ট্রাভেলট্রেন

পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩

পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী টিকিট মূল্য এই নিবন্ধে আলোচনা করা হবে। আপনি যদি পঞ্চগড় থেকে রাজশাহী যাওয়ার কথা ভাবছেন, তাহলে আপনার জন্য উপযুক্ত ট্রেনটি হলো বাংলাবান্ধা এক্সপ্রেস। কারণ পঞ্চগড় হতে রাজশাহী চলাচলকারি একমাত্র আন্তঃনগর ট্রেন হল বাংলাবান্ধা এক্সপ্রেস। অথবা আপনি পঞ্চগড় হতে পার্বতীপুর এসে চিলাহাটি থেকে রাজশাহীগামী ট্রেনগুলো ধরতে হবে। এত সমস্যায় না গিয়ে আপনি সরাসরি বাংলাবান্ধা এক্সপ্রেসে করে পঞ্চগড় হতে রাজশাহী যাতায়াত করতে পারবেন।

বাংলাবান্ধা এক্সপ্রেস

বাংলাবান্ধা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এইচএমটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে রাজশাহীর পর্যন্ত চলাচল করে। চেনটি যাত্রাপথে নাটোর নওগাঁ জয়পুরহাট দিনাজপুর ঠাকুরগাঁও জেলাকে সংযুক্ত করেছে। 2020 সালের 5 ই অক্টোবর নিয়মিতভাবে এই রুটে চলাচল করে। পঞ্চগড় বাংলাবান্ধা স্থল বন্দরের নাম অনুসারে নামকরণ করা হয় বাংলাবন্ধা এক্সপ্রেস।

পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের সময়সূচী

পঞ্চগড় হতে রাজশাহী চলাচলকারি একমাত্র ট্রেন হল বাংলাবন্ধা এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহের ছয়দিন চলাচল করে। ট্রেনটি রাজশাহী হতে পঞ্চগড় আসার সময় সপ্তাহের শুক্রবার বন্ধ থাকে। অপরদিকে পঞ্চগড় হতে রাজশাহী যাওয়ার সময় সপ্তাহের শনিবার বন্ধ থাকে।

  • বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক স্টেশন হতে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন সকাল সাড়ে আটটায়।
  • অপরদিকে রাজশাহীতে পৌঁছায় বিকাল 5:30 এ।
  • আবার রাজশাহী রেলস্টেশন থেকে রাত 9 টা 15 মিনিটে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।
  • এবং রাজশাহীতে পৌঁছায় ভোর 5 টা 10 মিনিটে।

পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের টিকিট মূল্য

পঞ্চগড় থেকে রাজশাহী ট্রেনের যাতায়াত করতে আপনাকে খুব বেশি মূল্য পরিশোধ করতে হবে না। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত টিকিট মূল্য অনুযায়ী পঞ্চগড় থেকে রাজশাহী যাতায়াত করতে একজন যাত্রীকে শুধুমাত্র 170 টাকা হাতে শুরু করে 335 টাকা পরিশোধ করতে হয়। এছাড়াও এই ট্রেনটিতে অন্যান্য সুযোগ সুবিধা থাকায় কোচের ধরন অনুযায়ী টিকিট মূল্য কিছুটা ব্যতিক্রম আছে।

  • সুলভ শ্রেণি ১৭০,
  • শোভন শ্রেণি ২৮০,
  • শোভন চেয়ার ৩৩৫,
  • ফার্স্ট ক্লাস ৪৪৫,
  • ফার্স্ট ক্লাস বার্থ ৬৬৫,
  • স্নিগ্ধা ৫৫৫ (ভ্যাট ব্যাতিত),
  • এসি সিট ৬৬৫ (ভ্যাট ব্যাতিত),
  • এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট+ বেডিং চার্জ ব্যাতিত)।

পঞ্চগড় টু রাজশাহী ট্রেনের বিরতি স্টেশন

পঞ্চগড় থেকে রাজশাহী চলাচল করার সময় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন জেলাকে সংযুক্ত করে। এই সব জেলার রেল স্টেশন গুলোতে কখন বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেয় একটি তালিকা নিচে পূরণ করছি।

৮০৪ ডাউন-এর সময়সূচী (শনিবার বন্ধ)
স্টেশনকোডপ্রবেশত্যাগ
বী.মু.সি.ই.PCGH০৮:৩০
কিসমতQST০৮:৪৭০৮:৫৮
রুহিয়াRUH০৯:০৭০৯:১০
ঠাকুরগাও রোডTHRD০৯:২৬০৯:২৯
শিবগঞ্জSIS০৯:৩৫০৯:৩৭
পীরগঞ্জPIX০৯:৫২০৯:৫৫
সেতাবগঞ্জSTGJ১০:১২১০:১৫
দিনাজপুরDGP১০:৪৫১০:৫০
চিরিরবন্দরCN১১:০৮১১:১১
পার্বতীপুর জংশনPBT১১:৩০১১:৫০
ফুলবাড়ীPLB১২:০৮১২:১১
বিরাপুরBARP১২:২২১২:২৫
পাঁচবিবিPIB১২:৪৫১২:৪৭
জয়পুরহাটJY১২:৫৭১৩:০৯
আক্কেলপুরACP১৩:২৩১৩:৪০
সান্তাহার জংশনSTU১৪:১০১৪:১৫
আহসানগঞ্জAHG১৪:৫৫১৪:৫৭
মাধনগরMGA১৫:০৫১৫:০৭
নাটোরNTE১৫:৩৩১৫:৩৭
আব্দুলপুর জংশনAUP১৫:৫৫১৬:১৫
রাজশাহীRJHI১৭:৩০

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button