নগদ কাস্টমার কেয়ারের নাম্বার ও ঠিকানা, ইমেইল, লাইভ চার্ট ও বিস্তারিত
নগদ বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স ওয়েবসাইট। এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি কাস্টমার কেয়ার নম্বর ঠিকানা ইমেইল এড্রেস লাইভ চ্যাট ও নগদ হটলাইন নাম্বার এর বিস্তারিত জানতে চান তাহলে এই নিবন্ধটি আপনার জন্যই । প্রতিদিন হাজার হাজার মানুষ ইন্টারনেটের নগদ কাস্টমার কাস্টমার কেয়ার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তাই এই নিবন্ধে আমি নগদ কাস্টমার কেয়ার সম্পর্কে আপনাদের জানাতে এসেছি।বিভিন্ন প্রয়োজনে আমরা নগদ এর হট লাইন নাম্বারে ফোন দিয়ে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করি। কিন্তু অনেক সময় নগদ আপনার নাম্বারে ফোন দিয়ে অনেক রকম সেবা আমরা পাইনা। সে ক্ষেত্রে আমাদের নগদের স্থানীয় কাস্টমার কেয়ারের গিয়ে সমস্যার সমাধান করতে হয়। এক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয় আমাদের। যেমন আমরা অনেকেই আমাদের নিকটস্থ নগদ এর কাস্টমার কেয়ারের ঠিকানা জানিনা। এই নিবন্ধে আমি নগদ এর সব রকম কাস্টমার কেয়ারের ঠিকানা ইমেইল এড্রেস ফোন নাম্বার তুলে ধরবো।
নগদ কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার
সাধারণত নগদ এর হেল্পলাইন নাম্বার হচ্ছে 16167। এই নাম্বারে কল করে আমরা নগদ এর সেবা পেতে পারি। এছাড়া নগদের অল্টারনেটিভ হেল্পলাইন নাম্বার আছে সে নাম্বারটি আমরা নিবন্ধের এই অংশ যুক্ত করছি। আপনি এখান থেকে নাম্বারটি সংগ্রহ করে খুব সহজেই নগতের কাস্টমার সেবা পেতে পারেন।
096 096 16167
নগদ ইমেইল এড্রেস
যদি আপনি একজন নগদ এর একাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে ইমেইল এর মাধ্যমেও নগদ একাউন্ট এর সমস্যার সমাধান নিতে পারেন. এজন্য আপনাকে আপনার সমস্যাটি লিখে নগদ ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিতে হবে. তারপর নগদ কর্তৃপক্ষ আপনার মেইলটি গ্রহণ করে সমস্যাটি সমাধানসহ ফিরতি মেইলে পাঠিয়ে দিবে. নিচে মেইল এড্রেস টি প্রদান করা হলো: info@nagad.com.bd
নগদ লাইভ চ্যাটে হেল্পলাইন ঠিকানা
নগদ এর একাউন্ট ধারী ব্যক্তিবর্গ প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় নগদের অফিশিয়াল ভাবে সমাধান পেতে চায়। কিন্তু সে ক্ষেত্রে অনেকেই জানেনা নগদ এর লাইভ চ্যাট এর নিয়ম কি কি। আপনি আপনার নগদ অ্যাপস মোবাইলে ইন্সটল থাকলে সেখান থেকে খুব সহজে নগদ এর কাস্টমার কেয়ারের লাইভ চ্যাট করতে পারবেন। সে ক্ষেত্রে আপনি খুব সহজেই কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন।
নগদ কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা
এতক্ষণ আপনি নগতের লাইক লাইভ চ্যাট এবং হটলাইন নাম্বার সম্পর্কে জানতে পেরেছেন। এখন আমি নগদ এর কাস্টমার কেয়ার এর নাম্বার ও ঠিকানা এখানে যুক্ত করেছি। তাহলে আর চিন্তা নয় এবার আপনাকে বাংলাদেশের সব কাস্টমার কেয়ার ফোন নম্বর ঠিকানা নিম্নে প্রদান করছি।
নগদ কাস্টমার কেয়ার বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা
- ঠিকানা: বনগোবন্ধু অ্যাভিনিউ ১০০০ (বেসাইট বায়তুল মোকারাম মসজিদ) কাউন্টার নং -২৭.
- অফিসের সময়: সকাল .৯.00 টা -.৩.00 টা
নাগাদ কাস্টমার কেয়ার বনানী-ঢাকা
- ঠিকানা: বনানী ডাকঘর (বাস স্ট্যান্ডের পাশের) ঢাকা -1213
- অফিসের সময়: সকাল.৯.00 টা -.৫ টা
নাগাদ কাস্টমার কেয়ার বাখালী মোর-খুলনা বিভাগ
- ঠিকানা: আকিজ উদ্দিন হাসপাতাল, আরও বোখালী, খুলনা।
- অফিসের সময়: সকাল.৯.00 টা -.৫ টা
নাগাদ কাস্টমার কেয়ার হেটগ্রাম-পুটুয়াখালী
- ঠিকানা: বাংলাদেশ ব্যাংক, আব্দুর রহমান রোড, হিটগ্রাম ৪০০০, হিটগ্রাম-পুটুয়াখালী।
- অফিসের সময়: সকাল.৯.00 টা -৫.০০ টা
নাগাদ কাস্টমার কেয়ার লোকসিপুর-রাজশাহী
- ঠিকানা: লোকীপুর গিটার রোড, রাজশাহী
- অফিসের সময়: সকা।-৯.00 টা -.৫.০০ টা
নাগাদ কাস্টমার কেয়ার বরিশাল
- ঠিকানা: ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল
- অফিসের সময়: সকাল ৯.00 টা – ৪ টা
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার চট্টগ্রাম
- বাংলাদেশ ব্যাংকের নিকটবর্তী, আবদুর রহমান রোড, চ্যাটগ্রাম – 4000, কোতোয়ালি, চাটোগ্রাম
- অফিসের সময়: সকা।-৯.00 টা -.৫.০০ টা
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার ময়মনসিংহ
- কাচারি হেড পোস্ট অফিস
- অফিসের সময়: সকা।-৯.00 টা -.৫.০০ টা
নগদ কাস্টমার কেয়ার দিনাজপুর
Md. Adu Kawsar. Don villa(1st floor),Beside of Kotoali Thana,Moshan kali mondir road,Kalitola,Dinajpur Sadar,Dinajput