চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স লাইভ [ CC vs KT live]
বিপিএল 2020 এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স। এই খেলার লাইভ ভিডিও আমরা ওয়েবসাইটটি সরাসরি সম্প্রচার করবে। আপনি যদি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স ম্যাচ টি দেখার জন্য অনলাইনে অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধটি আপনার জন্য। এই নিবন্ধে আমরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স ম্যাচটি সরাসরি সম্প্রচার করার যাবতীয় পদ্ধতি রেখে দেবো।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স লাইভ
এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একটি ম্যাচ খেলেছে। এর মধ্যে একটি ম্যাসেজ এসেছে এবং একটি ম্যাচে হেরেছে। সেই অনুযায়ী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর পয়েন্ট নাম্বার 2। অপরদিকে খুলনা টাইগার্স একটি ম্যাচ খেলেছে ম্যাচ খেলেছে ফুরফুরে মেজাজে রয়েছেন। সেই হিসেবে খুলনা টাইগার্স পয়েন্ট তালিকার ভালো স্থানীয়। নিচে উপায় দলের স্কোয়াড নিয়ে আলোচনা করা হচ্ছে।
খুলনা টাইগার্স স্কোয়াড
সম্ভাব্য একাদশঃ আন্দ্রে ফ্লেচার , তানজিদ হাসান , রনি তালুকদার , মুশফিকুর রহিম , ইয়াসির আলি , থিসারা পেরেরা , ফরহাদ রেজা , মাহেদী হাসান , সোহরাওয়াদি শুভ , নবীন-উল-হক , কামরুল ইসলাম
অতিরিক্ত খেলোয়ারঃ সৌম্য সরকার , নাবিল সামাদ , শরিফুল্লাহ , জাকের আলী , খালেদ আহমেদ
সবচেয়ে ভালো ভাবে বিপিএল দেখুন টি স্পোর্টস লাইভ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
সম্ভাব্য একাদশঃ কেনার লুইস (উইকেটরক্ষক) , উইল জ্যাকস , আফিফ হোসেন , সাব্বির রহমান , মেহেদি হাসান (সি) , শামীম হোসেন , নাঈম ইসলাম , বেনি হাওয়েল , মুকিদুল ইসলাম , শরিফুল ইসলাম , নাসুম আহমেদ
অতিরিক্ত খেলোয়ারঃ এনামুল হক জুনিয়র , রায়দ এমরিত, চ্যাডউইক ওয়ালটন , জাকির হাসান , মৃত্যুঞ্জয় চৌধুরী , আকবর আলী , রেজাউর রহমান রাজা ।মিনিস্টার গ্রুপ ঢাকা স্কোয়াডএকনজরে বিপিএলের পয়েন্ট টেবিল দেখে নিন
বিপিএল এর পরবর্তী ম্যাচের সময়সূচি দেখে নিন
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ভার্সেস খুলনা টাইগার্স লাইভ স্ট্রিমিং
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ভার্সেস খুলনা টাইগার্স ম্যাচটি শুরু হবে 24 শে জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায়। খেলাটি জিটিভি এবং টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও বিদেশি বেশকিছু টিভি চ্যানেল বিপিএল ২০২৩ এর সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করছে। খেলাটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এ অনুষ্ঠিত হবে। 25000 ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। 25 হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন হলেও করণা মহামারীর কারণে এ বছর কোন দর্শক মাঠে প্রবেশ করতে পারছে না। খেলা দেখা যাবে শুধুমাত্র টেলিভিশন চ্যানেলের এবং অনলাইনে।