শুভ পহেলা বসন্ত ১৪২৯ ছবি, স্ট্যাটাস, উক্তি, পিকচার, কবিতা, কিছু কথা, ছন্দ
সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকের এই নিবন্ধ শুরু করছি, আজকের এই নিবন্ধে আমরা শুভ বসন্ত ছবি, স্ট্যাটাস, উক্তি, পিকচার, কবিতা, ওয়ালপেপার ডাউনলোড ইত্যাদি নিয়ে আলোচনা করছি। আপনি যদি বসন্তের স্ট্যাটাস, উক্তি, পিকচার, ওয়ালপেপার, ছবি অনলাইন অনুসন্ধান করে থাকেন তাহলে এই নিবন্ধ আপনাকে স্বাগতম। বাংলাদেশের বসন্ত ঋতুর আগমনে ফাল্গুন মাসের প্রথম তারিখে বসন্ত উৎসব পালন করা হয়। প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বসন্ত বরণ করে নেওয়া হয়। ঋতুরাজ বসন্ত আশেক ফুলের সমারোহ নিয়ে। শীতের রুক্ষতায় যখন সবকিছু মরমর ভাব ঠিক সেই সময় আসে ঋতুরাজ বসন্ত। চারদিক যেন নতুন করে প্রাণ ফিরে পায়। গাছে গাছে নতুন পাতা গজায় দিনরাত কোকিল ডাকে। চারদিকে এক অদ্ভুত আবেগে ভরে ওঠে। তাই আপনি এই বসন্তকে উদযাপন করার জন্য বিশেষ উপকরণগুলো এই নিবন্ধ থেকে সংগ্রহ করে নিতে পারবেন।
শুভ বসন্তের শুভেচ্ছা ২০২৩
আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কে ইনবক্স করতে পারেন। বসন্তের উদযাপনের সবচেয়ে ভালো সুযোগ আপনি এই নিবন্ধ থেকে পেতে পারেন। শুভ বসন্তের শুভেচ্ছা গুলো এখান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন।
গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ..
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন।
গাছের পাতা ঝরে
নতুন করে গজিয়েছে পাতা
এইতো এসে গেছে বসন্ত
তাইতো তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
গাছে গাছে ফুলের সমারোহ কোকিলের কন্ঠে চারপাশ মন মুগ্ধ
তাই তোমায় জানাই বসন্তের শুভেচ্ছা
কোকিলের মিষ্টি মধুর ডাক
গাছের ফুলের সুন্দর সমাহার
সবকিছুতেই লেগে আছে বসন্ত
তাই সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা
শুভ ১লা বসন্তের স্ট্যাটাস
বসন্তকে বরণ করে নেয়ার জন্য আমরা খুব ভালো একটা পথ অবলম্বন করতে পারি। সেই পথটি হল নিজের সোশ্যাল মিডিয়া গুলোতে স্ট্যাটাস দেওয়া। তাই আপনি যদি বসন্ত উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিতে চান তাহলে এই নিবন্ধ থেকে আপনি সেই এর স্ট্যাটাস গুলো সংগ্রহ করে নিতে পারবেন।
ফুল ফুটুক আর নাই ফুটুক তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
সকালের কোকিলের ডাকে বুঝে গেলাম
এসে গেছে বসন্ত
তাই তোমায় জানালাম পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
এ বসন্ত তোমার হোক চির মধুর
তোমার বসন্ত ভালো কাটুক এই আশায় তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
টকটকে লাল গোলাপের বসন্তের শুভেচ্ছা জানালাম সবাইকে
বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাশফুল
এই দুপুরে তোমাকে দেখতে মন হল ব্যাকুল
একটি কবিতা একটি পলাশ একটি কোকিল
তুমি আর আমি সব মিলিয়ে আজ বসন্ত
গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ..
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন।
কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না ।
পহেলা বসন্ত ছবি ডাউনলোড
তুমি ভালো থাকো আর না থাকো
ফালগুন আসবেই এ দেশে ।
ফুল যদি ঝরে যায় , নদী যদি মরে যায়
ফালগুন আসবেই এই দেশে ।
আলো যদি নিভে যায় , আধিঁ যদি ছেয়ে যায়
ফালগুন আসবেই এই দেশে।
তুমি যদি না-ও চাও , তিল-তিসি না-ও দাও
ফালগুন আসবেই এই দেশে।
বসন্ত আসলে এরকম হাজারো গান কবিতা মুখে আসে মনে আসে। চারদিক সবকিছু ছবির মতো সুন্দর হয়ে ওঠে। নিজেকে নতুনভাবে ফিরে পাওয়া যায়। তাই বসন্তের কিছু ছবি আমরা এই নিবন্ধে যুক্ত করেছি। এখান থেকে বসন্তের ছবি গুলো সংগ্রহ করে নিতে পারবেন।
বসন্ত উৎসব নিয়ে কবিতা
তুমি ভালো থাকো আর না থাকো
ফালগুন আসবেই এ দেশে ।
ফুল যদি ঝরে যায় , নদী যদি মরে যায়
ফালগুন আসবেই এই দেশে ।
আলো যদি নিভে যায় , আধিঁ যদি ছেয়ে যায়
ফালগুন আসবেই এই দেশে।
তুমি যদি না-ও চাও , তিল-তিসি না-ও দাও
ফালগুন আসবেই এই দেশে।
তুমি বেঁচে থাকো আর না থাকো
ফালগুন আসবেই এ দেশে ।
রঙ যদি মুছে যায়, স্বপ্নেরা ঘুচে যায়
ফালগুন আসবেই এ দেশে ।
যদি সুর উবে যায় চাঁদ-তারা ডুবে যায়
ফালগুন আসবেই এ দেশে।
হয়তো সে হাসবে না, আর ভালবাসবে না
হয়তো আসবে কেঁদে কেঁদে সে ।
- পাখিদের কাছে
ভালবাসার সংজ্ঞা আছে,
কৌতুহলী আমায়
তারা শেখায়…… এভাবে দুহাত মুক্ত করো
নিজেকে মেলে ধরো,
গলা ছেড়ে গাও
উদার হও আকাশের চেয়েও
দেখবে চুপিসারে ভালবাসা আসবে,
আপনা থেকেই হৃদয়ে বাসা বাঁধবে। - রবি ঠাকুরের বসন্ত কবিতাকবি রবি ঠাকুর বসন্ত নিয়ে কবিতা লিখেছেন সেই কবিতা এখানে তুলে ধরা হলো। আশাকরি বসন্তের কোকিল কবিতা আপনাদের অনেক ভালো লাগবে। বসন্ত কালের কবিতা এবং বসন্ত নিয়ে ছোট কবিতা গুলো এখানে দেওয়া হয়েছে।‘আহা আজি এই বসন্তে,
এতো ফুল ফোঁটে,
এতো বাঁশি বাজে এতো পাখি গায়।’কবি কাজী নজরুল ইসলাম বসন্ত কবিতা
‘বসন্ত আজ আসলো ধরায়,
ফুল ফুটেছে বনে বনে,
শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন বনে।’ - তুমি চেয়েছিলে বসন্ত!
আমি বুকের সব পাজর ঝরালাম
নতুন পাতায় পাতায়
বসন্তের গানে গানে
তুমি আসবে বলে।তুমি চেয়েছিলে বাসন্তী শাড়ী!
শূন্য বুক বিছালাম বন-অরণ্যে
নানা ফুলে ফুলে, বাসন্তী রং’য়ে
তুমি জড়াবে বলে।তুমি চেয়েছিলে শুনতে-
কোকিলের কুহু-কুহু ডাক!
আমি আগুন ছড়ালাম
পালাশ ও শিমুলের ডালে
কোকিলের কুহু-কুহু ডাকে
তুমি মুগ্ধ হবে বলে।এই ফাল্গুনে সাঝিয়েছি অঞ্জলি
আমার হৃদয়ের থালা ভরে
দেঁখা হোক, আঁদর হোক
ভালোবাসায়-
দু’টি হৃদয় একটি থালায়
শিমুল ও পলাশের ফুলে ফুলে।
শুভ বসন্ত উক্তি, কিছু কথা
আজ প্রকৃতি সেজেছে নতুন রূপে
তাইতো তোমাকে জানালাম বসন্তের শুভেচ্ছা
কত ঋতু চলে গেল
এসে গেল বসন্ত
তাই তোমায় জানালাম বসন্তের শুভেচ্ছা
হলুদ শাড়ি আর ফুলের শুভেচ্ছা নিও
তোমায় জানাই বসন্তের শুভেচ্ছা
এ বসন্ত সবার ভাল কাটুক এই আশায় সবাইকে বসন্তের শুভেচ্ছা
কি কর শ্বশুর মিছে খেটে ফাল্গুনে এঁটে পোত কেটে বেড়ে যাবে ঝাড়কি ঝাড় কলা বইতে ভাংগে ঘাড়।
– ক্ষণা
কারও কারও জীবনে বসন্ত নিভৃতে আসে বাইরে প্রকাশ পায় না। তার আমেজে সে নিজেই পুলকিত হয়।
– জন ফ্রেচার
ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি
– ফররুখ আহমেদ
সূর্য-ঘড়ি সাত সকালে, ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার? বাসন্তিরা সবুজ টিপে, লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার
– সংগৃহীত
আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে; মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে
– সংগৃহীত
মনের আকাশে ঐ ফাগুন; পিয়াসী পাখি উড়ে যায় সুদূরেতে, কার যেছায়া মাখি!
– সংগৃহীত
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?
– সংগৃহীত
আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী; চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি
– কাজী নজরুল ইসলাম
বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কুহরে মুহু মুহু কুহু কুহু তানে
– কাজী নজরুল ইসলাম
বসন্ত মুখর আজিদক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনেবনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি
– কাজী নজরুল ইসলাম
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ; আমার বাঁধন ছেঁড়া প্রাণ
– রবীন্দ্রনাথ ঠাকুর
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে
– রবীন্দ্রনাথ ঠাকুর
কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্তসমীরণে সেই ত্রিভুবনজয়ী, অপাররহস্যময়ী আনন্দ-মুরতিখানি জেগে ওঠে মনে
– রবীন্দ্রনাথ ঠাকুর
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে।
– রবীন্দ্রনাথ ঠাকুর
কখনো বাগান, কখনো দিগন্ত কখনো শ্রাবণ, কখনো বসন্ত আমি সেই তোমাকেই খুঁজি
– সংগৃহীত
ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায়
– রবীন্দ্রনাথ ঠাকুর