০ PM
২০ ২৬-অক্টোবর-২০২৩ ইংল্যান্ড Vs গ্রুপ বি রানারআপ মেলবোর্ন ১০.০০ PM
২১ ২৬-অক্টোবর-২০২৩ নিউজিল্যান্ড Vs আফগানিস্তান মেলবোর্ন ২.০০ PM
২২ ২৭-অক্টোবর-২০২৩ দ. আফ্রিকা Vs বাংলাদেশ সিডনি ৯.০০ AM
২৩ ২৭-অক্টোবর-২০২৩ ভারত Vs গ্রুপ এ রানারআপ সিডনি ১.০০ PM
২৪ ২৭-অক্টোবর-২০২৩ পাকিস্তান Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন পার্থ ২.০০ PM
২৫ ২৮-অক্টোবর-২০২৩ আফগানিস্তান Vs গ্রুপ বি রানারআপ মেলবোর্ন ১০.০০ PM
২৬ ২৮-অক্টোবর-২০২৩ ইংল্যান্ড Vs অস্ট্রেলিয়া মেলবোর্ন ২.০০ PM
২৭ ২৯-অক্টোবর-২০২৩ নিউজিল্যান্ড Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন সিডনী ২.০০ PM
২৮ ৩০-অক্টোবর-২০২৩ বাংলাদেশ Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন ব্রিজবন ৮.০০ AM
২৯ ৩০-অক্টোবর-২০২৩ পাকিস্তান Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন পার্থ ১০.০০AM
৩০ ৩০-অক্টোবর-২০২৩ ভারত Vs দ. আফ্রিকা পার্থ ২.০০PM
৩১ ৩১-অক্টোবর-২০২৩ অস্ট্রেলিয়া Vs গ্রুপ বি রানারআপ ব্রিজবন ১.০০ PM
৩২ ০১.নভেম্বর .২০২৩ আফগানিস্তান Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন ব্রিজবন ৯.০০AM
৩৩ ০১.নভেম্বর .২০২৩ ইংল্যান্ড Vs নিউজিল্যান্ড ব্রিজবন ১.০০ PM
৩৪ ০২নভেম্বর -২০২৩ গ্রুপ বি চ্যাম্পিয়ন Vs গ্রুপ এ রানারআপ এডিলেড ৯.৩০ AM
৩৫ ০২-নভেম্বর -২০২৩ বাংলাদেশ Vs ভারত এডিলেড ১.৩০ PM
৩৬ ০৩-নভেম্বর ২০২৩ পাকিস্তান Vs দ.আফ্রিকা সিডনি ২.০০PM
৩৭ ০৪-নভেম্বর -২০২৩ নিউজিল্যান্ড Vs গ্রুপ বি রানারআপ এডিলেড ৯.৩০ AM
৩৮ ০৪-নভেম্বর -২০২৩ অস্ট্রেলিয়া Vs আফগানিস্তান এডিলেড ১.৩০ PM
৩৯ ০৫-নভেম্বর -২০২৩ ইংল্যান্ড Vs গ্রুপ এ চ্যাম্পিয়ন সিডনি ২.০০ PM
৪০ ০৬-নভেম্বর ২০২৩ দ. আফ্রিকা Vs গ্রুপ এ রানারআপ এডিলেড ৫.৩০ AM
৪১ ০৬-নভেম্বর ২০২৩ বাংলাদেশ Vs পাকিস্তান এডিলেড ৯.৩০ AM
৪২ ০৬-নভেম্বর-২০২৩ ভারত Vs গ্রুপ বি চ্যাম্পিয়ন মেলবোর্ন ২.০০ PM

সেমিফাইনাল টি ২০ বিশ্বকাপ ২০২৩ 

৪৩ ০৯-নভেম্বর -২০২৩ সেমিফাইনাল ১ সিডনি ২.০০ PM
৪৪ ১০-নভেম্বর -২০২৩ সেমিফাইনাল ২ এডিলেড ১.৩০ PM

টি ২০ বিশ্বকাপ ২০২৩ ফাইনাল

৪৫ ১৩-নভেম্বর -২০২৩ ফাইনাল মেলবোর্ন ২.০০ PM

 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সময়সূচি পিডিএফ ডাউনলোড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনার ফোনে রাখতে পারেন। আপনি যেকোনো সময় আপনার ফোন থেকে সময়সূচি বের করে দেখে নিতে পারেন। আমরা এই অনুচ্ছেদে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ এর সময়সূচির পিকচার সংযুক্ত করব। আপনারা সব থেকে সহজে আমার এই অনুচ্ছেদে সংযুক্ত পিকচারটি ফোনে সংরক্ষণ করে রাখবেন। যেকোনো সময় আপনার ফোন থেকে পিকচারটি বের করে টি-টোয়েন্টি বিশ্বকাপের খবরাখবর শহ সময়সূচী পেয়ে যাবেন।

ICC T20 World Cup ২০২৩ Schedule
ICC T20 World Cup ২০২৩ Schedule

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button