রথযাত্রা ২০২২ কবে? 2022 রথযাত্রা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

আপনি কি রথযাত্রা 2022 সময় সূচি অনুসন্ধান করছেন? তাহলে এই নিবন্ধনে আপনাকে স্বাগতম। আমরা এই নিবন্ধনে রথযাত্রা 2022 এর সময় সূচি তুলে ধরব। প্রতি বছর বাংলাদেশ, ভারত, নেপালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রথযাত্রা পালিত হয়ে থাকে। এর ধারাবিহকতায় এ বছর বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে রথযাত্রা পাালিত হবে। আপনি যদি রথযাত্রার সময় নির্ঘন্ট জানতে চান তাহাহলে এই অনুচ্ছেদটি আপনার জন্য।
রথযাত্রা হিন্দু ধর্মে বিশেষ ধর্মীয় উৎসবের একটি। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যার্বনের দিনটি স্মরনীয় করে রাখার জন্য হিন্দুধর্মালম্বী ভক্তবৃৃন্দ দিনটিকে উৎযাপন করে থাকে। দীর্ঘ বিরতীর পর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্ভিভাব হয় তৎকাল হইতে রথযাত্রার প্রচলন শুরু হয়। বিভিন্ন মন্দিরে বিভিন্ন উচ্চতার রথ তৈরি করা হয়। বাংলাদেশে বিশেষ করে ইসকন ফর সোসাইটি দিনটিকে বিশেষ ভাবে উৎযাপন করে। এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত ভাবে বা সার্বজনীন ভাবে রথযাত্রা উৎযাপন করে থাকে। বিভিন্ন বয়সী হিন্দুধর্মালম্বী ভক্তবৃন্দ নারী, পুরুষ নির্বিষে এই উৎসবে সামিল হয় এবং তাদের মনস কামনা পূনার্থে বিশেষ প্রার্থনা করে।
রথযাত্রার সময়সূচি ২০২২
আপনাদের সুবিধার্থে রথযাত্রা -২০২২ এর সময় সূচি সুনিপণ তুলে ধরব। প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের তীথি উপলক্ষ্যে রথযাত্রা পালিত হয়ে থাকে। এ বছর রথযাত্রার তীথি অনুযায়ী ১৬ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ ইংরেজি ১লা জুলাই-২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হবে। এছাড়াও উল্টো রথযাত্রা বিশেষ ভাবে পালিত হয়। এ বছর উল্টো রথ অনুষ্ঠিত হবে ৯ই জুলাই ২০২২ মতে বাংলা ২৪শে আষাঢ় ১৪২৯ রোজ শনিবার।
রথযাত্রা ১লা জুলাই ২০২২, উল্টো রথ অনুষ্ঠিত হবে ৯ই জুলাই ২০২২
বাংলাদেশ এবং ভারতের অজস্র ভক্তবৃন্দ রথযাত্রার সময় সূচি ও অনুন্ধান করে থাকেন। সেই সকল ভক্তবৃন্দের জন্য আজকের একটি অনুচ্ছেদে রথযাত্রার পূর্নাঙ্গ সময় সূচি তুলে ধরেছি।
আমরা এই ওয়েবসাইডে রথযাত্রা নিয়ে আরো অনুৃচ্ছেদ প্রকাশ করেছি। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইঢডর অন্যান্য অনুচ্ছেদ গুলো প্রদর্শন করতে পারেন।