শুভেচ্ছা

Pohela Falgun 2023: পহেলা ফাল্গুনের Picture, Status, Wishes, Message

Pohela Falgun 2023,পহেলা ফাল্গুনের Picture, SMS, Status, Wishes, Message এই নিবন্ধ আলোচনা করা হচ্ছে। সম্মানিত পাঠক, আপনি যদি Pohela Falgun 2023 অনলাইনে অনুসন্ধান করে থাকেন তাহলে আপনি এই নিবন্ধে আপনার সমস্ত তথ্য গুলো পেয়ে যাবেন। বাংলাদেশের অসম্প্রদায়িক অনুষ্ঠানগুলোর মধ্যে পহেলা ফাল্গুন অন্যতম। প্রতিবছর বাংলাদেশের তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ মাধ্যমে পহেলা ফাল্গুন পালনের আগ্রহ দেখা যায়। পহেলা ফাল্গুন পালনের আগ্রহ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তাই পহেলা ফাল্গুন উৎসব উপলক্ষে অনেকেই অনলাইনে নিজের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন প্রিয়জনকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানায়।

Pohela Falguner Status 2023

অনেকেই 14 ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকে। বিশেষ করে যারা এখনো কোন রিলেশনশিপে যায়নি তাদের মধ্যে পহেলা ফাল্গুন নিয়ে অনেক আগ্রহ দেখা যায়। তাই আপনি যদি পহেলা ফাল্গুন নিয়ে কোন স্ট্যাটাস নিচে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান তাহলে এই নিবন্ধ থেকে সাহায্য নিয়ে স্ট্যাটাস দিতে পারেন।

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায়
ভালোবাসার এটাই তো সেরা সময় ।
কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না ।

দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি ।

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক ।
কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না ।

দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি ।

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক ।

Pohela Falguner Wishes

পহেলা ফাল্গুন ব্যাপক উৎসাহ দিয়ে পালন করার জন্য আপনি যদি আপনার প্রিয়জনকে পহেলা ফাল্গুনের উইশ করতে চান? তাহলে এই নিবন্ধ থেকে পহেলা ফাল্গুনের কিছু কোষ উইশ সংগ্রহ করে নিতে পারেন।আমরা এই নিবন্ধে পহেলা ফাল্গুনের কিছু উইশ আপনাদের জন্য নিয়ে এসেছি।

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক ।
bosonter rong chapiyeche ekul
amer mukule vromor khacche dul
sobaike falguner suveccha.

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

বসন্তের রং ছাপিয়েছে একুল
আমের মুকুলে ভ্রমর খাচ্ছে দুল
সবাইকে জানায় পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

ekti kobita, ekti polash, ekti kokil
tumi ar ami sob miliye aj bosonto.

একটি কবিতা একটি পলাশ একটি কোকিল
তুমি আর আমি সব মিলিয়ে আজ বসন্ত

bosonter agomone kokiler shur
grismer agomone rodela dupur
borsar agomone sada kashful
ei dupure tomake dekhte mon holo bekul.

বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাশফুল
এই দুপুরে তোমাকে দেখতে মন হল ব্যাকুল

পহেলা ফাল্গুনের Message 2023

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানানোর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল মেসেজ। পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানাতে আপনি মেসেজের মাধ্যমটি বেছে নিতে পারেন। আর আপনি যদি সুন্দরভাবে পহেলা ফাল্গুনের মেসেজ লিখতে না পারেন তাহলে আমরা আপনাদের কিছু সাহায্য করতে পারি। আমরা এই নিবন্ধে পহেলা ফাল্গুনের কিছু মেসেজ সংযুক্ত করে দিয়েছি।

কোকিলের সেই টু ডাকের ইঙ্গিত দিয়ে বোঝা যায় আজ বসন্ত,❤️, সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

প্রকৃতির সব সৌন্দর্য ঝরে নতুন সৌন্দর্যের কচিপাতার আগমনে বোঝা যায় আজ বসন্ত। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

শীতকে বিদায় জানিয়ে গরমকে আহ্বান করে পলাশ ফুলের আগমনে বোঝা যায় আজ বসন্ত। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে
মনের মাঝে একটি সুর বাজে
শিমুলের বনে আজ লেগেছে আগুন
আজ কি তবে আবার এসেছে ফাগুন

আজ আমি বৃষ্টিতে ভিজেছি
আর মন খুলে কেঁদেছি
কেউ বুঝতেই পারিনি যে আমার
চোখ থেকে গড়িয়ে পড়ছে বৃষ্টির জল
নাকি চোখের জল
তাইতো বৃষ্টি এলেই আমি
নিজেকে ভাসিয়ে দেই বৃষ্টির জলে

পহেলা ফাল্গুনের Picture Download

আপনি যদি পহেলা ফাল্গুন 2023 উপলক্ষে পহেলা ফাল্গুনের কিছু পিকচার অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধে আপনাকে স্বাগতম। আমরা এই নিবন্ধের পহেলা ফাল্গুন 2023 উপলক্ষে কিছু পিকচার সংযুক্ত করেছি।

পহেলা ফাল্গুনের Picture
পহেলা ফাল্গুনের Picture
পহেলা ফাল্গুনের Picture
পহেলা ফাল্গুনের Picture

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button