শুভেচ্ছা

রমজানের শুভেচ্ছা কবিতা ও উক্তি

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম, আপনি কি রমজানের শুভেচ্ছা কবিতা, উক্তি অনলাইন অনুসন্ধান করছেন। আপনি যদি রমজানের শুভেচ্ছা কবিতা, উক্তি অনলাইনে অনুসন্ধান করে থাকেন তাহলে এই নিবন্ধ আপনাকে স্বাগতম। এই নিবন্ধে আমরা রমজানের শুভেচ্ছা কবিতা ও উক্তি আলোচনা করব। আপনি রমজানের কবিতা, উক্তি এই নিবন্ধ হতে শুরু করে আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে পারবেন। তাই রমজানের কবিতা উক্তি পাওয়ার জন্য এই নিবন্ধটি ভালো করে পড়বেন।

রমজানের শুভেচ্ছা কবিতা

রমজান ইসলাম ধর্মে একটি খুবই গুরুত্বপূর্ণ মাস। সিয়াম সাধনার এই মাসে মুসলিম কঠোর বিধি-নিষেধ পালন করে থাকে। আল্লাহতালা এ মাসে মুসলিমদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে। এবাদত বন্দেগীর ক্ষেত্রে অন্যান্য হচ্ছে কোন মাসের তুলনায় আরবি রমজান মাসে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এজন্য মুসলিমগণের প্রতি আল্লাহতালার কিছু বিশেষ নিয়ম দেওয়া হয়েছে। নিয়ম গুলোর মধ্যে হল সূর্য উদয় হতে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে রোজা পালন করা। তারাবির নামাজ পড়া এবং নিয়মিত নামাজ পড়ে কি করা। তাই পবিত্র এ মাসে মুসলিম একে অপরকে রমজানের শুভেচ্ছা জানাতে ভুল করে না। এর জন্য আজকের এই নিবন্ধে আমরা রমজানের কবিতা তুলে ধরেছি। আপনি রমজানের কবিতাগুলো আপনার প্রিয় জনের মধ্যে শেয়ার করতে পারবেন। আমরা আপনাদের জন্য রমজানের কবিতা সংযুক্ত করে দিয়েছি।

রমজান
ই স লা ম ত রি ক
দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি
রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি।
রহমতে পূর্ণ
পাপরাশি চূর্ণ
রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।।
:
রমজানের এই ডাকে সাড়া দেয় বুদ্ধ
মাসব্যাপী চলমান ঈমানী যুদ্ধ।
মুমিনের আমলে
পূণ্যের শ্যামলে
শয়তান হয়ে যায় ভয়াবহ ক্রুদ্ধ।।
:
পাপরাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা
এই রোজা মিটে দিক আত্মিক তেষ্টা।
মন্দকে নাচাতে
আত্মাকে বাঁচাতে
রমজানে বেড়ে যাক ঈমানি বেশটা।।
:
রমজান মুমিনের রহমতলুব্ধের
রমজান মুনাফিকের অতিশয় ক্ষুব্ধের।
জীবনের যুক্তি
পরিমিত মুক্তি
ভেবে দেখো রমজান কতটুকু মুগ্ধের?
:
সান্তাহার,বগুড়া।
মাহে রমজান 
-মাহমুদুল হাসান খোকন 
বছর ঘুরে আবার এলো
পাক মাহে রমজান,
মুসলিমের সিয়াম এলো
যাতে করে দম পান।
|
ফজরের আজান থেকে
মাগরিব হলে তবে,
খাদ্য খেতে বলে ডেকে
এভাবেই চলে সবে।
|
মন্দ কাজ ত্যাগ করতে
চায় সব রোজাদার,
মাস শেষে পূণ্য ধরতে
আছে যত বোঝা যার।
|
ফরজ সিয়াম ধর সবে
রমজান এক মাস,
রবের হুকুম গড়ে তবে
দিব সবে এক পাশ।
সিয়াম সাধনা
মাহে রমজানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন,
যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন।
.
এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন,
ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।
.
তসবী-তারাবী পড়ো দিবা-রাতি করো এক খোদার ইবাদত,
সিয়াম সাধনায় করে নাও লাভ চিরসুখের ও আড়ৎ.
.
ভোররাতে করো সাহরী,সন্ধ্যায় ইফতারের আঞ্জাম,
উপবাস রও সারাদিনভর গাও যে প্রভূর গুণগান।
.
অরাতি-বন্ধু-সহোদর কারো করোনা কোনরূপ ক্ষতি,
অভীপ্সা করো প্রভূর নিকটে হয় যেন নেক-প্রাপ্তি।
রোজা
হামিদ হোছাইন মাহাদী
আম্মুকে আজ বলছে খোকা
রাখবে ত্রিশ রোজা,
চাইবে ক্ষমা করতে জমা
ভালো কাজের বোঝা।
পড়বে কুরান পড়বে হাদিস
বুঝে বুঝে রোজ,
কোথায় আছে দেখবে খোকা
ক্ষমার আয়াত খোঁজ।
সাহরি খেতে জাগবে যখন
পড়বে তাহাজ্জুদ,
বলবে খোকা মালের যাকাত
করতে পরিশোধ।
মসজিদে সব করবে আদায়
সকল ফরয নামাজ,
ব্যস্ততা সব রাখবে ফেলে
থাক না যতই কাজ।
সিয়াম
*******
সিয়াম মানে কি
সেহরী আর ইফতারিতে
শুধুই ভুঁড়িভোজন?
সিয়াম হল ত্যাগের মাঝে
কেবল তাকওয়া অর্জন।
সিয়াম মানে কি
শুধুই উপোষ থাকা?
সিয়াম হল মিথ্যা আর পাপাচার থেকে
নিজকে বিরত রাখা।
সিয়াম যেন হয়
মুমীনের ঢাল তলোয়ার,
শয়তান আর নফসের বিরুদ্ধে
রুখে দাঁড়াবার!
সফলতায় ভরে উঠুক এই রমাদান
শুদ্ধতার সাধনায় হোক বিনীত সমর্পণ!!

“আহলান সাহলান মাহে রামাদান “

রমজানের উক্তি

আল্লাহ তাআলার তৈরি বিধি-নিষেধ অনুযায়ী পবিত্র রমজান মাস ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসে আলাতালা মুসলমানের জন্য সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছে। মুসলিমান অন্যান্য যে কোন মাসের তুলনায় এ মাসে ইবাদত-বন্দেগির জন্য ব্যাপক সব হাসিল করতে পারে। পবিত্র এই রমজান মাসের গুরুত্ব কল্পনা করে কোরআন হাদিস সহ পৃথিবীর বিখ্যাত ব্যক্তিবর্গ উক্তি প্রদান করে গেছে। আমরা সেই সকল উক্তি এই নিবন্ধে তুলে ধরেছি।

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
– আল হাদিস

ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন
– আল হাদিস

রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
– আল হাদিস

রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়
– আল হাদিস

রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
– আল হাদিস

রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
– আল হাদিস

রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
– আল হাদিস

রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
– আল হাদিস

রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন
– আল হাদিস

রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়
– আল হাদিস

রোজা মানুষকে আখেরাত মুখী করে
– আল হাদিস

রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে
– আল হাদিস

রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়

– আল হাদিস

জান্নাতের নেটওয়ার্ক হলো ”আল ইসলাম”, :::সিম কার্ড হল ”ঈমান”। :::বোনাস হলো ” রমযান ” ,:: :রিচার্জ হলো ” নামাজ ” ,::আর আমাদের হেলপ লাইনহল ”আল কোরআন”

রোজাদার দের মুখের দুর্গন্ধ আল্লাহর তাআলার কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত ” আল হাদিস *

নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই
– কাজী নজরুল ইসলাম

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
– আল হাদিস

ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন
– আল হাদিস

রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
– আল হাদিস

রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়
– আল হাদিস

রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
– আল হাদিস

রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
– আল হাদিস

রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
– আল হাদিস

রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
– আল হাদিস

রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন
– আল হাদিস

রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়
– আল হাদিস

রোজা মানুষকে আখেরাত মুখী করে
– আল হাদিস

রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে
– আল হাদিস

রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়

– আল হাদিস

জান্নাতের নেটওয়ার্ক হলো ”আল ইসলাম”, :::সিম কার্ড হল ”ঈমান”। :::বোনাস হলো ” রমযান ” ,:: :রিচার্জ হলো ” নামাজ ” ,::আর আমাদের হেলপ লাইনহল ”আল কোরআন”

রোজাদার দের মুখের দুর্গন্ধ আল্লাহর তাআলার কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত ” আল হাদিস *

নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই
– কাজী নজরুল ইসলাম

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button