GP SMS জিপি এসএমএস প্যাক ২০২৩ [আপডেট]
সুপ্রিয় জিপি গ্রাহক বন্ধুরা, এই নিবন্ধে আমরা জিপি এস এম এস প্যাক ২০২৩ আলোচনা করব। তাই আপনি যদি জিপি এস এম এস প্যাক ২০২৩ অনলাইনে অনুসন্ধান করেন তাহলে আমাদের এই নিবন্ধ হতে জিপি এস এম এস প্যাক ২০২৩ গুলো দেখে নিতে পারেন। সবচেয়ে জনপ্রিয় এসএমএস অফার গুলো একটিভ করার কোড আমরা এই নিবন্ধে সংযুক্ত করেছি। আপনারা চাইলে আমাদের এই নিবন্ধটি থেকে জিপি এস এম এস প্যাক ২০২৩ গুলো দেখে নিতে পারেন। আমরা জিপি সকল ধরনের জিপি এস এম এস প্যাক ২০২৩ এই নিবন্ধের সংযুক্ত করে দিয়েছি।
গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর কোম্পানি। বাংলাদেশের প্রায় 60 ভাগ মানুষ গ্রামীণ ফোন ব্যবহার করে থাকে। সংখ্যার হিসেবে সেটি প্রায় ৫ কোটি। গ্রামীণফোন এই বিশাল সংখ্যক গ্রাহককে সব সময় বিভিন্ন রকম সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। এরকম একটি সুযোগ সুবিধা হল গ্রামীণফোন এসএমএস অফার। তাই আজকের এই নিবন্ধে আমরা গ্রামীণফোন এস এম এস কেনার কোড সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা গ্রামীনফোনে কম রেটে জিপি এস এম এস প্যাক ২০২৩ কিনতে চাচ্ছেন তারা আমার এই নিবন্ধ হতে জিপি এস এম এস প্যাক ২০২৩ কেনার কোড গুলো দেখে নিতে পারেন। তাহলে আপনারা খুব সহজেই গ্রামীণফোনের জিপি এস এম এস প্যাক ২০২৩ কোড গুলো দিয়ে এস এম এস প্যাক অ্যাক্টিভ করে নিতে পারবেন।
জিপি এসএমএস প্যাকের নতুন দাম (জুন ২০২৩)
- ৫০ এসএমএস ১৩ টাকা (মেয়াদ ৩ দিন)
- ১০০ এসএমএস ২৩ টাকা (মেয়াদ ৩ দিন)
- ২০০ এসএমএস ৪২ টাকা (মেয়াদ ৩ দিন)
- ৫০ এসএমএস ১৬ টাকা (মেয়াদ ৭ দিন)
- ১০০ এসএমএস ২৭ টাকা (মেয়াদ ৭ দিন)
- ২০০ এসএমএস ৪৭ টাকা (মেয়াদ ৭ দিন)
- ১০০ এসএমএস ৩২ টাকা (মেয়াদ ৩০ দিন)
- ২০০ এসএমএস ৫৭ টাকা (মেয়াদ ৩০ দিন)
- ৩০০ এসএমএস ৭৭ টাকা (মেয়াদ ৩০ দিন)
- ৫০০ এসএমএস ৯৬ টাকা (মেয়াদ ৩০ দিন)
জিপি এস এম এস প্যাক ২০২৩
গ্রামীনফোনে বিভিন্ন মূল্যের জিপি এস এম এস প্যাক ২০২৩ কেনা যায়। এর মধ্যে কিছু কিছু এসএমএস প্যাকেজ গ্রাহকদের মধ্যে খুব জনপ্রিয়। আজকের এই নিবন্ধে আমরা গ্রামীণফোনের জনপ্রিয় এস এম এস প্যাকেজ গুলো এক্টিভেশন কোড, মূল্য তালিকা সংযুক্ত করে দেবো।
বিভিন্ন প্রয়োজনে আপনাকে এস এম এস কিনতে হতে পারে। কোন ব্যক্তিকে খুদে বার্তা পাঠানোর জন্য এস এম এস প্রয়োজন পড়ে। অথবা কোন ব্যক্তিকে যদি মোবাইল ফোনে পাওয়া না চায় তাহলে তার ফোনে এস এম এস দিয়ে রাখলে, সেই ব্যক্তি পরবর্তীতে ফোন খোলার সাথে সাথেই তার বার্তাটি পেয়ে যায়। ইত্যাদি নানা কারণে এস এম এস অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই নিবন্ধে আমরা গ্রামীনফোনের জিপি এস এম এস প্যাক ২০২৩ কেনার কোড গুলো সম্পর্কে আলোচনা করছি।
জিপি এসএমএস প্যাক | মূল্য BDT | অ্যাক্টিভেশন কোড | বৈধতা |
25টি এসএমএস | 01 টাকা | *121*1015*2# | 1 দিন |
50টি এসএমএস | 02 টাকা | “S3” Type to send 8426 | 1 দিন |
100টি এসএমএস | 05 টাকা | *111*10*06# | 3 দিন |
100টি এসএমএস | ০৭ টাকা | *121*1015*1# | 4 দিন |
50টি এসএমএস | 06 টাকা | ফ্লেক্সি প্ল্যানে ক্লিক করুন | 30 দিন |
200 এসএমএস | 11 টাকা | ফ্লেক্সি প্ল্যানে ক্লিক করুন | 30 দিন |
500 এসএমএস | 19 টাকা | ফ্লেক্সি প্ল্যানে ক্লিক করুন | 30 দিন |
জিপি ২ টাকায় ২৫ এস এম এস অফার
- এই অফারটি সক্রিয় করতে ডায়াল করুন, *121*1015*2 #
- একাধিকবার এই অফারটি কিনুন।
- এসএমএসের মেয়াদ 3 দিন।
- গ্রামীণফোন প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা 2 টাকায় 25 এসএমএস পেতে পারবেন।
- জিপি বান্ডিল প্যাক: 25 এসএমএস 2 টাকাযে কোনও স্থানীয় নম্বর এসএমএস করুন। (24 ঘন্টা)
- সীমিত সময়ের এসএমএস অফার।
- স্কিট্টো গ্রাহকরা এই প্যাকটি উপভোগ করতে পারবেন না।
জিপি ৭ টাকায় ১০০ এস এম এস অফার
- এই অফারটি পেতে, *121*1015*1# ডায়াল করুন ।
- জিপি এসএমএস অফারটির মেয়াদ 04 দিন শেষ হচ্ছে।
- এই অফারের দাম 7 টাকা।
- অবশ্যই এই অফারটি ব্যবহার করুন (জিপি-জিপি)।
- এই অফারের সাথে ভ্যাট যুক্ত associated
- আপনি একাধিকবার কিনতে পারবেন।
- বাকি এসএমএস মেয়াদ শেষ হওয়ার পরে ব্যবহার করা হবে না।
জিপি ১৯ টাকায় ৫০০ এসএমএস অফার
জিপিতে আপনি এখন 19 টাকায় 500 এসএমএস অফার পাচ্ছেন। এই অফারটি একটিভ করার জন্য আপনাকে মাইজিপি অথবা ফ্লেক্সিপ্লান থেকে একটিভ করে নিতে হবে। আপনার মাই জিপি অ্যাপস টি না থাকলে প্লে স্টোর থেকে এখনি ডাউনলোড করে নিতে পারেন। মাইজিপি ডাউনলোডের সমস্ত পদ্ধতি আমরা নিচে তুলে ধরেছি।
- grameenphone.com/flexi-plan ভিজিট করুন অথবা ফ্লেক্সিপ্লান অ্যাপ অথবা মাই জিপি অ্যাপ থেকে ফ্লেক্সিপ্লান এ ক্লিক করুন
- ৫০০ এসএমএস সিলেক্ট করুন, ৩০ দিন মেয়াদ সিলেক্ট করুন। বাকি সবকিছু ০ সিলেক্ট করুন।
- বাই অপশনে ক্লিক করুন
- মোবাইল নাম্বার দিন, মোবাইলে একটি ওটিপি কোড পাবেন
- কোড টি সাবমিট করলেই আপনার মোবাইল থেকে ১৯.০৯ টাকা কেটে নিবে এবং ২০০ এসএমএস প্যাকেজ টি চালু হয়ে যাবে অটোমেটিক।
GP SMS | Price | Validity | Activation Code |
50 SMS | 6 Taka | 30 Days | My GP/Gp Flexiplan |
200 SMS | 11.09 Taka | 30 Days | Gp Flexi plan |
500 SMS | 19.05 Taka | 30 Days | Gp Flexi plan |
1000 SMS | 35.98 Taka | 30 Days | Gp Flexi plan |
আমরা এই ওয়েবসাইটে জিপি সিমের অফার নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে জিপি সিমের অন্যান্য অফার সংক্রান্ত আমাদের পোষ্টগুলো দেখে নিতে পারেন।