ঢাকা থেকে সিলেটের বিমান ভাড়া, সময়সূচী, টিকিট বুকিং ২০২৪
ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি সিলেট ও একটি বাংলাদেশের প্রধান শহর । অর্থনৈতিকভাবে সিলেটের অবস্থান খুবই শক্তিশালী। সিলেটের অধিকাংশ লোক বিদেশে থাকে যার ফলে বাংলাদেশ সরকার এদের কাছ থেকে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। পর্যটন কেন্দ্র হিসেবেও সিলেটের গুরুত্ব অনেক বেশি। সিলেট শহর দেখতে প্রতিবছর দেশ-বিদেশ থেকে অনেক মানুষ আছে। সিলেটে রয়েছে যেমন: শাহজালালের মাজার, শাহপরানের মাজার, বুরহান উদ্দিনের মাজার ইত্যাদি। প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সিলেট ভরপুর। যেমন জাফলং, রাতারকূল, বিছানাকান্দির স্বচ্ছ জলরাশি, সবজিতে ভরপুর চা বাগান ইত্যাদি।
ঢাকা থেকে সিলেটে যাবার উপায়
রেলপথ, সড়কপথ ,আকাশপথ।
রেলপথে যেতে হলে কমলাপুর থেকে টিকিট কাটতে হবে 7থেকে 8 ঘন্টা সময় লাগবে সিলেটে পৌছাতে।
সড়ক পথে যেতে হলে ঢাকা থেকে টিকিট কাটতে হবে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে সিলেটে পৌঁছাতে ।
কাশপথ যেতে হলে বিমানের টিকিট কাটতে হবে ঢাকা থেকে। আর পৌঁছেতে সময়45 থেকে 50 মিনিটের সময় লাগবে । আকাশ পথে ভ্রমণে কোন ঝামেলা নেই। বিমান গুলো ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে উঠে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগে ফ্লাইট এর সংখ্যা কম ছিল কিন্তু এখন তা বাড়ছে। যার ফলে সপ্তাহের প্রতিদিনই ঢাকা থেকে সিলেটে যাওয়া যাচ্ছে। ঐ দিক থেকে বিবেচনা করলে, ঢাকা থেকে সিলেটে যাবার জন্য আকাশপথে অর্থাৎ বিমানটিতে যাওয়া উত্তম। এতে খরচের পরিমাণ বাড়লেও সময়ের পরিমাণ কম। ঢাকা-সিলেট রুটে একাধিক এয়ারলাইন্স পরিচালনা করে থাকে।
ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে যে সকল এয়ারলাইনস ঢাকা ও সিলেট রুটে পরিচালনা ফ্লাইট করে নিম্নে তা দেওয়াহ হল
- বাংলাদেশ বিমান
- নভোএয়ার
- ইউএস-বাংলা
ঢাকা থেকে সিলেটে যাবার বিমানের ভাড়া
বিমান ভাড়া সম্পর্কে মানুষের মনে এখনো বিভ্রান্তি সৃষ্টি আছে। মানুষ মনে করে বিমানে কোথাও যেতে হলে অনেক ভাড়া নিবে। মানুষের হাতের নাগালের বাইরে কিন্তু ব্যাপারটা একটু ও সঠিক নয়। বিমান সংস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখন সংস্থার সংখ্যা যেমন বাড়ছে ভাড়াও ঠিক তেমন কমছে। এতে করে যাত্রীরা বিমানে যাবার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। আধুনিক জীবন অনেক উন্নত। মানুষ সময়ের মূল্য বুঝতে শিখেছে। চেষ্টা করছি নিম্নে বিমানের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার তালিকা প্রদান করার।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বনিম্ন ভাড়া-৩০০০টাকা(সুপার সেভার), সর্বোচ্চ ভাড়া-৭০০০টাকা(ইকনমি ফ্লাক্সিবল)১জন।
- ইউএস-বাংলা সর্বনিম্ন ভাড়া-২৬৯৯টাকা(স্পেশাল প্রমো প্যাকেজ) সর্বোচ্চ ভাড়া-৬০০০টাকা(ইকনমি ফ্লাক্সিবল)১জন।
- নভোএয়ার সর্বনিম্ন ভাড়া-২৭০০টাকা(প্রমোশনাল ইকোনমিক) সর্বোচ্চ ভাড়া-৬৬০০টাকা(এগুলার ইকনোমি) ১জন।
ঢাকা থেকে সিলেটে বিমানে যাওয়ার সময়সূচী
সাপ্তাহে বিমান বাংলাদেশ 18 ইউএস-বাংলা এয়ারলাইন্স 7টি নভোএয়ার 7টি ফ্লাইট পরিচালনা করে থাকে।
- শনিবার বিমান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-৪টি, ইউএস-বাংলা-১টি, নভোএয়ার-১টি।
- রবিবার বিমান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-১টি, ইউএস-বাংলা-১টি, নভোএয়ার-১টি।
- সোমবার বিমান : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স২টি, ইউএস-বাংলা-১টি, নভোএয়ার-১টি।
- মঙ্গলবার বিমান :বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-১টি, ইউএস-বাংলা-১টি, নভোএয়ার-১টি।
- বুধবার বিমান :বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-১টি, ইউএস-বাংলা-১টি, নভোএয়ার-১টি।
- বৃহস্পতিবার বিমান :বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-১টি, ইউএস-বাংলা-১টি নভোএয়ার-১টি।
- শুক্রবার বিমান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-৫,টি ইউএস-বাংলা১টি, নভোএয়ার-১টি।
ঢাকা থেকে সিলেটে টিকিট কাটার নিয়ম
বিমানে ভ্রমণ করার জন্য কোন পাসপোর্ট এর প্রয়োজন হয় না। এজন্য এখানে আলাদা কোনো ঝামেলা পোহাতে হয় না। নিজের সুবিধার্থে আইডি কার্ড হলেই চলে। এখন ঢাকা থেকে সিলেট যাবার জন্য বিমান অফিস থেকে টিকিট কেটে নিলেই হবে। ওয়েবসাইট গুলো থেকেও টিকিট কাটতে পারবেন। যারা ডিসকাউন্ট পছন্দ করেন তারা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কাটুন। এক্ষেত্রে ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। বাংলাদেশের ট্রাভেল এজেন্সি গুলোর মধ্যে এক্সপার্ট বেশ স্বনামধন্য। যেকোনো টিকিট ঘরে বসেই করে নিতে পারবেন।
সর্বোপরি শেষ বলতে চাচ্ছি যে,আপনাদের জানানোর উদ্দেশ্যে বিমানের ভাড়া বিমানের ফ্লাইট সময়সূচী এগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেছি, আশা করছি এগুলো আপনাদের প্রয়োজন হবে। আপনাদের যাত্রা শুভ হোক এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।